মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করার নিয়ম ২০২৩

জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেককেই এই জাতীয় পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ সরকার কর্তৃক সকল নাগরিকদের কে জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়ে থাকে। মাঝে মাঝে আমরা এই নাগরিকত্ব সনদ ছাড়াই বাহিরের বিভিন্ন কাজে বের হয়ে যায়। হঠাৎ করেই দেখা যায় যে আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জাতীয় পরিচয় পত্র টি প্রয়োজন হয়ে পড়ে। সে সময় আমরা কিভাবে জাতীয় পরিচয় পত্র নম্বর পেতে পারি তাই আজকের পোস্টে আলোচনা করব।

অনেকেই ইন্টারনেটে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করার নিয়ম। তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বরটি বের করতে পারেন। এই কাজটি করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পূরণ এবং আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর বের করে নিন।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করার নিয়ম

সহজ ভাবে বলতে গেলে কোনভাবেই আপনি মোবাইল নাম্বার থেকে আপনার জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন না। কারণ এটি এরকম একটি গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্য যার মাধ্যমে অনেক ধরনের বেআইনি কাজ করা সম্ভব। তাই নিরাপত্তা রক্ষার স্বার্থে মোবাইল নাম্বার দিয়ে এটি বের করা যায় না। কিন্তু আপনি চাইলে প্রয়োজনের মুহূর্তে বিকল্প পদ্ধতিতে আপনার মোবাইল নাম্বার থেকে জাতীয় পরিচয় পত্র নম্বরটি বের করতে পারবেন।

অনেক ক্ষেত্রে আমরা সিম কিনতে গেলে আমাদের জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদান করতে হয়। কিন্তু সাথে যদি আপনার জাতীয় পরিচয় না থাকে সে ক্ষেত্রে নাম্বারটিও আপনার কাছে না থাকাটাই স্বাভাবিক। সেই মুহূর্তে আপনি একটি পদ্ধতি অবলম্বন করে আপনার পরিচয় পত্র নম্বরটি বের করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইলের সিমটি যদি আপনার নিজের নামে অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্র দ্বারা রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক করা হয়ে থাকে তাহলেই শুধুমাত্র এই পদ্ধতিতে আপনি জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে যে কয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে, যেমনঃ গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটক। বর্তমান সময়ে যদি কোন ব্যক্তি নতুন কোন সিম কিনতে চায় তাহলে তাকে অবশ্যই সেই সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অবশ্যই আপনার সচল মোবাইল নাম্বারটিও যে কোন একটি এনআইডি কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা আছে। আপনি যদি সিম কেনার সময় আপনার জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে কিনে থাকেন তাহলে নাম্বারটি চেক করতে পারবেন।

বাংলালিংক নাম্বার থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করুন

প্রথমে আপনার মোবাইলের ডায়ালিং অপশন থেকে *১৬০০# লিখে বাংলালিংক সিমের মাধ্যমে ডায়াল করুন। একটু অপেক্ষা করার পর আপনি স্ক্রিনে দুইটি অপশন দেখতে পারবেন, সেখান থেকে দুই নাম্বার অপশন “Status Against Your NID” সিলেক্ট করুন। অর্থাৎ সেখানে ২ উঠিয়ে সেন্ট বাটনে ক্লিক করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার বাংলালিংক সিমে একটি মেসেজ চলে আসবে। সেই মেসেজে আপনার ব্যবহারকৃত বাংলালিংক সিমটি কোন জাতীয় পরিচয় পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটি দেখাবে।

সুতরাং আপনি চাইলে প্রয়োজনীয় মুহূর্তে এই পদ্ধতিটি অবলম্বন করে আপনার মোবাইল নাম্বার থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বারটি বের করে নিতে পারবেন। বাংলালিংক ছাড়াও অন্যান্য মোবাইল অপারেটরের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করে আপনি জাতীয় পরিচয় পত্র নম্বরটি খুব সহজে চেক করতে পারবেন।

বিকল্প উপায়ে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করুন

মোবাইলে ডায়ার করা ছাড়াও আপনি আরেকটি পদ্ধতিতে আপনার মোবাইল নাম্বার থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করতে পারবেন। সিম্পল একটি মেসেজ পাঠিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারেন। এটি করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SC<space>F<space>নিবন্ধন স্লিপের ৮ সংখ্যার নাম্বার<space>D<space>৪ সংখ্যার জন্ম সাল ডাস (–)২ সংখার জন্ম তারিখ লিখে লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে।

উদাহরনঃ SC F 12345678 D 2001-25 Send to 105 Number

২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ফিরতে এসএমএস এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং আপনার নামসহ ভোটার তথ্য পেয়ে যাবেন।

সর্বশেষ কথা

সবসময় আপনার জাতীয় পরিচয় পত্র টি আপনার সাথে রাখার চেষ্টা করবেন। আপনি চাইলে আপনার জাতীয় পরিচয় পত্র টি এবং ইলেমিনিটিং করে এক কপি আপনার মানিব্যাগে রেখে দিতে পারেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র নাম্বার বের করার নিয়ম দেখানোর চেষ্টা করেছি। আশা করি জরুরী প্রয়োজনের মুহূর্তে এই পন্থাটি অবলম্বন করে আপনি জাতীয় পরিচয় পত্র নম্বরটি বের করে নিতে পারবেন। ধন্যবাদ।

আরও দেখুনঃ

অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার নিয়ম ২০২৩

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে

অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করার উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *