শবে বরাত ২০২৪ – ওমান, কাতার, দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, কুয়েত, বাহরাইন

ওমান সহ সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ রোজ রবিবার পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত ও বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজকে দিবাগত রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালন করছে।

বছর ঘুরে আবার আমাদের মাঝে আসছে পবিত্র মাহে রমজান। এ মাসে মুমিন মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটিয়ে থাকেন। রমজান মাসের আগের মাস হচ্ছে শাবান মাস। এটি আরেক বরকতময় মাসে সকল মুসলমানদের জন্য। শাবান মাসের ১৪ ও ১৫ তম তারিখের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়।

ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ যেমন, কাতার, দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া কুয়েত, বাহরাইন সহ আরো অনেক দেশেই পবিত্র শবে বরাত পালিত হয়ে থাকে। অনেকেই ইন্টারনেটে এ সকল দেশে পবিত্র শবে বরাত কবে তা জানতে চেয়েছে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত কবে এবং কবে নামাজ পড়তে হবে ও রোজা রাখতে হবে তা জানাবো।

আরও দেখুনঃ শবে বরাত পালনের নিয়ম ২০২৪ – করণীয় ও বর্জনীয় কাজ

শবে বরাত ২০২৪

ওমান সহ বিশ্বব্যাপী শাবানের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৭ই মার্চ ওমানে পালিত হবে পবিত্র শবে বরাত। দেশটি আরবের হলেও এ বছর বাংলাদেশের সাথে একই দিনে হচ্ছে এই শবে বরাত। অন্যদিকে অন্যান্য দেশগুলোতে যেমন, সৌদি আরব, দুবাই ও কাতারে ৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র শবে বরাত। সেই হিসেবে আগামী ২৩ মার্চ ওমানে প্রথম রোজার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বাংলাদেশের আকাশে শাবানের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কমিটি জানিয়েছে, আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালন করা হবে। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিনগত রাতই শবে বরাতের রাত। পুণ্যময় এই রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। আর তাই পরের দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। এবছর পবিত্র শবে বরাতের ছুটি ৮ মার্চ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।

আরও দেখুনঃ পবিত্র শবে বরাত নামাজের নিয়ম, কত রাকাত ও কি কি

শবে বরাত কবে?

আমরা জানি যে বাংলাদেশ ও ভারত থেকে প্রতিবছর অনেক লোকজন বিদেশে পাড়ি জমায়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভাইবোন ইন্টারনেটে পবিত্র শবে বরাত কবে তা খুঁজে বেড়ায়। আপনি যদি ওমান, কাতার, দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে বসবাস করে থাকেন তাহলে আজকের প্রশ্নের মাধ্যমে পবিত্র শবে বরাতের তারিখটি জেনে নিতে পারবেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন।

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই শুধুমাত্র ওমান ছাড়া পবিত্র শবে বরাত ৬ই মার্চ রোজ সোমবার পালিত হবে। এ রাতে সকল মুসল্লীগণ মসজিদে নফল নামাজের মাধ্যমে শবে বরাত পালন করবে। অন্যদিকে ৭ই মার্চ রোজ মঙ্গলবার ওমান বাংলাদেশ ও ভারতসহ এশিয়ার দেশগুলোতে শবে বরাত পালন করা হবে।

আরও দেখুনঃ শবে বরাতের আমল, ফজিলত ও হাদিস সম্পর্কে জানুন

সর্বশেষ কথা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশগুলোতে পবিত্র শবে বরাত পালন করা হচ্ছে। আজকে ৬ ই মার্চ রোজ সোমবার এ দেশগুলোতে শবে বরাতের নামাজ আদায় করা হচ্ছে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোর যেমন, ওমান, কাতার, দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া কুয়েত, বাহরাইন শবে বরাত কবে তা জানানোর চেষ্টা করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই প্রশ্নের মাধ্যমে মধ্যপ্রদেশের সকল দেশ ও এশিয়ার বেশ কিছু দেশের শবে বরাত সম্পর্কে জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

আরব আমিরাতে পবিত্র শবে বরাত ২০২৪ – দুবাই

সৌদি আরবে শবে বরাত কবে ২০২৪ – আরবি মাসের কত তারিখ

শবে বরাতের নামাজের নিয়ত ২০২৪ – আরবি ও বাংলা ভাষায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *