বিশ্ব মা দিবসের কবিতা ও ছন্দ ২০২৪

দুনিয়াতে মা ছাড়া আপন কেউ নেই। মা হচ্ছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ যা কোন কিছুর বিনিময়ে পাওয়া যায় না। যদিও মাকে ভালবাসতে কোন দিনক্ষণ লাগে না তবুও পৃথিবীতে মা দিবস একটি অন্যতম দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তাই এই মা দিবসে অনেকেই অনলাইনে মাকে নিয়ে অনেক কথা খুঁজে থাকেন, তাই বিশ্ব মা দিবস কবিতা ও ছন্দ পেতে আমাদের এই কন্টিনটি সম্পন্ন পড়বেন।

আজ ১৪ই মে। বিশ্ব মা দিবস। আজকে এই দিনে পৃথিবীর সকল মা কে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই।আমি যেমন আমার মাকে প্রচন্ড ভালোবাসি পৃথিবীর সকল মানুষই তার মাকে প্রচন্ড ভালোবাসে।এই পৃথিবীতে মায়ের সাথে কোন ব্যক্তিত্বের তুলনা হয়না। মায়ের চেয়ে এত আত্মত্যাগী পৃথিবীতে দ্বিতীয় জন নেই।

আব্রাহাম লিংকন মাকে নিয়ে একটি কথা বলেছিলেন ,আমি যা কিছু পেয়েছি যা কিছু হয়েছি অথবা যা হতে আশা করি তার জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার মায়ের কাছে ঋণী। তাই এই মা দিবসে আমরা মাকে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই।

মা দিবসের কবিতা

অন্যায় অত্যাচার, জুলুম আর হাজারো মিথ্যার এই পৃথিবীতে একমাত্র ভরসার নাম হচ্ছে মা। যার মাঝে মিশে আছে সহস্র আবেগ আর ভালোবাসা নিজের জীবন বাজি রেখে সন্তানকে লালন পালন করার দায়িত্ব নেওয়া মানুষটাই হচ্ছে মা। আর এই মাকে নিয়েই কালের কবি সাহিত্যিকরা লিখে গেছেন কবিতা গল্প উপন্যাস। তবুও যেন মাকে নিয়ে লেখার শেষ নেই। হাজার হাজার কলম ফুরিয়ে লক্ষ লক্ষ কাগজ ফুরিয়ে মাকে নিয়ে লিখতে গেলে সবকিছুই শেষ হওয়ার মতন কিন্তু মাকে নিয়ে লেখার অন্ত নেই।

তাই বিশ্ব মা দিবস উপলক্ষে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে অনেক কবিতা খুঁজে থাকেন। মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা নিজে দেওয়া হলো সেখান থেকে খুব সহজে কবিতা সংগ্রহ করে আপনার মাকে উৎসর্গ করে একটি কবিতা শেয়ার করতে পারেন।

মা পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম,
মা এর চেয়ে গভীর কোনো অনুভুতি হয় না,
মা প্রত্যেক সন্তানের সর্বপ্রথম দায়িত্ব যার প্রতি থাকে,
তাই কোনো মায়ের শেষ জীবন যেন বৃদ্ধাশ্রমে না কাটে,
সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃ ভক্তিতে
মাতৃ দিবসের শুভেচ্ছা।

সকাল থেকে রাত অবধি
মায়ের কাজ শেষ হয় না..
সামান্য জামা সেলাই থেকে
রান্নার কাজ অবধি
সব কাজ আমরা মায়ের উপর
ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্তে
আমরা জীবন যাপন করি..
তাই এই একটা দিন মা কে
মাতৃ দিবসের শুভেচ্ছা
জানালে আমাদের দায়িত্ব
শেষ হয়ে যায় না..।

প্রকৃতপক্ষে মা হচ্ছে এমন এক  উপহার যাকে নিয়ে কোটি কোটি বছর ধরে লিখেও শেষ করা যাবে না কোটি কোটি কবিতা হলেও মাকে ভালোবাসার শেষ হবে না। তবু আমাদের লেখা থেমে নেই প্রতিনিয়তই নতুন রূপে আবিস্কার করিয়ার অবাক হয়ে মাকে দেখে প্রতিটা মায়ের তার সন্তানের জন্য আর্শিবাদ।

মা দিবসের ছন্দ

পৃথিবীটা অনেক কঠিন, সবাইকে ছেড়ে চলে যায় আবার সবাইকে ভুলে যায় কিন্তু মাকে কখনো ভুলা যায় না। মা ছাড়া পৃথিবীতে কোন না কোন কিছুর কমতি আছে কিন্তু কমতি নেই মায়ের ভালোবাসায়। যে মা ৯ মাস ১০ দিন অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে সে আমার মা। মা ছাড়া পৃথিবীর পৃথিবীটা অন্ধকার। মা তোমাকে কারো সাথে তুলনা করা যায় না,মা তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর। বিশ্ব মা দিবস কবিতা ও ছন্দ পেতে আমাদের সাথে থাকেন।

মা কখনো হয়না পর
যতই আসুক তুফান ঝড়”
নারীর ভালোবাসা হতে পারে ছলনা
মা এর ভালোবাসা
পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা।

যার মা আছে সে কখনই গরীব নয়।

“মা”
মানে বেচেঁ থাকার
দ্বিতীয় অক্সিজেন।

আমি প্রথম দেখার ভালোবাসায় বিশ্বাসী,
কারণ চোখ খোলার পর থেকেই,
আমি আমার মা কে দেখেছি।

সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী , বিনয়ী সৎ , এবং নিষ্ঠাবান,আমার মা।

মা কে নিয়ে কবিতা

এই পৃথিবীর প্রতিটা মানুষ যখন আমাকে ঠকাতে আর কাঁদাতে ব্যস্ত মা তখন নিজেকে দিয়ে আমাকে বুকে নিতে প্রস্তুত। এর থেকে বড় পাওয়া একজন মায়ের কাছ থেকে আর কি হতে পারে। জীবনে উত্থান পতনে খারাপ সময়ে যে মানুষটা সাথে থেকে সাহস যুগিয়ে জীবন যুদ্ধ জয় করার স্বপ্ন দেখায় তিনিই মা। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া হাড়ভাঙ্গা খাটনি করে ঈদের মধ্যে সন্তানের নতুন জামা কিনে দেওয়ার আর অবহেলার সময় পাশে থেকে অনুপ্রেরণা দেওয়াই যেন মা। এজন্যই হয়তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের বেহেস্ত।

মা
– কাজী নজরুল ইসলাম
যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!

হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।

কত করি উৎপাত
আবদার দিন রাত,
সব স’ন হাসি মুখে, ওরে সে যে মা!
আমাদের মুখ চেয়ে
নিজে র’ন নাহি খেয়ে,
শত দোষী তবু মা তো তাজে না।

ছিনু খোকা এতটুকু,
একটুতে ছোট বুক
যখন ভাঙিয়া যেতো, মা-ই সে তখন
বুকে করে নিশিদিন
আরাম-বিরাম-হীন
দোলা দেয় শুধাতেন, ‘কি হোলো খোকন?’

আহা সে কতই রাতি
শিয়রে জ্বালায়ে বাতি
একটু আসুখ হলে জাগেন মাতা,
সব-কিছু ভুলে গিয়ে
কেবল আমায়ের নিয়ে
কত আকুলতা যেন জাগন্মাতা।

যখন জন্ম নিনু
কত আসহায় ছিনু,
কাঁদা ছাড়া নাহি জানিতাম কোন কিছু,
ওঠা বসা দূরে থাক-
মুখে নাহি ছিল বাক,
চাহনি ফিরিত শুধু আর পিছু পিছু।

তখন সে মা আমার
চুমু খেয়ে বারবার
চাপিতেন বুকে, শুধু একটি চাওয়ায়
বুঝিয়া নিতেন যত
আমার কি ব্যথা হোতো,
বল কে ওমন স্নেহে বুকটি ছাওয়ায়।

একজন সন্তানের শুভাকাঙ্ক্ষী আর চরম আস্থার মূল্য একমাত্র মা-ই দিয়েছেন। মায়ের সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা চলে না। কারণ এটা সৃষ্টিকর্তার অনন্য উপহার, তাইতো আমরা মাকে এতটা ভালবাসি।

সর্বশেষ কথা

পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যারা মাকে ভালোবাসেন না। যারা মাকে ভালবাসেন ,তারা অবশ্যই এই বিশ্ব মা দিবসে মাকে ভালবেসে, মাকে নিয়ে সামাজিক মাধ্যম বা যেকোনো ভাবে মাকে একবার হলেও বলুন,’ মা ‘আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আজকের পোস্টে বিশ্ব মা  দিবস কবিতা ও ছন্দ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা হয়েছে আশা করেছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।

আরও দেখুনঃ

বিশ্ব মা দিবস কবে ২০২৪

মা দিবসের ছবি, স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও বাণী ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *