আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ সরকার যে সকল ভাতা প্রদান করে তা গ্রহণ করতে পারেন। বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। যাদের মাধ্যমে এই অনুদান বা ভাতার টাকাগুলো গ্রহণ করা যায়। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত এই ভাতার টাকাগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেতে চাইলে আপনাকে অনলাইনে আবেদনের মাধ্যমে তা জানাতে হবে।
ইতোমধ্যে বেশ কয়েক ধরনের ভাতার টাকা মোবাইলের মাধ্যমে গ্রহণ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতীকালীন ভাতা, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তির টাকা। আপনি চাইলে এই টাকাগুলো আপনার মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট বা শিওর ক্যাশ এর মত মোবাইল ব্যাংকিং গুলোর মাধ্যমে গ্রহণ করতে পারেন।
আমি লক্ষ্য করেছি যে ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে জানতে চাই এরকম কিছু ব্যক্তি প্রতিনিয়ত ইন্টারনেটে সার্চ করে থাকে। তাই আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে মাথা টাকা মোবাইলে দেখার নিয়ম জানানোর চেষ্টা করব। এই পোষ্টের মাধ্যমে আপনি বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং গুলোর মাধ্যমে ভাতার টাকা কিভাবে চেক করবেন তা জানাবো।
ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম ২০২৩
বর্তমান যুগ ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির কল্যাণে বাংলাদেশ ও এখন অনেক এগিয়ে গিয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রধানকৃত বিভিন্ন ভাতা টাকা এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্কুল কলেজের উপবৃত্তি বা শিক্ষা প্রতিষ্ঠানের ভাতাগুলো এখন মোবাইল ব্যাংকিং এ দেওয়া হয়। আপনি যদি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত কোনো ভাতার আওতায় থেকে থাকেন তাহলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তা গ্রহণ করতে পারবেন।
ইতোমধ্যে অনেকেই এই ভাতার টাকাগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করতেছে। কিন্তু এর মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা টাকাগুলো চেক করার উপায় জানেনা। এজন্য ইন্টারনেটে তারা ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক। তাই এখন আমি আপনাদের সাথে ধাপে ধাপে প্রতিটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণকৃত ভাতার টাকা দেখার নিয়ম শেয়ার করব। নিচের অংশ থেকে নিয়মগুলো বিস্তারিতভাবে দেখে নিন।
বিকাশের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম
জনপ্রিয় মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে বিকাশ অন্যতম। বর্তমান সময়ে বিকাশের মাধ্যমে বয়স্ক ভাতা টাকা সংগ্রহ করা যায়। অনেকে ইন্টারনেটে বিকাশের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক। আপনি কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে এই টাকা দেখতে পারবেন। আপনার হাতে যদি বাটন মোবাইল থাকে তাহলে ইউএসএসডি মেনু থেকে কোন ডায়াল করার মাধ্যমে ব্যালেন্স দেখতে পারবেন অথবা আপনার যদি এন্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে বিকাশের এপ্স থেকে তা চেক করতে পারবেন।
আপনার ভাতার টাকা রিসিভ করার জন্য যে বিকাশ নাম্বার প্রদান করেছিলেন নম্বর থেকে ডার্লিং অপশনের প্রবেশ করুন। তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
Step 1: প্রথমে ডায়াল করতে হবে *247# এরপরে Send বাটনে ক্লিক করুন।
Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (8- My Bkash) (8) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 3: এই পেজ থেকে (1 – Check Balance) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 4: (Enter Menu PIN:) এই পেইজে আপনাদের বিকাশ একাউন্টের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন। (একাউন্ট রেজিস্ট্রেশন এর সময় পাসওয়ার্ড ওরা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বইতে অথবা একটা কাগজে লিখে দেয়)
Step 5: স্কিনে আপনার বিকাশের বর্তমান ব্যালেন্স দেখাবে।
যদি ব্যালেন্সে দেখতে পারেন অতিরিক্ত টাকা দেখাচ্ছে তাহলে ধরে নিবেন যে আপনার ভাতার টাকা বিকাশে যোগ হয়েছে।
নগদ এর মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম
বিকাশের মতো আপনি চাইলে নগদের মাধ্যমে আপনার টাকা রিসিভ করতে পারবেন। একই পদ্ধতি অনুসরণ করে আপনি নগদের মাধ্যমে ভাতার টাকা দেখতে পারবেন। তবুও নগদ ব্যবহারকারীদের জন্য এখানে ধাপে ধাপে ব্যালেন্স চেক করার নিয়ম টি দেখানো হলো।
Step 1: প্রথমে আপনার মোবাইল ফোন এর ডায়াল অপশনে গিয়ে *167# লিখুন, এরপরে Send বাটনে ক্লিক করুন। (অবশ্যই যেই সিমের নাম্বার ভাতার টাকা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই নাম্বারে সেন্ড করতে হবে)
Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (7- My Nagad) (7) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 3: এই পেজ থেকে (1 – Balance Enquiry) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 4: (Enter PIN:) এই পেইজে আপনাকে নগদ একাউন্টের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন।
Step 5: স্কিনে আপনার নগদের বর্তমান ব্যালেন্স দেখাবে।
যদি আপনার ভাতার টাকা নগদ একাউন্টে এসে থাকে তাহলে এই ব্যালেন্স থেকে সহজেই জেনে নিতে পারবেন।
রকেটের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম
রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সার্ভিস। বর্তমানে চারটি মোবাইল ব্যাংকিং এর মধ্যে একটি হচ্ছে রকেট, যার মাধ্যমে আপনি বাস্তবতার টাকা পেতে পারেন। আপনি যদি আপনার ভাতার টাকা রকেটের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে নিচের দাঁতগুলো অনুসরণ করে ব্যালেন্স চেক করুন।
Step 1: প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে প্রবেশ করে ডায়াল করতে হবে *322# এরপরে Send বাটনে ক্লিক করুন।
Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (5- My Acc) (5) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 3: এই পেজ থেকে (1 – Balance) (1) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 4: (Enter Your 4-Digit PIN) এই পেইজে আপনাদের রকেট একাউন্টের ৪ ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন।
Step 5: স্কিনে আপনার রকেটের বর্তমান ব্যালেন্স দেখাবে।
যদি আপনার টাকা এসে থাকে তাহলে ব্যালেন্স এটা দেখতে পারবেন।
শিউরক্যাশ এর মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম
আপনি যদি আপনার বয়স্ক ভাতার টাকা শিওর ক্যাশ এর মাধ্যমে পেটে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করার সময় শিওর ক্যাশ একাউন্টের নাম্বার যোগ করে দিতে হবে। আপনি কি শিওর ক্যাশের মাধ্যমে ভাতার টাকা দেখার নিয়ম জানেন? নিচের দেখানো ধাপ গুলো অনুসরণ করে এখনই ব্যালেন্স চেক করুন।
Step 1: প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল অপশনে প্রবেশ করে ডায়াল করতে হবে *495# এরপরে Send বাটনে ক্লিক করুন।
Step 2: এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এখান থেকে (4- Check Blanace) (4) লিখে Send বাটনে ক্লিক করুন।
Step 3: (Enter Your 4-Digit PIN) এই পেইজে আপনাদের রকেট একাউন্টের ৪ ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসিয়ে Send বাটনে ক্লিক করুন।
Step 4: স্কিনে আপনার শিউরক্যাশ বর্তমান ব্যালেন্স দেখাবে।
সর্বমোট চারটি মোবাইল ব্যাংকিং এর মধ্যে শিওর ক্যাশ একটি যার মাধ্যমে আপনি আপনার বয়স্ক ভাতা টাকা দেখতে পারবেন। উপরের অংশে আমি শিওর ক্যাশের মাধ্যমে টাকা চেক করার নিয়ম দেখিয়েছি।
বয়স্ক ভাতার টাকা দেখার নিয়ম
বর্তমানে সর্বমোট চারটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক পাতার টাকা গ্রহণ করা যায়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নতুন এই সার্ভিসটি চালু করা হয়েছে। পূর্বে এনালগ পদ্ধতিতে একটি নির্দিষ্ট অফিসে গিয়ে একটি নির্দিষ্ট দিনে টাকাগুলো নিয়ে আসা লাগতো। দেখা গেছে যে বয়স্ক ভাতা যেহেতু বয়স্ক লোকদের জন্য দেওয়া হয়ে থাকে সেহেতু তাদেরকে অনেক কষ্ট করে টাকা গুলো সংগ্রহ করতে হতো। এই সমস্যাটি নিরসন করার উদ্দেশ্যে বর্তমানে বয়স্ক ভাতা টাকাগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।
আপনি খুব সহজেই রকেট, বিকাশ, নগদ বা শিওর ক্যাশ এর মাধ্যমে বয়স্ক ভাতার টাকাগুলো গ্রহণ করতে পারবেন। অনেকেই বয়স্ক ভাতা টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছে। ইতোমধ্যেই আমি আপনার সাথে চারটি মোবাইল ব্যাংকিং এর ভাতার টাকা কিভাবে চেক করতে হয় তা জানানোর চেষ্টা করেছি।
সর্বশেষ কথা
বিভিন্ন প্রকার ভাতা গুলো শুধুমাত্র দরিদ্র বা নিম্ন আয়ের শ্রেণীর মানুষদেরকে প্রদান করা হয়ে থাকে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এই পোস্টে নগদ, বিকাশ, রকেট এবং শিওর ক্যাশ একাউন্টের মাধ্যমে কিভাবে আপনার টাকাগুলো চেক করবেন তা জানানো হয়েছে। আশা করি আমার দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার যেকোনো ধরনের ভাতার টাকা চেক করতে পারবেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
অনলাইনে প্রতিবন্ধী আইডি কার্ড আবেদন করার নিয়ম ২০২৩
বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৩
বয়স্ক ভাতা কি ও কত সালে চালু হয় এবং কত টাকা দেয়া হয়?
শিশু ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩ – আবেদন ফরম ও
বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ, শিওর ক্যাশ, রকেট
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।