১৭ই মার্চের কবিতা – ছোটদের শিশু দিবসের কবিতা ২০২৪

আজকে ১৭ ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আজকে জাতির পিতার ১০১ তম জন্মদিবস। মহান এই মানুষটির জন্মদিন কে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯৯৭ সাল থেকে ১৭ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও এই দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। আজকে যেহেতু জাতির পিতার জন্মদিন। তাই অনেকেই ইন্টারনেটে ১৭ই মার্চের কবিতা খুঁজে বেড়াচ্ছে।

আজকের এই পোস্টে আমি আপনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে বাছাই করে অনেক সুন্দর সুন্দর 17 ই মার্চের কবিতা সংগ্রহ করেছি। আশা করি জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এ সকল কবিতা গুলো আপনার অনেক ভালো লাগবে। জাতীয় শিশু দিবস উপলক্ষে অনেক শিক্ষা প্রতিষ্ঠান করতে কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আপনার সন্তানকে যদি এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চান তাহলে কবিতা গুলো দেখে নিন।

১৭ই মার্চ কবিতা

যার জন্য না হলে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারতাম না সেই মহান মানুষটির জন্মদিন আজ। এই মানুষটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার অক্লান্ত চেষ্টার কারণে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। বঙ্গবন্ধুর জন্মদিন কে জাতীয় শিশু দিবস হিসেবে সারা বাংলাদেশে উদযাপন করা হয়ে থাকে। আপনি যদি এই দিবস উপলক্ষে ১৭ মার্চ কবিতা খুজে থাকেন তাহলে নিচের অংশ থেকে তারা সংগ্রহ করুন।

বাবা
শেখ রেহানা

জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারবো না
শুভ জন্মদিন।
কেন এমন হলো?
কে দেবে আমার প্রশ্নের উত্তর
কোথায় পাবো তোমায়…

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাকো
আকাশের দিকে তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।
তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলবো
শুভ জন্মদিন।

সমুদ্রের গর্জনে শুনবো কি
তোমার বজ্রকণ্ঠ?
পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজবো, ডাকবো
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।

কবিতা – ০২

মুজিব নামে
কবির কাঞ্চন

মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।

মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।

মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ।

১৭ই মার্চ উপলক্ষে কবিতা

জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে অনেকেই ইন্টারনেটে ১৭ মার্চ কবিতা খুঁজে থাকে। ইতিমধ্যেই আমি আপনার সাথে বেশ কয়েকটি সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেছি। এ পর্যায়ে আমি আরো দুইটি সুন্দর সুন্দর ১৭ মার্চ উপলক্ষে কবিতা এখানে শেয়ার করতে চলেছি।

তোমার জন্মে ধন্য মাতৃভূমি
সুমন বনিক

তোমার ডাকে অস্ত্র হাতে করেছিলাম মুক্তিযুদ্ধ
স্বাধীনতার পরশ পেয়ে তাই হলাম পরিশুদ্ধ।
পরাধীনতার শিকল ভেঙে উন্নীত করি বিজয়ের শির
সারাবিশ্ব বিস্ময়ের চোখে দেখে এ জাতি বীর।
তুমি বাঙালির ইতিহাসের পাতায় সেই অমর মহাকাব্য
তুমি নাই তাই আজি মধুমতি হারায় নাব্য।
বীর বাঙালির হৃদয় তুমি রাজনীতির মহাকবি
পতাকার অই লাল সূর্যটায় তুমি আছো উজ্জ্বল ছবি।
মুক্ত আকাশ সূর্যের মতো দীপ্তি ছড়াও সেই তুমি
তোমার জন্মে ধন্য আমরা ধন্য এই মাতৃভ‚মি।

কবিতা – ০২

শোকের দিনে
সুফিয়ান আহমদ চৌধুরী

শ্যামলের দেশে গায় পাখি
শোকে গায় গান,
ঘরে ঘরে বয় শোক বান
হাসি খুশি ম্লান।

ভাসে প্রিয় ছবি শোক দিনে
মনে পড়ে কী যে,
বঙ্গবন্ধু নেই শোকে দেশ
চোখ জলে ভিজে।

জালিমেরা কাড়ে সুখ সব
দুখে নামে কান্না,
ভালোবাসা নেয় কেড়ে আহা
কাড়ে মুক্তো পান্না।

কোটি কোটি প্রাণে গাঁথা আছে
ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে
ভালোবাসা খুঁজি।

বঙ্গবন্ধু অন্তরতে
ঠাঁই চিরদিন খাঁটি,
ভেজা রক্তে তাঁর দেশ
বাঙালির ঘাঁটি।

শিশু দিবসের কবিতা

যেহেতু ১৭ই মাস কে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে তাই অনেকে ইন্টারনেটে শিশু দিবসের কবিতা খুঁজে বেড়ায়। তাই এখন আমি আপনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে অনেক সুন্দর একটি মিষ্টির মধুর শিশু দিবসের বা ৭ই মার্চ কবিতা সংগ্রহ করেছি।

সতেরো মার্চ
কবি ওয়াসিফ এ খোদা
“ভোরের পাখি বলল এসে
আজ একটা দিন রঙ্গিন
বঙ্গবন্ধুর জন্মদিন
ফুলের বাগান বলল হেসে
বন্ধুকে আজ পুষ্প দিন
টকটকে লাল গোলাপ নিন
বঙ্গসাগর হাজার নদী
শাপলা ফোটা ঝিল অবধি
জাগল সাড়া ভালোবেসে
ছড়িয়ে গেল বাংলাদেশে
হাসি খুশি এ মিলনমেলা
রোদ বৃষ্টি সারাবেলা
কি আনন্দ নৃত্যকৃত
হোক প্রতিক্ষণ আলোকিত”

শিশু দিবসের ছড়া

মুজিব
মজনু মিয়া

তুমি ছিলে তুমি রবে
শেখ মুজিবুর রহমান,
তোমার কৃতি তোমার স্মৃতি
চিরদিনি বহমান।

আগস্ট এলে শোকের দু’চোখ
ব্যথার জলে যায় ভরে,
তোমার গড়া বাংলাদেশে
শোক পতাকায় জল ধরে।

অমর অবিস্মরণীয়
জাতীয় নেতা তুমি,
বিশ্ব মাঝে উজ্জ্বল তুমি
উজ্জ্বল এই জন্মভূমি।

বঙ্গবন্ধু নিয়ে কবিতা

‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।’

শেষ কথা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে যে সকল লোকজন ইন্টারনেটে ১৭ই মার্চের কবিতা খুজতেছেন তাদের জন্য আজকের এই পোস্টে আমি অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেছি। আশা করি জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে যে কবিতাগুলো এখানে শেয়ার করা হয়েছে তা আপনার অনেক ভালো লেগেছে। আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরও দেখুনঃ

২৬ মার্চ স্বাধীনতা দিবস স্ট্যাটাস ২০২৪

১৭ই মার্চ কি দিবস? । জাতীয় শিশু দিবস কবে ২০২৪?

One thought on “১৭ই মার্চের কবিতা – ছোটদের শিশু দিবসের কবিতা ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *