এয়ারটেল এমবি চেক করার ডায়াল কোড ও গুরুত্বপূর্ণ নাম্বার

সকল অপারেটরে মধ্যে এয়ারটেল একটি। দ্রুত গামীর নেট স্পিড ও মোবাইলে ক্লিয়ার কোথা বলার জন্য তারা নেটওয়ার্ক এর আরও উন্নয়ন করতেছে। অনেক সময় জরুরি মুহূর্তে মোবাইলে ব্যালেন্স বা এমবি চেক করতে হয়। এজন্য একটি কোড রয়েছে। এই  ডায়াল প্যাড থেকে ডায়াল করে কাঙ্ক্ষিত নাম্বার দিয়ে অফিসে কল করতে হবে। তারা আপনাকে একটি নোটিফিকেশন দিয়ে মোবাইলে কত টাকা আছে তা দিখিয়ে দিবে।

এছাড়া কিভাবে জানবেন আপনার এয়ারটেল সিমে কত টাকা লোন করা আছে। নিচের দিকে এয়ারটেল এমবি চেক করার ডায়াল কোড কর তা দেওয়া আছে। কিভাবে সহজে মোবাইলে এমবি চেক করবেন ও ভালো ভালো অফার জানতে পারবেন তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

এয়ারটেল এমবি চেক

বাংলাদেশে প্রায় ৫ থেকে ৭ টি সিম কোম্পানি রয়েছে। এর মধ্যে একটি মাত্র সরকারি। বাকি গুলো কোম্পানি দ্বারা পরিচালিত হয়। কিন্তু এদের মিনিট, মোবাইল ব্যালেস ও ইন্টারনেট একই পদ্ধতিতে চেক করতে হয়। এজন্য সকল অপারেটরের সিমের জন্য কয়েকটি করে ডায়াল কোড দেওয়া আছে। তবে এই সিমের ডায়াল কোদের সাথে অন্য সিমের ডায়াল কদের মধ্যে মিল নেই। ডায়াল কদ ছাড়াও অন্য এক পদ্ধতিতে কম সময়ের মধ্যে এয়ারটেল সিমের এমবি চেক করতে পারবেন। নিচে তা২ ধাপে দেখানো হয়েছে।

এয়ারটেল এমবি চেক ডায়াল কোড নাম্বার

এয়ারটেল সিম কোম্পানি টি তাদের এমবি চেক করার জন্য একটি কোড দিয়েছেন। যেটি ডায়াল প্যাডে ডায়াল করে ঐ নাম্বার দিয়ে কল করতে হবে। এর পড়েই অফিস থেকে মোবাইলে এস এম এস দিয়ে বর্তমানে সিমে কত এমবি আছে তা দেখিয়ে দিবে। *৮৪৪৪*৮৮# এটি হচ্ছে এই সিমের এমবি দেখার জন্য ডায়াল কোড। যারা এমবি চেক করছে চাচ্ছেন তারা মোবাইলে এই কদ ডায়াল করে কল করুন। এমবি দেখার পাশা-পাশি এর মেয়াদ কত দিন আছে তাও এখান থেকে দেখতে পারবেন।

এয়ারটেল এমবি চেক অ্যাাপ দিয়ে

আরেকটি সহজ পদ্ধতিতে আপনারা এয়ারটেল সিমের এমবি চেক করতে পারবেন। এই পদ্ধতিতে আপনাকে কোন প্রকার ডায়াল কোডের প্রয়োজন হবে না। এজন্য গুগল থেকে এয়ারটেল অ্যাপ টি মোবাইলে ইন্সটল করে নিবেন। অ্যাাপের ভিতরে প্রবেশ করে এই নাম্বার দিয়ে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় আপনার সচল ফোনের নাম্বার টি দিবেন। আপনার নাম ও সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খোলা শেষ হলে পিন সেট করবেন। সকল কাজ শেষ হলে মোবাইলের ইন্টারনেট ওঁ করে এই অ্যাাপের ভিতরে প্রবেশ করবেন। সেখানে মিনিট, ব্যালেস ও এমবি চেক করার জন্য আলাদা আলাদা অপশন দেওয়া থাকবেন। আপনি যেটি চেক করবেন, সেই অপশনে ক্লিক করবেন।

এয়ারটেল এমবি চেক ডায়াল কোড নাম্বার  ২০২৩

এয়ারটেল এর জন্য একটি ডায়াল কোড আছে। যার মাধ্যমে আপনাকে এমবি চেক করে নিতে হবে। তবে বর্তমান সময়ে এমবি দেখার জন্য কোনো নতুন কোড যোগ করা হয়নি। পুরাতন যে কোড টি ছিলো এখনো সেই কোড দিয়ে এয়ারটেলের এমবি দেখতে হবে। *৮৪৪৪*৮৮# এটিই হচ্ছে পুরাতন কড বা এয়ারটেল এমবি চেক ডায়াল কোড নাম্বার  ২০২৩।

এয়ারটেল প্রয়োজনীয় কোড সমূহ

এমবি চেক করার মতো আরও অনেক কোড আছে। যার মাধ্যমে মোবাইল ব্যালেস, ,মিনিট ও টাকা লোণ করতে পারবেন। এই নাম্বার গুলো ডায়াল করে মোবাইলে কত টাকা আছে তা জানতে পারবেন। নিচে অংশে এয়ারটেলের সকল গুরুত্বপূর্ণ কোড নাম্বার গুলো শেয়ার করা হয়েছে। এগুলো সংগ্রহ করে রাখবেন।

  • এয়ারটেল সিমের নম্বরটি জানতে ডায়াল করুন *121*6*3#
  • ব্যালেন্স জানতে ডায়াল করুন *778#
  • মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুন *778*5# or *778*8#
  • এস এম এস চেক করার ডায়াল নাম্বার *778*2#
  • এম এম এস জানার কোড *222*13#
  • সকল প্যাকেজ জানতে ডায়াল করুন *121*8#

এয়ারটেল কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার

এটি আপনাদের সুবিধার্থে শেয়ার করেছি। অনেক সময় সিমে নানা ধরনের সমস্যা দেখা যায়। তখন কাস্টমার কেয়ার এর সাথে কথা বলে এর সমাধান নিতে হবে। কাস্টমার কেয়ার এর সাথে যোগযোগের জন্য একটি নাম্বার রয়েছে। এই নাম্বার টি দিন রাত ২৪ ঘণ্টা চালু থাকে। মোবাইলে এই নাম্বার টি ডায়াল করে কল করুন। এয়ারটেল কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার ১২১। কাস্টমার কেয়ার মোবাইল নাম্বার ০১৬৭৮৬০০৭৮৬। এই দুই নাম্বারে কল করে সকল ধরনের সার্ভিস পেতে পারবেন।

শেষ কথা

সকল কাস্তমার কেয়ার এর নাম্বার এক হলেও এমবি, মিনিট বা ব্যালেস চেক করার নাম্বার আলাদা। তাই আপনারা সঠিক কোড টি যাচাই করে এমবি চেক করবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে এয়ারটেল এমবি চেক করার ডায়াল কোড ও গুরুত্বপূর্ণ নাম্বার জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *