ভোটার আইডি / জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত?

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে অনেক সময় আমাদের তথ্যের ভুল দেখা যায়। সরকারি চাকরির ক্ষেত্রে বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এটি অনেক বড় একটি সমস্যা। তাই সময় নষ্ট না করে আপনার জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন করে নেওয়া উচিত। কিন্তু অনেকেই এটি করা অনেক ঝামেলার কাজ বলে মনে করেন। বর্তমান তথ্যপ্রযুক্তির কল্যানে এ ধরনের কাজগুলো এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত এবং কিভাবে সংশোধন করতে হয় এ সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য জানতে পারবেন।

আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সংশোধনের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করার মাধ্যমেই তা করতে পারবেন। আপনি যদি জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত তা না জেনে থাকেন তাহলে অবশ্যই নিচের দেওয়া টেবিল থেকে তা জেনে নিন। আমরা এখানে সংশোধনের ধরণ অনুযায়ী ফি এর পরিমাণ উল্লেখ করে দিয়েছি।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি

জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিভিন্ন ধাপ রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের নাম বা পিতা মাতার নাম সংশোধন করার প্রয়োজন হয়। এছাড়াও অনেকেই জন্মতারিখ সংশোধন ছবি বা স্বাক্ষর সংশোধন বা ঠিকানা সংশোধন করে থাকেন। এখানে আমরা আপনাদের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্ধারিত ফ্রী নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও দেখিয়েছি কিভাবে আপনি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড সংশোধনের ফ্রী হিসাব করবেন

নিজ নাম/ পিতা/ মাতা/স্ত্রীর নামের বানান সংশোধন (বাংলা ও ইংরেজি)।
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

নিজ নাম/ পিতা/ মাতা/স্ত্রীর নাম পরিবর্তন (বাংলা ও ইংরেজি)।
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

জন্ম তারিখ সংশোধন
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

স্বামী/স্ত্রীর নাম সংযুক্ত করা/ বাদ দেওয়া
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

রক্তের গ্রুপ  সংযোজন/ সংশোধন
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

গ্রাম/রাস্তা/ ডাকঘর সংশোধন
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

ছবি/স্বাক্ষর পরিবর্তন
(১) ১ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/-
(২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-,
(৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/-

ডাটাবেইজে সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন
(১) ১ম বার : ফি-১০০/-, ভ্যাট-১৫/

অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি হিসাব করুণ

বাংলাদেশ নির্বাচন কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি চাইলে তিন থেকে চারটি তথ্য প্রদানের মাধ্যমে অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত তা হিসাব করে নিতে পারবেন। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি হিসাব করবেন। নিচের অংশে আমরা আপনাদের সাথে ধাপে ধাপে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডের সংশোধন ফি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিন।

  • প্রথমে আপনাকে সরাসরি https://services.nidw.gov.bd/nid-pub/fees এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
  • এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ইনপুট করুন।
  • পরের ধাপে আপনার আবেদনের ধরন নির্বাচন করুন।
  • এখন বিতরনের ধরন সাধারণ বা স্মার্ট কার্ড নির্বাচন করুন।
  • সর্বশেষ আপনাকে একটি ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে।
  • উপরে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটি নিচের বক্সে লিখুন।
  • ফাইনালি হিসাব করুন বাটনে ক্লিক করুন।
  • অল্প সময়ের মধ্যেই স্কিনে আপনার সংশোধন ফি দেখতে পারবেন।

আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত এবং অনলাইন থেকে কিভাবে আপনি আপনার হিসাব করবেন এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত আরও তথ্য পেতে নিচের লিংকগুলো ভিজিট করুন।

সর্বশেষ কথা

আপনার জাতীয় পরিচয়পত্রে যদি কোন তথ্য ভুল থাকে তাহলে সময় নষ্ট না করে অতি দ্রুত তা সংশোধন করে নিন। অল্প পরিমাণ কিছু ফি প্রদান করে আপনি নিজেই ঘরে বসে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এনআইডি কার্ড তথ্য সংশোধনের কাজটি করে নিতে পারবেন। আজকের এই পোস্টে আমি আপনার সাথে ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত তা জানানোর চেষ্টা করেছি। আশা করি এই তথ্য গুলো আপনার অনেক উপকারে এসেছে।

আরও দেখুনঃ

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করার নিয়ম ২০২৩

অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম

ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে?

অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *