এসএসসি পাস করার পর সাধারণত সবাই কলেজে ভর্তি হয়ে থাকে। এমন অনেক শিক্ষার্থী আছেন যারা এইচএসসির বিষয় সম্পর্কে তেমন অবগত নয়। কেননা অনেক শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করে এসএসসিতে অন্য বিভাগে ভর্তি হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভুলক্রমে অনেক চাকরিত ভাবে কোন একটি বিষয় যুক্ত হয়ে গিয়েছে। ঠিক সেই সময় বিষয় পরিবর্তন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এই সমস্যা এড়াতে বিষয়ে পরিবর্তন করার জন্য দরখাস্ত লিখতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থীদের মাঝে বিষয় পরিবর্তন করার দরখাস্ত কিভাবে লিখতে হয় তা নিয়ে সমস্যা দেখা দেয়।
তাই আজকের এই পোস্টে আমি আপনার সাথে বিষয় পরিবর্তন করার দরখাস্ত লেখার একটি সুনির্দিষ্ট নিয়ম শেয়ার করব। এছাড়াও এখানে আমি পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখার একটি নমুনাও শেয়ার করব। আশা করি আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করার পরে আপনাকে চতুর্থ বিষয়ে বা ঐচ্ছিক বিষয়ে পরিবর্তনের জন্য আবেদন লেখার একটি সুনির্দিষ্ট ধারণা পাবেন।
বিষয় পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখার নিয়ম
যেকোনো ধরনের দরখাস্ত বা আবেদন লেখার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি সেই নিয়ম গুলো না মেনে দরখাস্ত লিখে থাকেন সে ক্ষেত্রে আপনার দরখাস্তটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনাকে দরখাস্ত লেখার সঠিক নিয়ম সম্পর্কে জেনে তারপর একটি পূর্ণাঙ্গ আবেদন পত্র লিখতে হবে। আপনি যদি ভুলক্রমে কোন একটি বিষয় নিয়ে থাকেন এবং সেটি পরিবর্তন করার আবেদন পত্র লিখতে চান তাহলে এখানে সুনির্দিষ্ট গাইডলাইন খুঁজে পাবেন।
দরখাস্ত লেখার জন্য আপনাকে অবশ্যই দরখাস্ত লেখার তারিখ, আপনি কার বরাবর দরখাস্ত লিখবেন সেটি স্পষ্ট করে লিখতে হবে, এছাড়াও কি বিষয়ে দরখাস্ত লিখবেন সেটিও অবশ্যই উল্লেখ করতে হবে, এবং সর্বশেষ আপনার নাম এবং অন্যান্য তথ্য প্রদান করতে হবে। এই পোস্টের নিচের দিকে আমি আপনাদের সাথে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এছাড়াও বিষয় পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখার একটি নমুনাও খুজে পাবেন।
চতুর্থ /ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন
অনেকের মনে প্রশ্ন জাগে চতুর্থ বিষয় বা ঐচ্ছিক বিষয় আসলে কি? এই দুইটি কি একই জিনিস নাকি আলাদা? চতুর্থ /ঐচ্ছিক বিষয় দুইটি জিনিস একই। আপনি চাইলেই খুব সহজেই আবেদন পত্রের মাধ্যমে এ বিষয়টি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখার সঠিক নিয়ম মেনে আবেদন করলেই আপনার প্রতিষ্ঠান প্রধান অবশ্যই আপনার বিষয়ে পরিবর্তনের ব্যাপারে অনুমতি প্রদান করবে। নিচের অংশে আমি আপনার জন্য দুইটি আলাদা আলাদা নমুনা শেয়ার করেছি।
মনে করুণ, আপনার নাম সুজন এবং আপনি কুমিল্লা সরকারী অজিতগুহ কলেজের আর্টস ডিপার্টমেন্টের ছাত্র। এখন আপনি ঐচ্ছিক বা চতুর্থ বিষয় হিসেবে পৌরনীতি এর পরিবর্তে ভূগোল নিতে চাচ্ছেন। এমতোবস্থায়, ঐচ্ছিক বিষয় পরিবর্তন করার অনুমতি চেয়ে আপনার কলেজের প্রধান এর নিকট একটি আবেদনপত্র লিখতে হবে। আপনি চাইলে নিচের দেয়া নমুনা টি অনুসরণ করতে পারেন। তারপর বিষয় পরিবর্তন এর জন্য নিজের ভাষায় একটি আবেদন পত্র লিখুন।
নমুনা-১
০৫ জানুয়ারি, ২০২৩
প্রিন্সিপাল
সরকারী অজিতগুহ কলেজ, কুমিল্লা
বিষয় : ঐচ্ছিক বিষয় পরিবর্তন এর জন্য আবেদনপত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠান এর একাদশ শ্রেণীর আর্টস বিভাগের একজন নিয়মিত ছাত্র। কলেজে ভর্তি হওয়ার ক্রমে আমি ফর্মে ঐচ্ছিক/চতুর্থ বিষয় হিসেবে পৌরনীতি নিয়েছি। কিন্তু এখন আমি পৌরনীতি বিষয়কে পরিবর্তন করে চতুর্থ বিষয় হিসেবে ভূগোল নিতে চাই। এমতোবস্থায়, আমি আপনার নিকট বিনীত আবেদন করছি যে, আমাকে আপনি চতুর্থ বিষয় পরিবর্তের সুযোগ দিয়ে বাধিত করিবেন। এতে করে আমার পড়া-লেখার দ্রততা এবং পরিচ্ছন্নতা বজায় থাকবে। আশা করি আমার বিষয়টি আপনি বিবেচনায় নিয়ে আমাকে চতুর্থ বিষয় পরিবর্তনের অনুমতি দিয়ে বাধিত করিবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
মো: সুজন
সরকারী অজিতগুহ কলেজ, কুমিল্লা
শ্রেণী- একাদশ
বিভাগ- আর্টস
রোল নং- ১৭
নমুনা-২
প্রধান শিক্ষিকা
বরিশাল জিলা স্কুল, বরিশাল
বিষয় : ঐচ্ছিক বিষয় পরিবর্তন করতে অনুমতির জন্য আবদেন।
মিনহাজ
শ্রেণি – দশম
রােল নম্বর – ০১
বরিশাল জিলা স্কুল।
সর্বশেষ কথা
বিষয় পরিবর্তন করার জন্য দরখাস্ত লেখার নিয়ম নিয়ে লিখিত আজকের এই সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টে আমি আপনাদের সাথে চতুর্থ বিষয় বা ঐচ্ছিক বিষয় পরিবর্তন করার জন্য কিভাবে আবেদন পত্র লিখতে হয় তার নিয়ম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এবং এর সাথে সাথে দরখাস্ত লেখার একটি নমুনাও তুলে ধরেছি। আশা করি ইতিমধ্যে আপনি সঠিকভাবে আপনার বিষয়ে পরিবর্তন করার জন্য দরখাস্ত লিখতে সক্ষম হয়েছেন।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
বিভাগ পরিবর্তন করতে চাই। একটা নমুনা দরখাস্ত দেন।
আমিও চাই