আরব আমিরাতে পবিত্র শবে বরাত ২০২৪ – দুবাই

শবে বরাত কথাটি ফারসি শব্দ থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনি বলা হয়েছে।

বাংলাদেশ থেকে অনেক প্রবাসীগন আরব আমিরাতে বসবাস করে। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে তারা ইন্টারনেটে আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে পবিত্র শবে বরাত কবে তা জানতে চেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত আজ সোমবার ২৫শে ফেব্রুয়ারি।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পবিত্র শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। কিভাবে নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করতে হয় তা আজকের এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন পোস্ট টি শুরু করা যাক।

পবিত্র শবে বরাত ২০২৪ – আরব আমিরাত

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। ইংরেজি সালের ২৫শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শবে বরাত পালিত হচ্ছে। আরব আমিরাতের দুবাই শহরে যারা বসবাস করে, সেই সকল মুসল্লীগণ পবিত্র শবে বরাতের নামাজ আদায় করবে আজ। এবং আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ অন্যান্য দেশে পবিত্র শবে বরাত।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনি পালন চলবে মঙ্গলবার (০৭ মার্চ) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

পুণ্যলাভের আশায় আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

আরও দেখুনঃ শবে বরাত পালনের নিয়ম ২০২৪ – করণীয় ও বর্জনীয় কাজ

দুবাই এ শবে বরাতের নামাজ ২০২৪

২৫শে ফেব্রুয়ারি রোজ সোমবার, সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরবেও আজকে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। পবিত্র শাবান মাসের ১৪ ও ১৫ তম তারিখের মধ্যবর্তী রাতকে শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত বলা হয়। আরব আমিরাতের দুবাই শহরে আজকে মুসল্লীগণ পবিত্র শবে বরাত পালন করছে। শবে বরাতের নফল নামাজ আদায় করার জন্য মুসল্লীগণ মসজিদে প্রবেশ করেছেন।

আরও দেখুনঃ পবিত্র শবে বরাত নামাজের নিয়ম, কত রাকাত ও কি কি

সর্বশেষ কথা

পবিত্র শবে বরাত নফল ইবাদতের অন্তর্ভুক্ত। নফল ইবাদতের ক্ষেত্রে নফর নামাজ আদায় করা সর্বোত্তম। এছাড়াও নফল রোজা রাখার মাধ্যমে মহান আল্লাহতালার সন্তুষ্টি লাভ করা যায়। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আরব আমিরাতে পবিত্র শবে বরাত কবে তা জানিয়েছি। এছাড়াও দুবাই শহরে শবেবরাত বা লাইলাতুল বরাতের নামাজ কবে সে সম্পর্কেও আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছি।

আরও দেখুনঃ

সৌদি আরবে শবে বরাত কবে ২০২৪ – আরবি মাসের কত তারিখ

One thought on “আরব আমিরাতে পবিত্র শবে বরাত ২০২৪ – দুবাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *