স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আজকের ছবি ২০২৪

বাংলাদেশে মুভি থিয়েটরের মধ্যে অন্যতম হচ্ছে স্টার সিনপ্লেক্স। এখানে সকল প্রকার মুভি, শো টাইম মুভি ও বিগ টাইম মুভি সহ বাংলা মুভি দেখানো হয়। স্টার সিনপ্লেক্স এর সারা দেশে মোট ৬ টি শাখা আছে। যার মধ্যে একটি বসুন্ধারা শাখায় অবস্থিত। 13/3 Ka, Level, পান্থপথ, 8 Bashundhara City Parking Entrance, 1205 এই লোকেশনে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখা ছিলো। বর্তমানে এটি বন্ধ থাকায় এখানে কোনো মুভি দেখানো হয় না। যার কারণে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আজকের ছবি তালিকা প্রকাশিত হয়নি।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আজকের ছবি

বেশ কিছু গণমাধ্যম থেকে পাওয়া গেছে চুক্তি জটিলতার কারণে সম্পূর্ণ ভাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখা বন্ধ করা হয়েছে। তাদের ম্যানেজার নতুন করে স্টার সিনপ্লেক্স এর সাথে চুক্তিবদ্ধ হয়নি। স্টার সিনেপ্লেক্স এর একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। যেখানে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা আজকের ছবি লিস্ট প্রকাশ করেছে। সেই ওয়েবসাইট ভিজিট করলে আজকে যা যা মুভি দেখাবে তাদের তালিকা দেখতে পারবেন। যদিও এই শাখাটি বন্ধ, তবুও তারা ওয়েবসাইটে ছবির লিস্ট প্রকাশ করেছে। সকাল থেকে রাত পর্যন্ত স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় ছবি দেখানো হতো।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় ছবি কি দেখা যাবে না?

না, সম্পূর্ণ ভাবে এই হল বন্ধ। যার কারণে এখানে সকল প্রকার ছবি দেখানো বন্ধ হয়েছে। তাদের অন্য শাখার হল গুলোতে একই ছবি দেখতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে স্টার সিনেপ্লেক্স বাকি ৫ টি শাখার মুভির তালিকা দেখতে পারবেন। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ জায়গাটি ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যন্ত্রপাতিগুলো আপাতত সংরক্ষণ করা হবে এবং নতুন কোনো শাখা চালু হলে সেগুলো ব্যবহার করা হবে। তবে স্টার সিনেপ্লেক্সের অন্যান্য শাখার কার্যক্রম চলমান থাকবে। ২০০৪ সালে বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা যোগাযোগের ঠিকানা

তাদের এই শাখার জন্য যোগাযোগের ঠিকানা আছে। এই শাখা কবে খুলবে বা যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করতে পারবেন। মোবাইলে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার আছে। এই নাম্বারে যেকোনো সময় কল করবেন।

ঠিকানাঃ 13/3 Ka, Level, পান্থপথ, 8 Bashundhara City Parking Entrance, 1205
অবস্থানঃ Floor 6 · Bashundhara City Shopping Complex
মোবাইলঃ 09617660660
ওয়েবসাইটঃ https://www.cineplexbd.com/
ফেসবুকঃ https://web.facebook.com/MYCINEPLEX/?_rdc=1&_rdr

আরও দেখুনঃ

স্টার সিনেপ্লেক্স প্রদর্শনীর সময় সূচি ২০২৪

সনি স্টার সিনেপ্লেক্স আজকের মুভি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *