পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম 2023

সৌদি যাওয়ার জন্য আপনি যে ভিসা লাগিয়েছেন সেই ভিসা আসল ভিসা নাকি নকল ভিসা তা জানার জন্য চেক করে দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই সচেতন ব্যাক্তিরা তাদের ভিসাটি চেক করার জন্য অনলাইনে এসে থাকেন। ভিসা  চেক করার একদম নিশ্চিত হতে পারবেন। তাই প্রত্যেক ব্যক্তির উচিত হাতে ভিসা পাওয়ার সাথে সাথে চেক করে নেওয়া। অতএব সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সম্পূর্ণ পোস্ট পড়ে জেনে নিন।

অতঃপর প্রতারনার হাত থেকে বাচতে অতি শীঘ্রই আপনার ভিসা চেক করে নিন। আর এই ভিসা চেক করা আপনাদের সহজ করার জন্য এই পোষ্টে ধাপে ধাপে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম 2023  উল্লেখ করেছি।

সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম

দেশের বাইরে যেতে হলে আপনাকে অবশ্যই ভিসা করতে হবে। আর বর্তমানে বিভিন্ন মাধ্যম রয়েছে ভিসা তৈরি করার জন্য। অনলাইনে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেগুলোর দ্বারা ভিসা তৈরি করা যায়। আবার অনেকেই রয়েছেন যারা দালালদের দ্বারা ভিসা তৈরি  করে থাকেন। অতএব বর্তমানে যারা ভিসা লাগিয়েছিলেন এবং ইতিমধ্যে ভিসা হাতে পেয়েছেন। তারা অবশ্যই আপরার মূল্যবান ভিসাটি এখনই চেক করে নিন। 

কেননা এই ভিসা করার সময় অনেক সাধারণ মানুষ মিথ্যা দালালদের চক্রে পড়ে থাকেন। তাই প্রতারক দের হাত থেকে বাচতে ভিসা হাতে পাওয়া মাত্র অনলাইনে এসে আপনার ভিসা চেক করে ফেলুন। ভিসা চেক করা নিয়ম গুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে। অতঃপর ধাপগুলো দেখে নিন..

সৌদি ভিসা চেকিং করতে যা প্রয়োজন

ভিসা চেক করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তা নিম্নে আমরা উল্লেখ করেছি। নিম্নের দেওয়া  সকল ডকুমেন্টগুলো অবশ্যই ভিসা চেক করার সময় প্রয়োজন পড়বে। আর আমরা এ পোস্টটি শুধুমাত্র উপস্থাপন করছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদির ভিসা চেক করবেন।  এছাড়াও যে তথ্যগুলো প্রয়োজন পরবে তা নিম্নে উল্লেখ করা হলো।

  •  আপনার পাসপোর্ট নাম্বার।
  •  ভিসা নাম্বার
  •  রেজিস্ট্রেশন নাম্বার
  •  আপনি কোন দেশের নাগরিক তা অবশ্যই  প্রয়োজন পড়বে
  •  অ্যাপ্লিকেশন নাম্বার
  •  আপনার নাম
  •  আপনার জন্ম তারিখ আরো ইত্যাদি তথ্য প্রয়োজন পড়ে।  আর সৌদির ভিসা চেক করার জন্য সকল নিয়ম নিম্ন উপস্থাপন করা হয়েছে। অতঃপর সেই নিয়মগুলো লক্ষ্য করুন ভিসা চেক করার ক্ষেত্রে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

ভিসা চেক করা  বর্তমানে এখন অনেক সহজে একটি মাধ্যম। চাইলে যে কোন সময় যেকোনো দেশের ভিসা চেক করা যায়। যে কোন দেশের ভিসা চেক করতে হলে পাসপোর্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানি নাম্বার ইত্যাদি  বিভিন্ন তথ্য দিয়ে ভিসা চেক করা যায়। এখন যারা সৌদি ভিসা চেক করতে চাচ্ছেন।  তারা চাইলেই পাসপোর্ট নাম্বার দিয়ে য সৌদির ভিসা চেক করতে পারবেন। আপনি  এই ভিসা চেক মুহূর্তের মধ্যে করতে পারবেন। অর্থাৎ আপনার নিকোটি স্মার্টফোন রয়েছে সেটি দিয়ে আপনি অনলাইনে ব্রাউজ করে,  ভিসা চেক অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলেই চেক করতে পারবেন।  অতঃপর যেভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করবেন তার ধাপ সমূহ নিচে আলোচনা করা হয়েছে। একটু নিচে লক্ষ্য করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার ধাপসমূহ

যারা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য অনলাইনে এসেছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট অনুসন্ধান করছেন।  এবং কিভাবে এই অফিসার ওয়েবসাইটের  মাধ্যমে নিজে নিজে ভিসা চেক করবেন।  আর তারা এই পোস্ট একটু মনোযোগ দিয়ে করুন। আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের জন্য ভিসা চেক করার সকল ধাপসমূহ উপস্থাপন করেছি। ধাপসমূহ নিম্নরুপঃ

ধাপ ০১ঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন। (https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData) লিংকটিতে প্রবেশ করলেই  নিচের দেওয়া ছবিটির মতো দৃশ্য দেখতে পারবেন।  সকল ধাপ সহজে বুঝার জন্য উপরের দেওয়া লাল বক্সে ক্লিক করে ইংরেজি ভাষা করে নিন।

ধাপ ০২ঃ পরবর্তীতে নিচে দেওয়া ছবিটির মতো  দৃশ্য প্রদর্শন করবে। যেখানে আপনাকে সকল তথ্য ও সঠিকভাবে দিয়ে চিত্রের প্রদর্শিত খালিঘরগুলো পূরণ করতে হবে।  যেমন  Passport Number,Visa Type,Image Code,Current Nationality,Visa Issuing Authority ইত্যাদি  নিম্ন ছবিটি  দেখে আপনার সঠিক তথ্য পূরণ করে নিন। 

সবশেষে ইমেজ কোড সঠিকভাবে পূরণ করে লাল তীর চিহ্ন দেওয়া Search বাটনে ক্লিক করুন। পরবর্তীতে সৌদি ভিসার Visa Number, Application Number, Visa Sponsor সকল তথ্য সম্বলিত সকল তথ্য দেখতে পাবেন। অর্থাৎ আপনার ভিসা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার সকল পরিচয় এখানে উল্লেখ করা থাকবে। যদি সকল পরিচয় বা সকল তথ্য আপনার সামনে ভেসে উঠে তাহলে আপনার ভিসা সঠিক বলে  গন্য হয়েছে।

শেষ কথা

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম 2023 সম্পূর্ণ চেষ্টা  করেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য।  যদি সম্পূর্ণ পোস্ট  প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন তাহলে আপনি এই পোস্ট থেকেই আপনার ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। যারা আপনার মত ইতিমধ্যে যে ভিসা হাতে পেয়েছেন তাদেরকে এই পোস্ট শেয়ার করে চেক করার সুযোগ করে দিন।  ধন্যবাদ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *