৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানগণ এই রাত নফল নামাজের মাধ্যমে কাটিয়ে থাকে। আমরা জানি যে শবে মেরাজের নামাজ হল নফল নামাজ। যেকোনো নামাজ পড়তে হলে অবশ্যই নামাজের নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কেননা ভুল নিয়মে নামাজ আদায় করলে তা কখনো কাজে আসবে না। সামনে যেহেতু পবিত্র শবে মেরাজের নামাজ রয়েছে তাই অনেকেই ইন্টারনেটে শবে মেরাজের নামাজের নিয়ম সম্পর্কে জানতে চেয়েছে।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পবিত্র শবে মেরাজের নামাজের নিয়ম শেয়ার করার চেষ্টা করব। কিভাবে নামাজ আদায় করলে আপনি অনেক সওয়াব পাবেন এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন তা জানানো হবে। ৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাতে শবে মেরাজের নামাজ আদায় করতে হবে।
শবে মেরাজ কি ?
শবে মেরাজ শব্দটি ফারসি ভাষা হতে উৎপত্তি হয়েছে। শব এর অর্থ হচ্ছে রাত্রি, আর মিরাজের অর্থ ঊর্ধ্ব গমন। অর্থাৎ এই দুইটি অর্থ একত্র করে আমরা বলতে পারি এটি ঊর্ধ্ব গমনের রাত্রি। এ রাত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহতালার সাথে সাক্ষাৎ করেন। কিন্তু এটি কোন মাসের কোন তারিখে সংঘটিত হয়েছিল তার সঠিক ভাবে কোথাও উল্লেখ নেই। তবে অনেক বিশেষজ্ঞদের মতে পবিত্র রজব মাসের ২৭ তারিখে পবিত্র মেরাজ সংঘটিত হয়েছিল।
তাই বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে আরবি রজব মাসের ২৭ তারিখে পবিত্র শবে মেরাজ পালন করা হয়। অনেকেই মেরাজ উপলক্ষে নামাজ আদায় করে থাকেন ও রোজা রেখে থাকেন। নামাজ বা রোজা রাখা সম্পর্কে স্পষ্ট কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে আপনি চাইলে নফল নামাজের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করতে পারেন।
শবে মেরাজের নামাজ কয় রাকাত
প্রতিবছর আরবি রজব মাসের ২৬ তারিখে পবিত্র শবে মেরাজ পালন করা হয়। অনেকেই শবে মেরাজের রাতে নফল নামাজ আদায় করে থাকেন। আবার অনেকেই শবে বরাতের নামাজ কয় রাকাত তা সঠিক জানেন না। তাই তারা বিভিন্ন মানুষের কাছে বা ইন্টারনেটে মেরাজের নামাজ কত রাকাত তা জানতে চেয়েছে।
শবে মেরাজের নামাজ হলো নফল নামাজ। তাই দু রাকাত করে নফল নামাজ যত খুশি আদায় করা যেতে পারে। তবে দুই রাকাত করে সর্বমো নিম্ন ১২ রাকাত নামাজ পড়া উত্তম। অনেকেই এর চাইতে বেশি নফল নামাজ পড়ে থাকেন। এখানে একটি বিষয় জেনে রাখতে হবে যে সাধারনত এশার নামাজের পরে আমরা যে বেতের নামাজ আদায় করি সেটি শবে মেরাজের রাতে শবে মেরাজের নামাজের পরে আদায় করতে হবে।
শবে মেরাজ এর নামাজের নিয়ম
যেকোন নামাজ যদি শুদ্ধভাবে না পড়া হয় তাহলে মহান আল্লাহতালা তার বান্দাদের উপর অসন্তুষ্ট হন। তাই সঠিক নিয়মে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। অনেকেই ইন্টারনেটে শবে মেরাজের নামাজের নিয়ম জানতে চেয়ে সার্চ করতেছে। তাই এখন আমি আপনাদের সাথে এই নামাজের নিয়মটি শেয়ার করব।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী ৬২০ খ্রিষ্টাব্দের রজব মাসের ২৬ তারিখে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ আসমানে গমন করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট সাক্ষাৎ করেন। মূলত ওইখান থেকেই সকল মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে অনেকেই নফল নামাজের মাধ্যমে এই রাতে এবাদত বন্দেগী করে। তাহলে আসুন শবে মেরাজের নামাজের নিয়ম সম্পর্কে জেনে নেই।
দুই রাকাত এর নিয়তে কমপক্ষে ১২ রাকাত নফল নামাজ আদায় করতে হয়। (তাছাড়া ও আপনি বিভিন্ন নফল ইবাদাত সহ আর বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন।) তবে মনে রাখবেন এশার নামাজ আদায় করার পরপরই তিন রাকাত বিতরের নামাজ আদায় করবেন না। এই তিন রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ এর পর।
উপরক্ত নিয়তে দুই রাকাত করে চার রাকাত পর পর মুনাজাত করতে পারেন। আর প্রয়োজনীয় সূরা বলতে সূরা ফাতিহা ‘র সাথে যেকোনো সূরা পড়তে পারবেন।
এই ভাবে ১২ রাকাত এর অধিক যত রাকাত খুশি আদায় করতে পারেন।
- সূরা ফাতিহা ‘র সাথে অন্য যেকোনো সূরা পরে ২ রাকাত করে নামাজ আদায় করবেন।
- প্রতি ০৪ রাকাত নামাজ আদায় করার পর মোনাজাত করতে পারেন।
- সর্বনিম্ন ১২ রাকাত নফল নামাজ আদায় করবেন।
- শবে মেরাজের নামাজ শেষে অবশ্যই বিতর নামাজ আদায় করবেন।
শবে মেরাজের নামাজের নিয়ত
পবিত্র শবে মেরাতের নামাজ যেহেতু বছরে একদিন পড়া হয়ে থাকে তাই অনেকেই শবে মেরাজের নামাজের নিয়ত ভুলে যেতে পারে। তাই এখন আমি আপনার সাথে পবিত্র শবে মেরাজের নামাজের নিয়ত বাংলা ও আরবি ভাষায় শেয়ার করব। আপনি যদি আরবী পারেন তাহলে আরবিতে নিয়ত করতে পারেন অথবা আরবি না পারলে আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন।
নিচে শবে মেরাজের নামাজের নিয়ত বাংলা, আরবি ও উচ্চারনসহ দেওয়া হল
শবে-ই-মেরাজের নামাজের নিয়তঃ
نويت أن أصلي يله تعا لى ركعت صلوة اليلة المعراج متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকায়াতাই ছালাতিল লাইলাতিল মিরাজ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলায় নিয়তঃ লাইলাতিল মিরাজের দুই রাকাআত নামাজ আদায়ের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার।
শবে মেরাজের নামাজ কি সুন্নত নাকি নফল?
৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। এই রাতে অনেক মুসলমানগন ইবাদতের মাধ্যমে অর্থাৎ নামাজ পড়ার মাধ্যমে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করতে চায়। অনেকেই জানতে চেয়েছে যে শবে মেরাজের নামাজ কি সুন্নত নাকি নফল। অবশ্যই শবে মেরাজের নামাজ একটি নফল নামাজ। আপনি দুই রাকাত করে করে সর্বনিম্ন ভালো রাখার শবে মেরাজের নফল নামাজ আদায় করতে পারেন।
সর্বশেষ কথা
পবিত্র শবে মেরাজের নামাজ কিভাবে পড়তে হয় এ সম্পর্কে লিখিত আজকের এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আপনার সাথে শবে মেরাজের নামাজের নিয়ম বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করছি। সুতরাং শুদ্ধভাবে নামাজ পড়ুন এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করুন।
আরও দেখুনঃ
শবে মেরাজের রোজা কত তারিখে ২০২৪ – রোজা কয়টি রাখতে হবে
শবে মেরাজ কবে ২০২৪ – বাংলাদেশ ও সৌদি আরব
বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে ২০২৪ – শবে বরাতের নামাজ কত রাকাত
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।