শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা ভাড়া কত ২০২৩

বাংলাদেশের বাস যানবাহনের মধ্যে একটি হচ্ছে শ্যামলী পরিবহন। এটি একটি বৃহৎ বাস প্রতিষ্ঠান। শ্যামল পরিবহনের কয়েকটি বাস ঢাকা ও চট্টগ্রাম শাখায় চলাচল করে। যাদের যাত্রী ভাড়া নির্ধারন করা আছে। এই ভাড়া দিয়ে আপানকে ঢাকা থেকে চতজ্ঞ্রাম যেতে হবে। এছাড়া অনলেইনেও ঢাকা থেকে চট্টগ্রাম বাসের টিকিট কাটা যাবে। এদের টিকিটের দাম এসি ও নন এসি বাসের উপরে নির্ভর করে। এসি বাসের টিকিটের দাম বেশি। নিচের অংশে শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা ভাড়া কত এবং ঢাকা ও চট্টগ্রামের কোথায় কোথায় বাস কাউন্টার পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।

শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা

এসি ও নন এসি উভয় ধরনের সার্ভিস পাওয়া যাবে এই বাসে। ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম পইন্টের জন্য কয়েকটি বাস চালু করা আছে। এই বাস গুলো নির্ধারিত টাইমে তাদের গন্তব্য স্থানের জন্য যাতায়াত শুরু করে। এই পোস্টে ঢাকা ও চট্টগ্রামের কোন কোন পয়েন্ট থেকে শ্যামলী বাস পাওয়া যাবে তা শেয়ার করেছি। এছাড়া এখানে যতগুলো কাউন্টার আছে তাদের যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো শেয়ার করে দিয়েছি।

শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা ভাড়া কত

অনেক আগে থেকে এদের বাস ভাড়া নির্ধারন করা থাকে। বাসের ধরনের উপরে বাস ভাড়া নির্ভর করে। এছাড়া এসি বাসের টিকিটের দাম নন এসি বাসের থেকে অনেক বেশি। আর ঢাকাও চট্টগ্রামে তাদের অনেক গুলো কাউন্টার পাওয়া যাবে। আপনি কোন পয়েন্ট থেকে বাস উঠবেন তার উপরেও যাত্রী ভাড়া ডিপেন্ড করে। ঢাকা থেকে চট্টগ্রামে নন এসি বাসে যাওয়ার ভাড়া ৫০০ টাকা। আবার একই ভাবে চট্টগ্রাম টু ঢাকা শ্যামলী বাসে ভাড়া ১০০০ টাকা। কাউন্টার ভেদে ভাড়ার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে।

এদের এসি বাস সার্ভিস চালু আছে। যারা এসি বাসে যেতে চান তাদের কে এসি বাসের জন্য আলাদা টিকিট বুকিং দিতে হবে। শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা এসি বাসের ভাড়া ১২০০ টাকা। অনেক সময় ১৩০০ থেকে ১৪০০ টাকাও নেওয়া হয়। অগ্রিম টিকিট প্রয়োজন হলে তাদের কাউন্টারে যোগাযোগ করবেন।

শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা অনলাইন টিকিট

বর্তমানে অনলাইনে শ্যামলী বাসে টিকিট বিক্রি করা হয়। এজন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও ক্রয় করতে পারবেন। এছাড়া বিভিন্ন ই-টকিট ওয়েবসাইটে তাদের যেকোনো কাউন্টারের টিকিট পাওয়া যাবে। যেমন সহজ বাস টিকিট এখানেও এদের এস ও নন এসি বাসের টিকিট বিক্রি করা হয়। অনলাইনে অগ্রিম টিকিট বুকিং এর সুবিধাও পাওয়া যাবে। অনলাইনে টিকিটের দাম ৫৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

শ্যামলী পরিবহন এর বাস ভাড়া কত

ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও আরও অনেক পয়েন্ট এ এদের বাস চলাচল করে। তাদের উপরে নির্ভর করে শ্যামলী বাসে যাত্রী ভাড়া ৩৫০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। তবে বিভন্ন স্থানের জন্য টিকিটের দাম নির্ধারিত করা হয়েছে। নিচে তালিকা থেকে বিভিন্ন অঞ্চলের টিকিটের দাম গুলো দেখতে পারবেন।

১। স্ক্যানিয়া বাস ভাড়া ১১৫০-১৩০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ১৩০০-১৫০০ টাকা।
২। ঢাকা- সিলেট – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৮০০-১০০০ টাকা
৩। ঢাকা-বগুড়া-ঢাকা। ভাড়া ৭০০-৯০০ টাকা
৪। ঢাকা-কলকাতা। ভাড়া ১৫০০-১৮০০ টাকা।
৫। স্ক্যানিয়া বাস ভাড়া ১০০০-১২০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ১২০০-১৩০০ টাকা।
৬। ঢাকা- বেনাপোল – ঢাকা। স্ক্যানিয়া বাস ভাড়া ১১০০-১৩০০ টাকা।
৭। ঢাকা- খুলনা – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৯০০-১০০০ টাকা।
৮। স্ক্যানিয়া বাস ভাড়া ১৮০০-২০০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ২০০০-২২০০ টাকা।
৯। ঢাকা- টেকনাফ – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ৯০০-১০০০ টাকা
১০। ঢাকা- রংপুর- ঢাকা। ভাড়া ১০০০-১২০০ টাকা
১১। ঢাকা-বরিশাল- ঢাকা। ভাড়া ৭০০-৯০০ টাকা।
১২। ঢাকা- কক্সবাজার – ঢাকা। ভল্ভো বাস ভাড়া ১৪০০-১৫০০ টাকা
১৩। স্ক্যানিয়া বাস ভাড়া ১১৫০-১৩০০ টাকা। ডাবল ডেক বাস ভাড়া ১৩০০-১৫০০ টাকা।
১৪। ঢাকা- রাজশাহী – ঢাকা। ভাড়া ১০০০-১২০০ টাকা।

শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা কাউন্টার নাম্বার

ঢাকা ও চট্টগ্রামে এই বাসের কয়েক টি শাখায় টিকিট কাউন্টার আছে। এই কাউন্টার থেকে টিকিট করতে হবে এবং বাসে উঠতে হবে। টিকিট কাউন্টার ব্যাতিত আরও কোথাও থেকে বাসে উঠতে পারবেন না। এজন্য তাদের কাউন্টার এর ঠিকানা গুলো জেনে নিবেন।

শ্যামলী পরিবহন চট্টগ্রাম

১। চট্টগ্রাম-বিআরটিসি অফিসের কাছে ফোন নম্বর: 01712-585071
২। চট্টগ্রাম BRTC -1 কাউন্টার ফোন নম্বর: 031-2866025
৩। চট্টগ্রাম BRTC-2 কাউন্টার ফোন নম্বর: 31-2866024
৪। চট্টগ্রাম অলংকার কাউন্টার ফোন নম্বর: 01875-098707
৫। চট্টগ্রাম বানাপোল অফিসের কাউন্টার নম্বর: 01724777260
৬। চট্টগ্রাম দামপাড়া এসি ফোন নম্বর: 01711-371405, 01911-797140, 031-2866022, 031-286623
৭। চট্টগ্রাম কর্নেল হাট কাউন্টার ফোন নম্বর: 01740-997980
৮। চট্টগ্রাম স্টেশন রোডের কাউন্টার ফোন নম্বর: 031-2866026
৯। চট্টগ্রাম বাইজড কাউন্টার ফোন নম্বর: 01999-794905
১০। চট্টগ্রাম একে খান কাউন্টার ফোন নম্বর: 031-43150005

শ্যামলী পরিবহন ঢাকা

১। কোলিয়ানপুর -২ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-9003331, 02-8034275, 02-8360241, এবং 02-8091162
২। কল্যাণপুর অফিস, দক্ষিণ কল্যাণপুর 12, মিরপুর রোড-ঢাকা: 01716478951, 02-9003331
৩। উত্তরা কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-7541249, 02-7914336
৪। মালিবাগ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068927
৫। পান্থপথ অফিস, রাসেল স্কয়ার ফোন বাঁকছে: 02-9102082, 01711040881
৬। পান্থপথ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-9112327
৭। টেকনিক্যাল-গাবতলী কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068922
৭। আসাদ গেটের কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01714619173. বলুন: 02-8124881, 02-9124514
৮। কোলিয়ানপুর -১ কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-8091161
৮। নর্দা কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-55050218
৯। আব্দুল্লাহপুর কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 01865068930
১০। বিআরটিসি বাস ডিপো, কামালপুর কাউন্টার-ঢাকাঃ 02-58312094, 02-49353882
১১। পান্থপথ অফিস (রাসেল স্কয়ার মোড়) ফোন নম্বর-ঢাকা: 02-9102082, 01711040881
১২। কামালপুর কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-48316246
১৩। ফকিরাপুল কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-7193725
১৪। কেপি বিআরটিসি কাউন্টার ফোন নম্বর-ঢাকা: 02-8091183

শেষ কথা

এখানে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের বাস ভাড়া গুলো দেওয়া আছে। বং ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শাখায় যত গুলো টিকিট কাউণ্টার আছে তাদের ঠিকানা ও নাম্বার শেয়ার করেছি। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা ভাড়া কত টাকা তা জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

শ্যামলী পরিবহন ঢাকা টু কক্সবাজার ভাড়া ২০২৩

গ্রীন লাইন বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া ২০২৩

গ্রীন লাইন বাস ঢাকা টু সিলেট ভাড়া ২০২৩।

2 thoughts on “শ্যামলী পরিবহন চট্টগ্রাম টু ঢাকা ভাড়া কত ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *