মা হলো প্রত্যেক সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয়। এবং এই দুনিয়ায় সবথেকে আপন মানুষ হচ্ছে মা। মায়ের থেকে সম্মানিত ভালোবাসা এবং আপন কেউ এই দুনিয়ায় হতে পারে না। প্রতিটা মানুষের জীবনে এ মায়ের গুরুত্ব অপরিসীম। আর এই মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা। অতএব আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস ।
মায়ের ভালোবাসা পাওয়া একজন ব্যক্তির জন্য বড় সৌভাগ্য। পৃথিবীতে কোন বেশি সবাই তার মায়ের ভালোবাসা পেয়ে থাকেন। আবার কিছু ব্যক্তি রয়েছেন যারা কখনোই তার মায়ের ভালোবাসা পাননি। আবার কিছু ব্যক্তির মা অকাল মৃত্যুতে তাদের থেকে হারিয়ে গিয়েছেন। আর তাদের মৃত্যুতে অনেকেই তার মায়েদেরকে অনেক বেশি মিস করে থাকেন। আর আজকের এই পোস্ট শুধুমাত্র তাদের জন্য,যারা তার মাকে অনেক বেশি ভালোবাসেন এবং মাকে অনেক বেশি মিস করছেন। অতএব আমরা এই পোস্টে মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস উল্লেখ করেছি আপনাদের জন্য। সম্পূর্ণ পোস্ট পড়ে এখান থেকে বিভিন্ন স্ট্যাটাস সংগ্রহ করে নিন।
মৃত মাকে নিয়ে স্ট্যাটাস
পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ হলো মা। প্রত্যেক ব্যক্তির জীবনে মা আছে বলেই জীবন এতো সুন্দর। মা আছে বলেই পৃথিবী এত সুন্দর। যখন এই মা দুনিয়া থেকে তার সন্তানদের থেকে দূরে চলে যান তখন পৃথিবী পুরো বিষন্নতায় ভরে যায়। যাদের মা পৃথিবীতে বেঁচে আছেন তাদের উচিত তাদের মাকে অনেক বেশি ভালোবাসা এবং সম্মান করা। আর যাদের মা পৃথিবীতে বেঁচে নেই তাদের জন্য বেশি বেশি দোয়া করা। আর যাদের মা পৃথিবীতে চলে গেছেন তাদেরকে নিয়ে আমরা কিছু স্ট্যাটাস উল্লেখ করেছি। যাতে মৃত মায়ের স্মরণে সুন্দর স্ট্যাটাস আমাদের থেকে দেখে নিতে পারেন। নিম্নে মৃত মাকে নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস উল্লেখ করা হলো
- একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে।
- মা হারানোর বেদনা সেটা ভুলবার নয়।
- একজন সন্তান মাকে যতোই কষ্ট দেক না কেন। সেই মা কখনো সন্তানের কষ্ট নিজের মনে ধারণ করেন না। বরণ সেই কষ্টকে ভালোবাসা দিয়ে পূরণ করে দেয়।
- দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের পরম ভালোবাসা কখনো বদলাবার নয়। একজন মা মারা গেলে সেই ভালবাসার অপূর্ণতা রয়েই যায়
- একজন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। মায়ের মর্যাদা সীমাহীন মর্যাদা।
- পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে শক্তিশালী হয়।
- মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না।
- এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা। মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয়না।
- দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না।
- পৃথিবীর সকল কিছুই বদলাতে পারে। কিন্তু মায়ের ভালোবাসা বদলায় না।
মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস
যারা মাকে বেশি মিস করেন তারা এখান থেকে সুন্দর কিছু স্ট্যাটাস সংগ্রহ করে আপনার মন ভালো করতে পারেন। নতুবা এখান থেকে মায়ের জন্য কিছু স্ট্যাটাস সংগ্রহ করে আপনার মায়ের উদ্দেশ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। এই পোস্টে আমাকে মিস করা নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস আমরা উপস্থাপন করেছি আপনাদের জন্য। যাতে এই স্ট্যাটাস গুলো দেখে আপনার মন অনেক বেশি ভালো হয়ে যায়। অতএব যারা মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করছিলেন। তারা নিম্নের দেওয়া স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিন।
- আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল। – জর্জ ওয়াশিংটন
- সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। – রেদোয়ান মাসুদ
- মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়। – বুখারি শরিফ
- যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর। – আল কুরআন
- মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা। – হুমায়ূন আহমেদ
- কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়–একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য। – সোফিয়া লরেন
- মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে। – বুখারি শরিফ
- পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও
মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। আর এই মায়ের ভালোবাসা প্রকাশ করতে আপনি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। মনের কথা বুকের ভিতর চাপা না রেখে প্রকাশ করাই শ্রেয়। তেমনি আপনার মায়ের প্রতি যে ভালোবাসা আপনার মনের মধ্যে রয়েছে। সেটা অবশ্যই শেয়ার করে তাকে জানিয়ে দিন। আর আপনার মনের কথা সহজে শেয়ার করার জন্য মাকে নিয়ে facebook স্ট্যাটাস উল্লেখ করেছি আপনাদের জন্য। অতঃপর নিম্নে থেকে ফেসবুক স্ট্যাটাস গুলো সম্ভব করে নিন।
- বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দূর্ভাগ্য নয়, দূর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিন্তে পারেনি।
- মা ও,মা – একটা প্রশ্নের জবাব দাও? এই দুনিয়াটা কেন তোমার মত না?
- খাবার খেয়ে “মায়ের আঁচলে” মুখ মুছার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যাবে নাহ।
- ক্ষুধার্ত সন্তানের কান্না – একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ংকর।
- মা ছাড়া পৃথিবীটা অন্ধকার, যাদের মা বেঁচে আছেন। তারা একবার বলি, আলহামদুলিল্লাহ
- আপনি যতই বড় হন না কেন, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে! তাই “মা” কে ভালোবাসুন, কোন সময় কষ্ট দেবেন না।
- পৃথিবীর সব চেয়ে শান্তির জায়গা হল-(মায়ের কোল)
প্রবাসী ভাইদের মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন হিসেবে প্রবাসী হিসেবে বসবাস করছেন। সে প্রবাসী ভাইদের মনে তাদের মায়ের প্রতি অনেক ভালোবাসা থাকে। যেটা কখনোই সেই মায়েদেরকে বলে হয়ে ওঠে না। অনেকে আবার নিজের মায়ের থেকে অনেক দূরে বসবাস করে থাকেন। ফলে সেই মা কে অনেক বেশি মিস করে থাকেন। আর কিভাবে তার মা কে তার ভালোবাসার কথা প্রকাশ করবে তা বুঝতে পারেন না। কিন্তু যে কোন প্রবাসী ভাই চাইলেই তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাকে জানিয়ে দিতে পারেন। আর প্রবাসী ভাইদের এই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ সহজ করার জন্য আমরা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করেছি। অতএব এই পোস্ট থেকে প্রবাসী ভাইদের মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিন।
- মৃত্যু যন্ত্রনা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা।
- পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা তার সন্তানকে কখনো ছেড়ে চলে যায় না| মা তার সন্তানকে সব সময় আগলে রাখতে চায়|
- সন্তানকে কাছে না পেলে মায়ের মন অস্থির হয়ে ওঠে| যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়ি না ফিরে ততক্ষণ পর্যন্ত মা খুবই চিন্তায় থাকেন|
- মা নিজের খাওয়ার কথা ভুলে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান না খায়| প্রত্যেক মা-ই নিজে না খেয়ে তার সন্তানের জন্য রেখে দেয়|
- সন্তানের সকল ভালো-মন্দের খেয়াল রাখেন মা| সুখে দুখে সব সময় মা-ই আমাদের পাশে থাকেন| মা চায় তার সন্তান সবসময় ভালো থাকুক|
শেষ কথা
মৃত্যু যন্ত্রনা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা। এই মৃত্যু থেকেও আমার হারানো কষ্টটা অনেক বেশি হয়ে থাকে। কিন্তু এই কষ্ট কখনোই মুখে বলে কাউকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। মা বেঁচে আছেন অথচ মায়ের থেকে দূরে থাকতে হয় এমন প্রবাসী ভাইদেরও কষ্ট কেউ বুঝতে পারে না। শুধুমাত্র সেই লোকদের কথা চিন্তা করে আমরা আজকের মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছি। এবং এখানে তাদের জন্য সুন্দর কিছু স্ট্যাটাস উল্লেখ করেছি।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।