সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪

সিঙ্গাপুর দ্বীপ শহর রাজ্য ,মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী মালায় উপদ্বীপে অবস্থিত। এ সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব অঞ্চলের এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত।  সরকারি নাম সিঙ্গাপুর প্রজাতন্ত্র। এদেশের মোট ভূমির পরিমান ৭২৪.২ বর্গকিলোমিটার। এ সিঙ্গাপুরে দ্বীপের পরিমাণ অনেক বেশি। এ সিঙ্গাপুরে বোদ্ধ ধর্মের লোক বেশি বসবাস করেন।  আর ইসলাম ধর্মের লোক বসবাস করেন ১৪ শতাংশ। 

বাংলাদেশ সহ বিশ্বের  অন্যান্য দেশের  মুসলমান এ দেশে বসবাস করে থাকেন।  রমজান মাস সব মুসলমানের জন্য ফরজ।  কোন মুসলিম যেখানেই অবস্থান করুক না কেন রোজা তার জন্য ফরজ হয়ে থাকে। 

সিঙ্গাপুরে যারা মুসলিম ভাই বোনেরা অবস্থানরত আছেন তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।  আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪ নিয়ে।  যেহেতু সামনে রমজান মাস, তাই সঠিক এবং নির্ভুল রমজানের সময়সূচি  নিম্নে উপস্থাপন করতে যাচ্ছি।  সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪ জানতে সম্পূর্ণ পোস্ট করে নিন।   

সিঙ্গাপুর রোজা ২০২৪  

সিঙ্গাপুরের ইসলামিক চাঁদ দেখা কমিটি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছেন আগামী ২০২৪ মার্চ মাসের ১১ তারিখে হতে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে।  রোজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে প্রথম রোজা পালিত হতে যাচ্ছে। সিঙ্গাপুরে বাংলাদেশী ৫ লক্ষ অধিক প্রবাসী হিসেবে কাজ নিয়োজিত রয়েছেন। তাই বাঙালি সহ বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী ব্যক্তিরা সিঙ্গাপুরের রোজা রমজানের সময়সূচি সম্পর্কে অনলাইনে অনুসন্ধান  করে থাকেন।  তাই সকল প্রবাসী বা মুসলিম ভাই বোনদের জন্য আজকে সিঙ্গাপুর রমজানের সময়সূচী  নিয়ে  এই পোস্ট উপস্থাপন করেছি। নিচে বিস্তারিতভাবে আলোচনা এবং সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪ উল্লেখ করা হলো। 

সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪  

ইসলামিক ফাউন্ডেশন থেকে  প্রকাশিত সিঙ্গাপুর রমজানের সময়সূচি নিয়ে আজকের এই পোস্টে উপস্থাপন করেছি।  আর বিশ্বের সকল মুসলমান ভাই-বোনদের রোজা রাখা একান্ত কর্তব্য এবং ফরজ ইবাদত। সকল মুসলমান ঈমানের সহিত রোজা পালন করে থাকে। রোজা বা সিয়াম সঠিক সময়  এবং সঠিক নিয়ম নির্বাচন করে সিয়াম পালন করা উচিত। তাই যারা বর্তমানে মুসলিম ভাই বোনেরা সিঙ্গাপুরে অবস্থানরত আছেন সকল ব্যক্তিরা এ পবিত্র মাহে রমজান পালন করে থাকবেন।  এজন্য সঠিক এবং নির্ভুল সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।  সিঙ্গাপুর রমজানের সময়সূচী জানতে একটু নিচে প্রবেশ করুন। 

দিনসেহরিইফতারতারিখ
106:02 AM7:18 PM11 মার্চ 2024
206:02 AM7:18 PM12 মার্চ 2024
306:01 AM7:18 PM13 মার্চ 2024
406:01 AM7:18 PM14 মার্চ 2024
506:01 AM7:18 PM15 মার্চ 2024
606:00 AM7:17 PM16 মার্চ 2024
706:00 AM7:17 PM17 মার্চ 2024
806:00 AM7:17 PM18 মার্চ 2024
905:59 AM7:17 PM19 মার্চ 2024
1005:59 AM7:16 PM20 মার্চ 2024
1105:59 AM7:16 PM21 মার্চ 2024
1205:58 AM7:16 PM22 মার্চ 2024
1305:58 AM7:15 PM23 মার্চ 2024
1405:58 AM7:15 PM24 মার্চ 2024
1505:57 AM7:15 PM25 মার্চ 2024
1605:57 AM7:15 PM26 মার্চ 2024
1705:57 AM7:14 PM27 মার্চ 2024
1805:56 AM7:14 PM28 মার্চ 2024
1905:56 AM7:14 PM29 মার্চ 2024
2005:56 AM7:14 PM30 মার্চ 2024
2105:55 AM7:13 PM31 মার্চ 2024
2205:55 AM7:13 PM01 এপ্রিল 2024
2305:54 AM7:13 PM02 এপ্রিল 2024
2405:54 AM7:13 PM03 এপ্রিল 2024
2505:54 AM7:12 PM04 এপ্রিল 2024
2605:53 AM7:12 PM05 এপ্রিল 2024
2705:53 AM7:12 PM06 এপ্রিল 2024
2805:53 AM7:12 PM07 এপ্রিল 2024
2905:52 AM7:11 PM08 এপ্রিল 2024
3005:52 AM7:11 PM09 এপ্রিল 2024

সিঙ্গাপুর আজকের ইফতারের সময়

আমরা সকলে জানি যে মধ্যপ্রাচ্যের সহ সিঙ্গাপুরেও পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে।  গত ২৩শে মার্চ বৃহস্পতিবার সিঙ্গাপুরে প্রথম রোজা শুরু হয়েছে। সিঙ্গাপুরের বসবাসরত যে সকল মুসলমানগন রয়েছে তারা আজকে রোজার ইফতারের সময় কত তা জানতে চেয়েছেন। সিঙ্গাপুরে আজকে রোজার ইফতারের সময় ৭ টা ১২ মিনিট

সিঙ্গাপুর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ 

আপনি যে দেশেই থাকেন না কেন রমজান মাস আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ। আপনি যদি সিঙ্গাপুর বসবাস করে থাকেন বা বর্তমানে বসবাসরত আছেন তার জন্য আজকের এই পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এ আর্টিকেলের মাধ্যমে সিঙ্গাপুরের  সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন থেকে সংগ্রহ করে প্রকাশ করেছি। আমরা সংগ্রহ করেছি সিঙ্গাপুরে  প্রতিদিন কখন সেহরি করতে হবে ও কখন ইফতারের করতে হবে। তাই যারা সিঙ্গাপুর প্রবাসী হিসেবে রয়েছেন তারা এ পোষ্ট ভালো করে দেখে নিন। 

রহমতের ১০ দিন

রমজানের প্রথম ১০ দিন রহমতের ওদয়ার দিন। সুতরাং এই দিনগুলোতে মন আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করা, লিপ্ত হওয়া। মহান আল্লাহ তালার অশেষ মেহেরবান পেতে পবিত্র রমজান মাস সঠিকভাবে আদায় করা উচিত।  নিম্নে রহমতের দশ দিনের তালিকা দেওয়া হল। 

মাগফেরাতের ১০ দিন

এই রমজান মাসের দ্বিতীয় দশ দিন তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন।  বিগত দিনের যত ভুল যত গুনাহ,মহান আল্লাহ তা মাফ করতে থাকেন। তাই প্রত্যেকের উচিত এই সময়গুলো মহান আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা। এবং সঠিক নিয়মে পুরো রমজান মাস পালন করা। নিচে মাগফেরাতের  ১০ দিনের তালিকা দেওয়া হল। 

নাজাতের ১০ দিন

আমরা সবাই চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে। আরে রমজান মাস আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে।  আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যই পবিত্র রমজান মাসের নাজাতের দশ দিন ঘোষণা করে দিয়েছেন। নাজাতের দশ দিন হচ্ছে তা পবিত্র রমজান মাসের শেষের ১০  দিন।  আমাদের সকলের উচিত পুরো রমজান মাসকে গুরুত্বসহকারে পালন করা। সিঙ্গাপুর প্রবাসী ভাইদের জন্য নিচে নাজাতের ১০ দিনের তালিকা উল্লেখ করা হলো। 

সিঙ্গাপুর আজকের সেহরি ও ইফতারের সময়

সিঙ্গাপুরে ২৩ মার্চ পবিত্র মাহে রমজান প্রথম শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন লোকেরা যা দেখার উপর নির্ভর করে পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন। আর সেখান থেকে আমার নির্ভুল এবং সঠিক সেহরি ও ইফতারের সময়সূচি সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তাই সিঙ্গাপুর আজকের সেহরি ও ইফতারের সময়সূচি নিচে দেওয়া তালিকা থেকে দেখে নিন। 

সিঙ্গাপুর রমজান ক্যালেন্ডার ২০২৪ PDF

অতঃপর সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪ PDF আপনাদের জন্য সংগ্রহ করেছি।  এই ক্যালেন্ডার এখান থেকে ডাউনলোড করে যে কোন দোকান থেকে প্রিন্ট করে নিয়ে ঘরে বা মসজিদে ঝুলিয়ে রাখতে পারেন। আশা করা যায় এই ক্যালেন্ডার এখান থেকে সংগ্রহ করে অনেক উপকারী হবেন। বিশেষ করে যারা সিঙ্গাপুরে বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোন বসবাস করছেন তাদের জন্য এই ক্যালেন্ডার অনেক উপকারী হবে। তোদের না করে ডাউনলোড করে সংগ্রহ করে নিন। নিচে পিডিএফ ফাইলটি দেয়া হলো 

শেষ কথা

আমার সব সময় চাই আপনাদের নির্ভুল তথ্য জানিয়ে দিতে। যদি এই পোস্ট সম্পূর্ণ পড়েন তাহলে সিঙ্গাপুর রমজানের সময় সূচি ২০২৪ জানতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ পোস্ট পড়ে থাকেন তাহলে আশা করা যায় এখান থেকে সঠিক তথ্য পেয়ে যাবেন। আপনার পরিচিত অথবা নিকট আত্মীয়র মাঝে যদি কেউ সিঙ্গাপুর প্রবাস হিসেবে থাকেন। তাহলে তাকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন সিঙ্গাপুর রমজানের ইফতার ও সেহেরীর সময় সম্পর্কে জানতে পেরেছেন। ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *