ঘরে বসে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করতে পারবেন। আর বর্তমান সময়ে ভিসা চেক করার জন্য এখন কোথাও যেতে হবে না। আপনি চাইলেই আপনার স্মার্টফোন দিয়ে ঘরে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম 2023 সম্পর্কে জানতে পারবেন। আর এই অনলাইনে ভিসা চেক করার বিভিন্ন সুবিধা রয়েছে। আপনি অনেক বড় প্রতারণার হাত থেকে বেঁচে থাকতে পারবেন এই পাসপোর্ট দিয়ে আপনার ভিসা চেক করার কারণে। তাই আপনি যে দেশেরই ভিসা চেক করতে চান না কেন আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই চেক করে নিশ্চিত হতে পারবেন।
আর যারা ইতিমধ্যে অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার জন্য সহজ পদ্ধতি অনুসন্ধান করছেন। তারা একদম সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। খুব সহজেই আপনি এই পোস্ট থেকে সকল পদ্ধতি ধাপে ধাপে পালন করে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। অতঃপর সম্পূর্ণ পোস্ট পড়ে পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম 2023 বিস্তারিত দেখে নিন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2023
যে কাজের জন্য ভিসা পেয়েছেন তা ঠিক আছে কিনা, কোম্পানীর নাম (Sponsor Name) সব ঠিক আছে কিনা যাচাই করার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন। আর এই ভিসা চেক করার প্রত্যেক ব্যক্তির জন্য অনেক বেশি জরুরী।
এক দিক থেকে অন্য দেশে যেতে হলে আপনাকে অবশ্যই ভিসা করতে হবে। আর এই ভিসা করার জন্য অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। এ ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং ডকুমেন্ট। আপনার পাসপোর্ট নাম্বার সঠিক হলে আপনি খুব সহজে বিছা করতে পারবেন। আর আপনি যে দেশের ভিসা করতে চাচ্ছেন সে দেশের ভিসা চেক করার জন্য আপনাকে অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর বর্তমান যুগে এখন ভিসা চেক করা অনেক বেশি সহজ। অতঃপর এই পোস্ট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম 2023 সকল নিয়োগ বিস্তারিতভাবে জেনে নিন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক
যারা পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করতে চান। শুধুমাত্র তাদের জন্য নিচের দেওয়া পদ্ধতি গুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই নিচের দেওয়া সম্পূর্ণ ধাপগুলো ধাপে ধাপে অনুসরণ করুন। আর খুব সহজেই এই পোষ্ট থেকে আপনার ভিসা চেক করে নিন। এই পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের ভিসা চেক করা আপনাদের কে দেখিয়ে দিব। অতএব যারা ওমান যাওয়ার জন্য ভিসা লাগিয়েছেন এবং ভিসা চেক করতে চাচ্ছেন। তারা নিচের দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথম ধাপঃ প্রথমে আপনাকে ওমানের ভিসা চেক করার জন্য ওমানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তাহলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে (https://evisa.rop.gov.om/en/track-your-application) প্রবেশ করুন। উপরে দেওয়া লিংকে প্রবেশ করার পর নিচের দেওয়া ছবিটির মতো একটি দৃশ্য আসবে।
- দ্বিতীয় ধাপঃ পরবর্তীতে Visa Application Number এবং Travel Documents Number এ এ ক্লিক করে বা ভিসা এপ্লিকেশন এবং ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দিন। নিচের ছবিটিতে লাল বক্স আকারে দেখানো হলো
- তৃতীয় ধাপঃ উপরের ধাপটি অনেক গুরুত্বপূর্ণ। একই ছবিতে ডান পাশে Text Verification লেখাটি দেখতে পারবেন। সেখানে লেখাটি দেখে দেখে সঠিকভাবে পূরণ করুন। নিচে একটি ছবি দিয়ে পূরণ করে দেখানো হলো। ছবিটির মতো Text Verification দেখে দেখে পূরণ করেন।
তারপর নিচে একটি লাল বক্স আকারে Clear এ ক্লিক করুন। Clear আপনার সকল তথ্য নিচে দৃশ্যমান হবে। আর যদি সঠিক তথ্য ভেবে থাকে তাহলে নিম্নে Status Approved লেখাটি দেখতে পারবেন। অতঃপর আপনার বিচার চেক করার জন্য নিচের দেওয়া পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ার ভিসা ভিসা চেক
আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। অতি প্রয়োজনীয় কাজে এ দেশে বাংলাদেশের মানুষ অনেক বেশি যাতায়াত করে থাকে। তবে যারা যাতায়াত করতে চান তাদের অবশ্যই ভিসা করতে হয়। প্রত্যেক ব্যক্তির একটি করে পাসপোর্ট থাকতে হবে। যদি আপনি ভারতে যেতে চান, তাহলে পাসপোর্ট দিয়ে একটি ভিসা করে ফেলুন। অনেকে আছে ভিসা ইতিমধ্যে করে নিয়েছেন। এখন এই ভিসা সঠিক হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়া ভিসা চেক করে নিন। ইন্ডিয়ার ভিসা চেক করতে যে ধাপগুলো অনুসরণ করতে হয়। এবং কি কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিন। নিম্নে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ার ভিসা চেক করার সকল নিয়ম উল্লেখ করা হলো।
- ইন্ডিয়া ভিসা চেক করতে হলে আপনাকে প্রথম হবে। ওয়েবসাইটটি হলো(https://www.ivacbd.com/) পরবর্তীতে ওয়েবসাইটে প্রবেশ করার পর (ভিসা আবেদন ট্রাকে) প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ভিসা রেগুলার অ্যাপ্লিকেশন প্রবেশ করুন। তারপর সঠিক তথ্য দিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম 2023
মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরব। প্রতিবছর অনেক বাংলাদেশী সৌদি আরবে প্রবেশ করবে থাকে। এবং সৌদি যাওয়ার উদ্দেশ্যে অনেক মানুষ বিভিন্নভাবে ভিসা করে থাকে। এ ভিসা করার সময় অনেক মানুষ দালালদের চক্রে প্রতারিত হয়। যারা ইতিমধ্যে ভিসা লাগিয়েছেন, তারা আপনার নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। এই পোস্ট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করে নিশ্চিত হয়ে নিন। এবং ভিসা চেক করার সকল নিয়ম বিস্তারিতভাবে জেনে নিন। যেভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন।
- যদি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা করতে চান তাহলে প্রথমে আপনাকে এই সাইটে প্রকাশ করতে হবে। (https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData) সাইটটিতে এ প্রবেশ করলেই ,পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ, ইমেজ কোড ,কারেন্ট ন্যাশনালিটি,ভিসা ইস্যু অথরিটি ইত্যাদি আপনাকে পূরণ করতে হবে। আর এই সব তথ্য পূরণ করলেই আপনি আপনার ভিসা সম্পর্কিত সকল তথ্য দেখতে পারবেন। যদি সকল তথ্য আসে তাহলে আপনার ভিসা সঠিক হয়েছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
ভিসা চেক করার জন্য অনেকে অনলাইনে এসে থাকেন। কেননা বর্তমান যুগে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ভিসা চেক করা যায়। নতুবা আপনাকে ভিসা চেক করার জন্য তাদের নিজস্ব এম্বাসিতে যেতে হবে। যেটা অনেকের কাছে হয়রানিমুলক। তাই অনেকেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে থাকেন। আর ভিসা সংগ্রহ করার পর অনেকে জালিয়াতির মধ্যে পড়ে যান। সে জালিয়াতি থেকে বাঁচতে প্রত্যেকের উচিত ভিসা চেক করা। আর এই ভিসা চেক করা অত্যন্ত সহজে একটি কাজ। আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেটি দিয়ে এই অনলাইনের মাধ্যমে খুব সহজেই ভিসা চেক করে নিন। অতঃপর যারা পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে চাচ্ছেন। তারা নিচের দেওয়া নির্দেশনা গুলো দেখে নিন।
- কাতার ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে নিচের দেওয়া সাইটের প্রবেশ করতে হবে। সাইটটি হলো (https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices) । প্রবেশ করার পর Visa inquiry and printing লেখাতে ক্লিক করুন। ক্লিক করার পর, আপনার পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার এবং ন্যাশনালিটি দিয়ে সকল তথ্য সঠিকভাবে সম্পন্ন করুন। এসব তথ্য সম্পূর্ণ করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার ভিসা দেখতে পারবেন সম্পূর্ণ সঠিক হয়েছে কিনা।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
আপনি যে দেশের ভিসা লাগিয়েছেন, সে দেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ভিসা চেক করে নিতে হবে। কেননা বর্তমানে অনেক প্রতারক চক্র রয়েছে। যারা দালাল নামে আমাদের আশেপাশে রয়েছে। সঠিক ভিসা দেওয়ার পরিবর্তে সহজ সরল লোকদের সাথে জালিয়াতি করে থাকে। আপনাকে যে ভিসা দেওয়া হবে, সেটি অবশ্যই এয়ারপোর্ট এ যাওয়ার আগে আপনাকে চেক করে নিতে হবে। তাই যারা দুবাই যাওয়ার জন্য ভিসা করেছেন, তারা অতি শীঘ্রই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার দুবাই ভিসা চেক করে নিন। আর কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করবেন। তা নিম্নে আমরা বিস্তারিতভাবে ধাপে ধাপ আলোচনা করেছি। অতঃপর নিচের ধাপগুলো লক্ষ্য করুন।
- অতঃপর যারা পাসপোর্ট দিয়ে দুবাই ভিসা চেক করতে চাচ্ছেন। তারা হয়তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট অনুসন্ধান করছেন।তাই তাদের জন্য দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট সংগ্রহ করেছি (https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/login)। সাইটটিতে প্রবেশ করার পর। আপনার প্রয়োজনীয় সকল তথ্য এখানে সাবমিট করুন। পাসপোর্ট নাম্বার সাবমিট করলেই আপনার ভিসা এখান থেকে চেক করতে পারবেন।
শেষ কথা
প্রধান কথা হচ্ছে ভিসা হাতে পেলেই আপনি আপনার ভিসা চেক করে নিবেন অনলাইনের মাধ্যমে। চেক করতে আপনার মাত্র ২ মিনিট লাগবে। তাই কোনরকম ঝামেলা ছাড়াই আপনি অনলাইনের মাধ্যমে আপনার ভিসা চেক করে নিতে পারবেন। এই পোস্টে আমরা ইতিমধ্যে পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম 2023 আলোচনা করার চেষ্টা করেছি। যারা সম্পূর্ণ পোস্ট পড়ে নিয়েছেন তারা চাইলেই এই পোস্ট থেকে আপনার ভিসা চেক করতে পারবেন। যারা বিদেশ যাওয়ার জন্য ইতিমধ্যে ভিসা পেয়ে গিয়েছেন। তাদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।