ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের ধরন অনুযায়ী বিভিন্ন রকমের ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে। আপনি চাইলে আপনার ভোটার আইডি কার্ডের সামনের এবং পেছনের দিকের অংশ তথ্য পরিবর্তন করতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের সাথে নির্দিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন তথ্য সংশোধন করতে কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। অবশ্যই মনে রাখতে হবে যে, শুধুমাত্র আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে আইডি কার্ড সংশোধন এর কাজ সম্পন্ন হয় না, আপনাকে অবশ্যই পরিবর্তন বা সংশোধনের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফি এবং ভ্যাট পরিশোধ করতে হবে।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে
আপনার যদি যাতে পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডে কোন তথ্য ভুল হয়ে থাকে। তাহলে তা কয়েকটি দাঁত অনুসরণ করে সংশোধন করে নিতে পারবেন। কিন্তু সংশোধন করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট অথবা আপনার নিকটস্থ উপজেলা পরিষদ থেকে আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন। অনেকে ইন্টারনেটে যতই পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে তা খুঁজে থাকেন। তাই এখন আমি ধাপে ধাপে আপনাদের সাথে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে তা জানাবো।
জাতীয় পরিচয়পত্রের সামনের দিকে যে তথ্যসমূহ রয়েছেঃ
- নাম (বাংলা ও ইংরেজি)
- পিতার নাম
- মাতার নাম ও
- জন্মতারিখ
- এন আই ডি নাম্বার
জাতীয় পরিচয়পত্রের সামনের দিকে যে তথ্যসমূহ রয়েছেঃ
- পূর্ণাঙ্গ ঠিকানা
- রক্তের গ্রুপ
- জন্মস্থান
- এন আই ডি ইস্যুর তারিখ
- বারকোড
ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে
আপনার যদি ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্রের নাম ভুল হয়ে থাকে তাহলে আপনি তা সংশোধন করে নিতে পারবেন এজন্য আপনাকে আবেদন ফরমের সাথে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং সংশোধন ফি বাবদ ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-, পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- প্রদান করতে হবে। একই পদ্ধতি অবলম্বন করে আপনি নিজের নামের সাথে আপনার পিতা মাতা বা স্বামী স্ত্রীর নামও সংশোধন করতে পারবেন।
- (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
- (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);
- (৩) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);
- (৪) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।
ভোটার আইডি কার্ড নাম পরিবর্তন করতে কি কি লাগে
অনেকক্ষেত্রে দেখা যায় আমাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম টি সম্পূর্ণ পরিবর্তন করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা চাইলে আবেদনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করতে পারি। এর জন্য আবেদন করতে হবে এবং কিছু তথ্য প্রদান করতে হবে, সাথে নির্দিষ্ট পরিমাণ ফি এবং ভ্যাটত রয়েছেই। একইভাবে আপনি চাইলে আপনার পিতা মাতা বা স্বামী স্ত্রীর নাম পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন ফি বাবদ (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- প্রদান করতে হবে।
- (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ;
- (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);
- (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট;
- (৪)পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);
- (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
- (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;
- (৭) জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/পিতা/মাতা/স্ত্রীর নাম পরিবতনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য।
- (৮) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।
- (৯) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র
জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে?
অনেক সময় দেখা যায় ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে আমাদের জন্ম তারিখটি অনেক সময় ভুল চলে আসে এক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনি চাইলে জাতীয় পরিচয় পত্রে আপনার জন্ম তারিখটি সংশোধন করে নিতে পারেন এজন্য আপনাকে আবেদন করতে হবে এবং সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে এবং সংশোধন ফি বাবদ (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- টাকা প্রদান করতে হবে।
- (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ;
- (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে);
- (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট;
- (৪)পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/ সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে);
- (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
- (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র;
- (৭) জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য।
- (৮) নিজ ছেলেমেয়ের আইডি কাডের ফটোকপি/ শিক্ষাগত সনদের ফটোকপি (প্রযোজ্যক্ষেত্রে)
- (৯) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।
- (১০) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র
জাতীয় পরিচয় পত্রে স্বামী/স্ত্রীর নাম সংযুক্ত / বাদ কি কি লাগে
আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডে আপনার স্বামী বা স্ত্রীর নাম সংযুক্ত বা বাতিল করতে চান তাহলে এটি খুব সহজে করে নিতে পারবেন। এজন্য আপনাকে আবেদন করার পাশাপাশি নিম্নোক্ত কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও আপনাকে সংশোধন ফি বাবদ (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- প্রদান করতে হবে।
- (১) নিকাহনামা/তালাকনামা/মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
- (২) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে
জাতীয় পরিচয়পত্রে রক্তের গ্রুপ সংযোজন/ সংশোধন করতে কি কি লাগে
অনেক সময় আমাদের জাতীয় পরিচয় পত্রে রক্তের গ্রুপ সংযুক্ত করা থাকে না বা অনেক সময় রক্তের গ্রুপ ভুল হয়ে থাকে আপনি চাইলে খুব সহজে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের রক্তের গ্রুপ সংযোজন বা পরিবর্তন করতে পারবেন এজন্য আপনাকে নিচে উল্লেখিত ডকুমেন্টগুলো আবেদনপত্রের সাথে সাবমিট করতে হবে এবং সংশোধন ফি বাবদ (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- টাকা জমা দিতে হবে।
- (১) প্যাথলজিক্যাল রিপোর্ট/চিকিৎসকের সনদপত্র;
জাতীয় পরিচয়পত্রে ঠিকানা (গ্রাম/রাস্তা) সংশোধন বা পরিবর্তন করতে কি কি লাগে
আপনি যদি কোন কারণে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের ঠিকানা যেমন গ্রাম রাস্তা বা ডাক বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদনের মাধ্যমে তা পরিবর্তন করতে পারবেন ঠিকানা পরিবর্তন করতে চাইলে নিম্নোক্ত কাগজপত্রসহ অনলাইনে আবেদন করে ফেলুন এবং আবেদন ফি বাবদ (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- টাকা পরিশোধ করুন।
- (১) জন্ম নিবন্ধন সনদ;
- (২) চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ;
জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তন
জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে এছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে যে জাতীয় পরিচয় পত্রের ছবি ভালো হয়নি আপনি চাইলে আবেদন এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি এবং স্বাক্ষর উভয় পরিবর্তন করতে পারবেন এর জন্য আপনাকে আবেদনপত্রের সাথে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং সংশোধন বা পরিবর্তন ফি বাবদ (১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-, (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- প্রদান করতে হবে।
- (১) ছবি/স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি ;
ডাটাবেইজে সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন করতে কি কি লাগে
আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বা ডাটাবেজে সংরক্ষিত কোন তথ্য বা উপাত্ত সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে আবেদনের সাথে নির্দিষ্ট প্রয়োজনীয় ডকুমেন্ট এবং এর সাথে সংশোধন ফি বাবদ (১) ১ম বার : ফি-১০০/-, ভ্যাট-১৫/ টাকা জমা দিতে হবে।
- (১) পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র।
সর্বশেষ কথা
আজকের এই পোস্টে আমি আপনার সাথে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে তা জানানোর চেষ্টা করেছি। এই তথ্যটি প্রদান করার পাশাপাশি কিভাবে আপনি অনলাইন থেকে ঘরে বসে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করবেন তার নিয়মটি ও দেখেছি। আশা করি এই পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই এই কার্যটি সম্পন্ন করতে পারবেন।
আরও দেখুনঃ
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করার নিয়ম ২০২৩
ভোটার আইডি / জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত?
অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার নিয়ম ২০২৩
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।