শবে বরাত কবে ২০২৪ – শবে বরাতের নামাজ কত তারিখ

২৫শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রোজ রবিবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালন করা হবে। এই দিন দিবাগত রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহতালার নিকট্য লাভের উদ্দেশে সকল ধর্মপ্রাণ মুসল্লীগণ শবে বরাতের নামাজ আদায় করবে। অনেক মুসলমান ইন্টারনেটে জানতে চেয়েছে যে বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে হবে। সুতরাং তাদের উদ্দেশ্যে জানাতে চাই যে প্রতিবছর হিজরী শাবান মাসের ১৪ বা ১৫ তারিখ মধ্যবর্তী রাতে এই ধর্মীয় উৎসব পালন করা হয়।

ইতোমধ্যেই অনেকে ইন্টারনেটে শবে বরাত কবে তা জানতে চেয়েছেন। তাই এই পোস্টে আমি আপনাদের সাথে পবিত্র শবে বরাত ২০২৪ বা লাইলাতুল বরাত ইংরেজি কত তারিখে পালন করা হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। এছাড়াও শবে বরাতের নামাজ কবে এবং বাংলাদেশে শবে বরাতের সরকারি ছুটি কত তারিখে হবে সে সম্পর্কেও জানানোর চেষ্টা করব। সুতরাং আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং শবে বরাতের নামাজ কত তারিখ হবে তা জেনে নিন।

শবে বরাত কবে ২০২৪?

আপনি যদি বাংলাদেশে বসবাসরত একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পবিত্র শবে বরাত কবে পালিত হবে তা জানতে হবে। পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহতালার নিকট্য লাভ করা যায়। এই রাতে মহান আল্লাহতালা নিকট তওবা করে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহতালা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাই মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত মহান আল্লাহতালার নৈকট্য লাভের উদ্দেশে এই রাতে এবাদত বন্দেগির মাধ্যমে কাটানো।

কিন্তু আপনি কি জানেন ২০২৪ সালের শবে বরাত কবে পালিত হতে পারে? ২৫শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশে দিবাগত রাতে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত পালিত হবে। আর এর পরের দিন অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে সকল অফিস আদালত বন্ধ থাকবে।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

শবে বরাত নামাজ কবে ২০২৪?

২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। পবিত্র এই রাতে ধর্ম প্রান মুসল্লীগণ নফল নামাজের মাধ্যমে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে থাকে।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করবে। পবিত্র শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রাত। এড়াতে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ সারারাত ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহতালার নিকট্য লাভের আশা করে। সুতরাং একজন মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই এই পবিত্র রজনীর নামাজ আদায় করা আবশ্যক। মনে রাখবেন আগামী ২৫শে ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের নামাজ অনুষ্ঠিত হবে।

আরও দেখুনঃ সৌদি আরবে শবে বরাত কবে ২০২৪ – আরবি মাসের কত তারিখ

পবিত্র শবে বরাত কবে ২০২৪ বাংলাদেশ?

শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি রাত। উপমহাদেশে এই পবিত্র রাতকে শবে বরাত বলা হয়। বিশ্বের বিভিন্ন স্থানের সকল মুনিন মুসলমান গণ নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। আপনি কি জানেন ২০২৪ সালে বাংলাদেশের পবিত্র শবে বরাত কবে পালিত হতে পারে?

২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। আপনি যদি এই রাত উপলক্ষে নামাজ আদায় করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ২৫শে ফেব্রুয়ারি নফল নামাজের মাধ্যমে শবে বরাতের নামাজ আদায় করতে পারেন।

এ বছর শবে বরাত কত তারিখ?

অনেকেই জানতে চেয়েছেন যে শবে বরাত ২০২৪ কত তারিখে অর্থাৎ এই বছর পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত কবে পালিত হবে? ইতোমধ্যেই আমি আপনাদের সাথে বাংলাদেশের পবিত্র শবে বরাত কবে পালিত হবে তা জানিয়েছি। হিজরির বর্ষের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখ মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশ ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হতে পারে।

হাদিস অনুযায়ী শবে বরাত কি?

প্রথমত, কুরআনে এমন কোনো সহিহ হাদিস বা আয়াত নেই যা স্পষ্টভাবে শবে বরাতের রাতের তাৎপর্য নির্দেশ করে বা কথা বলে। তবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, অনেকে এই পবিত্র রাত উদযাপন করে, আল্লাহর ইবাদতে সময় কাটায়। তবে কিছু যঈফ হাদীস রয়েছে যাতে এ রাতের গুরুত্ব ও ফজিলত উল্লেখ রয়েছে।

আয়েশা (রাঃ) বর্ণনা করেছেন যে:

“… তিনি (সাঃ) বলেছেন: ‘নিশ্চয়ই আল্লাহ, পরাক্রমশালী ও মহিমান্বিত, তিনি মধ্য শাবানের রাতে সর্বনিম্ন আসমানে অবতরণ করেন, যাতে ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি ক্ষমা দান করেন। বানু) কালব।'” (তিরমিযী: 739)

আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত আরেকটি হাদীসে বলা হয়েছে যে নবী (সাঃ) 14 ও 15 শাবানের রাতে এমনভাবে ব্যাপক প্রার্থনায় কাটিয়েছিলেন যে তিনি মনে করেছিলেন যে তিনি মারা গেছেন। (আল-বায়হাকী ও আল-তাবারানী)।

সর্বশেষ কথা

বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে হবে তা নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টে আমি আপনাদের সাথে শবে বরাতের নামাজ ইংরেজি কত তারিখে হবে এবং শবে বরাত বা লাইলাতুল বরাত সম্পর্কিত আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

সৌদি আরবে শবে বরাত কবে ২০২৪ – আরবি মাসের কত তারিখ

২৫০+ শবে বরাতের শুভেচ্ছা, মেসেজ, উক্তি, স্ট্যাটাস ও বানী

One thought on “শবে বরাত কবে ২০২৪ – শবে বরাতের নামাজ কত তারিখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *