নিউ মার্কেট বন্ধের দিন ২০২৪

ঢাকা ও চট্টগ্রামে দুইটি নিউ মার্কেট আছে। নিউ মার্কেট দুটি ভিন্ন দিনে ও ভিন্ন সময়ে বন্ধ থাকে। তাদের সাপ্তাহিক ও মাসিক বন্ধ গুলোও আলাদা। যার কারণে ঢাকার নিউ মার্কেট এর বন্ধের সাথে চট্টগ্রামের নিউমার্কেট ছুটির মধ্যে মিল নেই। দুই বিভাবের নিউ মার্কেটে আসার পূর্বে নিউ মার্কেট বন্ধের দিন, সাপ্তাহিক বন্ধী কি বার বা কবে কবে বন্ধ থাকে এই বিষয়ে জানতে হবে।

নিউ মার্কেট বন্ধের দিন

 বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়য় মার্কেট হচ্ছে নিউ মার্কেট। একটি ঢাকাতে ও আরেক টি চট্টগ্রামে অবস্থিত। এর মধ্যে ঢাকার নিউ মার্কেট বেশ জনপ্রিয়য় ও বড়। ঢাকা ও চট্টগ্রামের নিউ মার্কেট ভিন্ন দিনে বন্ধ থাকে। এর মধ্যে সাপ্তাহিক বন্ধ একদিন। তবে অন্য আরেক দিন নিউ মার্কেট অর্ধ দিবস বন্ধ থাকে। মাসে মোট ৪ দিন নিউ মার্কেট বন্ধ পাওয়া যাবে। বাকি সময় গুলো নিউ মার্কেট খোলা থাকবে। সাপ্তাহিক শুক্রবার ও মঙ্গলবারে নিউ মার্কেট বন্ধ থাকে।

সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিউ মার্কেট এর সকল দোকান খোলা থাকে। এরপরে দোকান গুলো বন্ধ করা হয়। শুধু তাই নয় সরকারি ছুটিতেও ঢাকা ও চট্টগ্রামের নিউ মার্কেট খোলা থাকে। আরর ভারতে একটি নিউ মার্কেট আছে। যেটিও সাপ্তাহিক একদিন বন্ধ থাকে।

  • ঢাকা নিউ মার্কেটঃ সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার
  • চট্টগ্রাম নিউ মার্কেটঃ সাপ্তাহিক বন্ধ শুক্রবার
  • কলকাতা নিউ মার্কেটঃ সাপ্তাহিক বন্ধ রবিবার

নিউমার্কেট সাপ্তাহিক বন্ধের দিন

বাংলাদেশে দুইটি নিউ মার্কেট আছে। এছাড়া ভারতের কলকাতায় একটি নিউ মার্কেট আছে। এই মার্কেট গুলো ভিন্ন দিনে বন্ধ থাকে। এদের সময় সূচি গুলোও ভিন্ন টাইপের। প্রতিটি নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধ একদিন। ঢাকা নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। চট্টগ্রাম নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। কলকাতা নিউ মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। ভারতের বিভিন্ন অনুষ্ঠানে কলকাতার নিউ মার্কেট ৭ দিন খোলা থাকে। অনুষ্ঠান শেষ হলে আগের নিয়মে রবিবারে বন্ধ থাকে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও কলকাতার নিউ মার্কেট সপ্তাহে একদিন করে অর্ধ দিবস বন্ধ রাখে। এই মদিনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা বা ৩ টা পর্যন্ত নিউ মার্কেট খোলা রাখে। অর্ধ দিবসে দুপুরের পর থেকে এই নিউ মার্কেট গুলো বন্ধ করা হয়। কোনো দোকান খোলা পাওয়া যাবে না। নিউ মার্কেট অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হয়েছে।

নিউ মার্কেট কত দিন বন্ধ থাকে

প্রতি মাসে নিউ মার্কেট মাত্র ৪ দিন বন্ধ থাকে। আর প্রতি সপ্তাহে একদিন বন্ধ থাকে। বাকি ৪ দিন অর্ধ দিবস বন্ধ থাকে। ঢাকা নিউ মার্কেট পূর্ণ দিবসের বন্ধ মঙ্গলবার, চট্টগ্রাম নিউ মার্কেটের পূর্ণ দিবসের বন্ধ শুক্রবার। আর ভারতের কলকাতা নিউ মার্কেটের পুরস্ন দিবসের বন্ধ প্রতি রবিবার। মার্কেট গুলো সপ্তাহের ভিন্ন বারে পূর্ণ দিবস এর বন্ধ থাকে।

নিউ মার্কেট এর সাথে অন্য কোনো মার্কেট এর বন্ধের দিন মিলবে না। এই নিউ মার্কেট ব্যাতিত অন্যান্য দেশেও আরও মার্কেট আছে। যাদের ছুটির দিন ভিন্ন রকমের। এখানে দেওয়া সাপ্তাহিক বন্ধের সাথে চট্টগ্রাম, ঢাকা ও কলকাতা নিউ মার্কেটের বন্ধের মিল পাওয়া যাবে।

আরও দেখুনঃ

ঢাকা নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

চট্টগ্রাম নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *