সৌদি আরব হচ্ছে বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এদেশের প্রায় শতভাগ নাগরিক মুসলমান। এছাড়াও অন্যান্য দেশ হতে প্রতিবছর অনেক প্রবাসী সৌদি আরবে কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। বাংলাদেশ ও ভারত থেকেও অনেক মানুষ সৌদি আরবে বসবাস করে। দেখতে দেখতে আবারো আমাদের মাঝে খুশির বরাত নিয়ে পবিত্র শবে বরাত চলে এসেছে।
ইতিমধ্যেই হিজরী শাবান মাসের চাঁদ দেখা গেছে এবং শাবান মাস গণনা শুরু হয়েছে। মুসলমানদের জন্য শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে। এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা শবে বরাতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য নফল রোজা, দান-সদকা ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।
তাই সৌদি আরবে বসবাসরত সকল মুসলমানগণ ও বাংলাদেশ থেকে অবস্থানরত সকল প্রবাসী ভাইগণ ইন্টারনেটে সৌদি আরবে শবে বরাত কবে ২০২৪ তা খুঁজে বেড়াচ্ছে। আপনাদেরকে জানাতে চাই যে ইতোমধ্যে সৌদি আরব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পবিত্র শবে বরাতের তারিখটি নির্ধারণ করা হয়েছে। ৬ই মার্চ রোজ সোমবার সৌদি আরবে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত পালিত হবে।
সৌদিতে শবে বরাত কবে
শাবান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। পবিত্র শাবান মাসের মধ্যবর্তী রাতকে সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোতে পবিত্র শবে বরাত পালন করা হয়ে থাকে। সৌদি আরবের আকাশে ইতোমধ্যেই হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে এবং শাবান মাস গণনা শুরু হয়েছে। সে হিসাবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে সৌদিতে পবিত্র শবে বরাত পালিত হবে।
আশা করি সৌদির সকল মুসল্লিম নাগরিক ও অন্যান্য প্রবাসী ভাই-বোন সারারাত নফল নামাজের মাধ্যমে এই রাত পালন করে থাকবে। এছাড়াও অনেকেই আবার পরের দিন নফল রোজা রেখে থাকেন। কারণ আমাদের প্রিয় নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন ও বেশি বেশি আমল করতেন।
আরও দেখুনঃ পবিত্র শবে বরাত নামাজের নিয়ম, কত রাকাত ও কি কি
শবে বরাত ২০২৪ সৌদি আরব
সৌদি আরব হচ্ছে মুসলিম জাহানের অন্যতম একটি গৌরবময় দেশ। এই দেশের শতকরা শতভাগ নাগরিক মুসলমান। সুতরাং ইসলামিক দিক থেকে এই দেশের মানুষজন অনেক ধর্মভীরু। তারা মহান আল্লাহতালার সন্তুষ্টি কামনায় ইবাদত বন্দেগি করে থাকে। পবিত্র শবে বরাত উপলক্ষে এদেশের সকল নাগরিকগণ এই রাতে মহান আল্লাহতালার নিকট ক্ষমাপ্রার্থনা করে।
লাইলাতুল বরাত বা শবে বরাতের রাতে মহান আল্লাহতালা তার বান্দাদেরকে বিশেষ ক্ষমা করে দেন। ইতোমধ্যেই ২০২৪ সালের সৌদি আরবে শবে বরাতের তারিখ নির্ধারণ করা হয়েছে। ৬ই মার্চ রোজ সোমবার সৌদি আরবের বিভিন্ন প্রদেশে পবিত্র শবেবরাত পালিত হবে।
সৌদি আরবের শবে বরাত এর নামাজ কবে
প্রতিবছর আরবি শাবান মাসের ১৪ ও ১৫ তম তারিখের মধ্যবতীরাতে সৌদি আরবে ও অন্যান্য দেশগুলোতে পবিত্র শবে বরাত পালন করা হয়। সৌদি আরবে বসবাসরত নাগরিকসহ বাংলাদেশ থেকে যাওয়া সকল প্রবাসী গন শবে বরাতের হাতে নামাজ আদায় করেন। তাই তারা ইন্টারনেটে সৌদি আরবের শবে বরাতের নামাজ কবে তা জানতে চেয়েছে। যেহেতু ইতিমধ্যে জানানো হয়েছে যে ২৫শে ফেব্রুয়ারি সৌদি আরবে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সেহেতু এই তারিখেই রাতে শবে বরাতের নামাজ অনুষ্ঠিত হবে।
আরও দেখুনঃ শবে বরাত পালনের নিয়ম ২০২৪– করণীয় ও বর্জনীয় কাজ
কিন্তু শবে বরাত বা লাইলাতুল বরাতের নামাজের নির্দিষ্ট কোন নিয়ম নেই। শবে বরাতের আমল হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত এর ক্ষেত্রে সবচাইতে উত্তম হচ্ছে নফল নামাজ আদায় করা। সুতরাং পবিত্র এই রজনীতে দুই রাকাত করে করে আপনার সাধ্য অনুযায়ী নফল নামাজ আদায় করা। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে নফল নামাজ আদায় করতে গিয়ে যেন আপনার ফজরের নামাজ মিস না হয়।
শবে বরাত আরবি মাসের কত তারিখ
পবিত্র শবে বরাত আরবি শাবান মাসে পালন করা হয়ে থাকে। শাবান মাসের ১৪ ও ১৫ তম তারিখের মধ্যবর্তী রাতকে শবে বরাতের রাত বা লাইলাতুল বরাতের রাত বলা হয়। এই রাতকে মুসলমানগণ ভাগ্য রজনীর রাত হিসেবে জেনে থাকে। মহান আল্লাহ তা’আলা তার বান্দাদেরকে এ রাতে বিশেষ ক্ষমা করে থাকেন। তাই সকল মুসল্লীগণ সারারাত নফল নামাজ আদায়ের মাধ্যমে এই রাত পালন করেন।
সর্বশেষ কথা
শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে সকল মুসলমানদের একটি অনেক গুরুত্বপূর্ণ রাত। এ রাতে মহান আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয় এবং বান্দারা তাদের পাপের ক্ষমা চাওয়ার সুযোগ পায়। সৌদিসহ অন্যান্য মুসলিম দেশগুলোতে বসবাসরত মুসলমানগণ এই রাতে অনেক ইবাদত বন্দেগি করে থাকে আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে সৌদি আরবে শবে বরাত কবে তা জানানোর চেষ্টা করেছি আশা করি ইতিমধ্যে আপনি পবিত্র শবে বরাত আরবি মাসের কত তারিখে হয় তা জানতে পেরেছেন।
আরও দেখুনঃ
বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে ২০২৪ – শবে বরাতের নামাজ
শবে বরাতের রোজা কয়টি, কবে ও নিয়ত সম্পর্কে জানুন
২৫০+ শবে বরাতের শুভেচ্ছা, মেসেজ, উক্তি, স্ট্যাটাস ও বানী
আরব আমিরাতে পবিত্র শবে বরাত ২০২৪
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।