সনি স্টার সিনেপ্লেক্স হচ্ছে একটি মুভির দেখার প্ল্যাটফর্ম। যেখানে দেশি ও বিদেশি ছবি দেখা যায়। দেশের মোট ৬ টি অঞ্চলে সনি স্টার সিনেপ্লেক্স রয়েছে। তার মধ্যে একটি বর্তমানে বন্ধ আছে। বাকি ৫ টি ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে চালু আছে। এখানে ছবি, থ্রিডি বিভিও ও অ্যানিমেশন দেখানো হয়। এই সকল বিষয়বস্তু খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। সনি স্টার সিনপ্লেক্সে ছবি দেখার জন্য প্রথমে টিকিট কাটতে হবে। অনলাইন ও অফলাইন দুই ভাবে এদের টিকিট বিক্রি করা হয়। সনি স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য কত টাকা জেনে নেওয়া যাক।
সনি স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য
অনলাইনে ও অফলাইনে ভিন্ন দামে টিকিট বিক্রি করা হয়। অনলাইনে টিকিটের দাম বেশি থাকে। তবে অনলাইন থেকে টিকিট কিনার অনেক সুবিধা আছে। অগ্রিম টিকিট বুকিং দেওয়া যায় এবং পছন্দ মতো আসন সিলেক্ট করা যায়। যেটা অফলাইনে নাউ করা যেতে পারে। তবে টিকিটের দাম প্রায় ১০০ টাকার মতো বেশি নেওয়া হবে। বর্তমানে সনি স্টার সিনেপ্লেক্স টিকেট মূল্য ৪০০ থেকে ৫০০ টাকা। টিকিটের দাম মুভির ধরন এর উপর ভিত্তি করে কম বেশি হবে। এছাড়া আপনি কোন টাইমে মুভি দেখবেন তার উপরেও টিকিটের মূল্য কম বেশি থাকে। অনেক মুভির টিকিট অনলাইনে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে পাওয়া যায়।
সনি স্টার সিনেপ্লেক্স অফলাইন টিকেট মূল্য
অফলাইন টিকিটের দাম একটু কম। তবে বর্তমানে অফলাইনে তেমন টিকিট পাওয়া যায় না। বেশির ভাগ মানুষ অনলাইনে অগ্রিম বুকিং দিয়ে রাখে। এখন সনি স্টার সিনেপ্লেক্স অফলাইন টিকেট মূল্য ৩০০ থেকে ৪০০ টাকা। মুভির উপর ভিত্তি করে এই টিকিট ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। অফলাইনে তাদের বিভন্ন শাখায় টিকিট কাউন্টার আছে। শাখা অনুযায়ীও টিকিটের দামে পরিবর্তন দেখা যেতে পারে।
কিভাবে সনি স্টার সিনেপ্লেক্স টিকেট কিনবেন
সরাসরি টিকিট কিনতে তাদের টিকিট কাউন্টার এ যাবেন। আর অগ্রিম টিকিট প্রয়োজন হলে অনলাইনে বুকিং দিবেন। বিভিন্ন ই-টিকিট সেবা থেকে টিকিট কিনতে পারবেন। এছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সনি স্টার সিনেপ্লেক্স টিকেট কিনতে পারবেন। https://www.cineplexbd.com/ এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট। কোন শাখায় আজকে কোন মুভি দেখা যাবে তা এখানে প্রকাশ করা হয়। আর টিকিট বুকিং দিতে https://ticket.cineplexbd.com/এই ওয়েবসাইট টি ভিজিট করুন। প্রতিদিনের টিকিটের দাম এখানে দেখা যাবে। ওয়েবসাইটে ভিজিট করে এখানে প্রথমে লগইন করবেন।
সনি স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট বুকিং দেওয়ার নিয়ম
- অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং একাউন্ট লগইন করুন।
- ওয়েবসাইটের হোম পেজ এর নিচে দেওয়া buy ticket অপশনে ক্লিক করুন।
- এখন পেমেন্ট করার জন্য দুইটি অপশন দেওয়া থাকবে। মাস্টার কার্ড বা যেকোনো মোবাইল ব্যাংকিং এবং এন্টারটেইনমেন্ট কার্ড যেকোনো একটি সিলেক্ট করবেন।
- এখন buy now এ ক্লিক করতে হবে।
- এই ধাপে সিনেমা হল সিলেক্ট করতে হবে। স্টার সিনেপ্লেক্স এর অধীনে থাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হল গুলো দেখতে পারবেন। যেখানে ছবি দেখতে চান সেটি সিলেক্ট করুন।
- এখন কোন ছবি দেখবেন এবং কত তারিখে দেখবেন সেটি সিলেক্ট করুন।
- প্রিমিয়াম টিকেট নামে একটি অপশন দেখতে পারবেন। এই টিকিট বুকিং দিতে চাইলে পাশে থাকা চেক্স বক্স টি চেক করে দিবেন। এই টিকিটের মূল্য সেখানে পাওয়া যাবে।
- এখন টিকিট সংখ্যা ও কোন আসনে বসবেন তার সিট নাম্বার নির্বাচন করুন।
- যেই নাম্বার দিয়ে সিনপ্লেক্স একাউন্ট খুলেছেন, সেই নাম্বার দিয়ে আবারো ভেরিফাই করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে কোড নাম্বার দিয়ে ভেরিফাই করুন।
- এখন কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের জন্য পেমেন্ট করতে হবে। যেকোনো একটি দিয়ে পেমেন্ট পরিশোধ করুন। এরপর আপনার অনলাইন টিকিট বুকিং দেওয়া সম্পর্ন হবে।
- চাইলে টিকিট টি প্রিন্ট করে নিতে পারেন।
সময়ের সাথে সাথে টিকিটের দাম পরিবর্তন হতে পারে। এছাড়া স্টার সিনপ্লেক্স শাখা অনুযায়ী টিকিট এর মূল্য কম বেশি হবে। অফিসিয়াল টিকিটের দাম জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং দিবেন।
আরও দেখুনঃ
সনি স্টার সিনেপ্লেক্স আজকের মুভি ২০২৪
স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি বন্ধ না খোলা ২০২৪
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।