মুন্সীগঞ্জে অবস্থিত মানা বে ওয়াটার পার্ক বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ও বৃহত্তম ওয়াটার পার্কগুলোর মধ্যে অন্যতম। ঢাকার নিকটবর্তী এই ওয়াটার পার্কটি প্রায় ৬০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং পর্যটকদের কাছে জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য। এখানে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, যেমন ওয়াটার স্লাইড, ওয়েভ পুল, এবং ফ্লোরাইডার ডাবল, যা সব বয়সী মানুষকে দারুণ আনন্দ দিতে সক্ষম। মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক কিভাবে যাবেন? এখানে কি কি আছে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়ায় অবস্থিত মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Water Park) হলো বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। এটি প্রায় ৬০,০০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক হিসেবে পরিচিত।
মানা বে ওয়াটার পার্ক একটি বৈচিত্র্যময় রাইড এবং আকর্ষণের পার্ক, যেখানে ১৭টি রোমাঞ্চকর রাইড এবং ৪টি বিশেষ থিম রয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণ হলো অ্যাকোয়ারাশ ম্যাট ওয়াটার স্লাইডার, যা চারটি ভিন্ন অংশের সমন্বয়ে গঠিত: লাভা ড্যাশ, অ্যাকোয়াড্রেনালাইন, ভার্টিগো ভর্টেক্স, এবং লুপ অফ ফেইথ। এই রাইডগুলো তাদের তীব্রতা এবং মজা দিয়ে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
টাইডাল টুইস্ট হল আরেকটি উল্লেখযোগ্য রাইড, যা টিউব স্লাইডারের সমন্বয়ে গঠিত। এর মধ্যে আছে রিপটাইড বিপ্লব, টেম্পেস্ট টুইস্টার, সাইক্লোন ফিউরি, এবং টার্বো টিউব, যা ভ্রমণকারীদের জন্য উত্তেজনার দারুণ অভিজ্ঞতা এনে দেয়।
ওহানা ফলস রাইডটিতে রয়েছে জয়রাইডার এবং ভেলোসিটি ভার্টেক্স রাফটিং স্লাইড, যা আরো ধীরগতির এবং পরিবারের সদস্যদের জন্য উপযুক্ত। পাশাপাশি, ফ্লোরাইডার রাইডে সার্ফিংয়ের অভিজ্ঞতা দিতে সার্ফ সিমুলেটর রয়েছে।
এছাড়াও, পার্কের এনচান্টেড ওয়াটার ও হাইড্রো গ্রুভে কৃত্রিম নদীতে পানিতে ভেসে থাকার মজা, আর ব্লিসফুল বেতে সূর্যস্নান করতে পারবেন। শিশুদের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে, যেখানে ফানস্ট্রিম, স্প্ল্যাশটোপিয়া, এবং শেলশ্যাক-এর মতো রাইড রয়েছে, যা তাদের জন্য নিরাপদ এবং উপভোগ্য করে তোলা হয়েছে।
কোথায় অবস্থিত?
মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, মেঘনা ব্রিজের কাছাকাছি। ঢাকা থেকে পার্কটির দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার এবং বাস বা ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছানো যায়।
ঠিকানা:
Mana Bay Water Park
বাউশিয়া ইউনিয়ন, গজারিয়া উপজেলা,
মুন্সিগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (মেঘনা ব্রিজের পাশে)
মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক কখন খোলা থাকে
প্রতি সপ্তাহের ৭ দিনই এই পার্ক খোলা থাকে। প্রতি সরকারি ছুটির দিনেও পার্ক টি খোলা পাওয়া যাবে। শুক্রবার, শনিবার ও সকল সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক খোলা থাকে। আর রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা পাওয়া যাবে। এখানে আসার পূর্বে এটি কখন খোলা থাকে জেনে নিবেন।
মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক টিকিটের দাম কত টাকা?
মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক একটি প্রিমিয়াম জল পার্ক যা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। এটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অবস্থিত এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক হিসেবে পরিচিত। পার্কটির বিশাল এলাকা বিভিন্ন রাইড এবং আকর্ষণ দিয়ে পূর্ণ, যেখানে সব বয়সী দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে রোমাঞ্চকর ওয়াটার স্লাইড, বিশাল ওয়েভ পুল, এবং বিশেষ ফ্লোরাইডার রাইড। পার্কে ছোট শিশুদের জন্য একটি আলাদা আনন্দময় জোন এবং কৃত্রিম নদীর সুবিধাও রয়েছে, যা পরিবারের সবাইকে একসাথে আনন্দিত করার জন্য আদর্শ স্থান। এখানে ছোট বড় সবাইকে টিকিট কেটে প্রবেশ করতে হয়।
- বড়দের টিকিটের দাম ৬০০০ টাকা।
- ছোটদের টিকিটের দাম ৩০০০ টাকা।
- ৩ ফুটের নিচে সকল শিশুদের টিকিট মূল্য ফ্রি।
শুধুমাত্র প্রবেশের সময় টিকিট কাটতে হবে। একটি টিকিট কাতলেই সকল রাইড ফ্রি হয়ে যাবে। তাই প্রতি রাইডের জন্য আর আলাদা ভাবে টিকিট কাটা লাগে না। এদের আবার ভিআইপি টিকিটও আছে। যার দাম ১৩ থেকে ১৬ হাজার টাকা।
আরও দেখুনঃ
মানাবে ওয়াটার পার্ক কোথায় [লোকেশন]
মানাবে ওয়াটার পার্ক কোথায় অবস্থিত
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।