এইচএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ – আবেদন করুণ

গত ৮ ই ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও পাশের হার অধিক সংখ্যক এবং বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করেছে। আবার অনেকের রেজাল্ট আশানুরূপ হয়নি বা অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও একটি বা দুইটি বিষয়ে ফেল এসেছে। এ কারণে অনেকেই আবার নতুন করে তাদের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে ইচ্ছুক। আপনি যদি আপনার এসএসসি পরীক্ষার ফলাফলের সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করতে হবে।

চ্যালেঞ্জ করার জন্য আপনাকে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন না করলে আপনার আবেদনটি বাতিল হিসেবে গণ্য হতে পারে। ইতিমধ্যেই অনেকেই ইন্টারনেটে এইচএসসি ফলাফল বোর্ড আবেদনের নিয়ম খুজতেছেন। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে কিভাবে আপনি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব।

বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগে?

আপনি কি এইচএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক? তাহলে আপনাকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগে তা জেনে নিতে হবে। সাধারণত কয়েকটি জিনিস প্রয়োজন হবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করার ক্ষেত্রে। নিজের দেওয়া লিস্ট থেকে সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগে তা জেনে নিন।

  • ১) পাবলিক পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার।
  • ২) যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ কিংবা খাতা পুন নিরীক্ষণ করবেন সেই বিষয়ের সাবজেক্ট কোড নাম্বার।
  • ৩) একটি টেলিটক প্রিপেইড সিম।
  • ৪) বোর্ড নির্ধারিত মূল্য ফি। (সিমের ব্যালেন্সে থাকতে হবে)।

বোর্ড চ্যালেঞ্জ করার সময়সীমা

গত ৮ই ফেব্রুয়ারি এইচএসসি ফলাফল প্রকাশ হয়েছে। আপনার রেজাল্ট যদি আশানুরূপ না হয়ে থাকে তাহলে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। সাধারণত ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করতে হবে।

বোর্ড চ্যালেঞ্জ করার নির্ধারিত সময় ০৯/০২/২০২৩ – ১৫/০২/২০২৩ পর্যন্ত।

এইচএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

বোর্ড চ্যালেঞ্জ করতে নিচের নিয়ম অনুযায়ী টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করতে হবে:

প্রথম ধাপঃ RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর

উদাহরণঃ ঢাকা বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় ১২৩৪৫৬ তবে তাকে আবেদন করার সময় লিখতে হবেঃ RSC<স্পেস>DHA<স্পেস>123456। এটি লিখার পর  ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে আপনাকে আবার আরেকটি মেসেজ লিখতে হবে।

দ্বিতীয় ধাপঃ এই পর্যায়ে ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি সচল মোবাইল নম্বর (যে কোন অপারেটর )

উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX। এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

Send করার পর ফিরতি SMS এ আবেদন Confirmation সংক্রান্ত একটি বার্তা আসবে। সেখানে Track নম্বর দেয়া থাকবে, যা আপনার আবেদন গ্রহণ করার Reference হিসেবে সংরক্ষণ করা যেতে পারে।

উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

সারা বাংলাদেশে গত ৮ই ফেব্রুয়ারি এক যোগে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। অনেকের ফলাফল আশানুরূপ না হওয়ায় তাদের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে ইচ্ছুক। এছাড়াও দেখা গেছে যে পরীক্ষা ভালো হওয়ার পরেও অনেকের এক বা দুই বিষয়ে ফেল এসেছে। তারা চাইলে আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়াটি টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

পুনঃনিরীক্ষণের জন্য সকল বোর্ডের শর্ট কোড

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সময় এসএমএসে বোর্ডের প্রথম তিন অক্ষর বা বোর্ডের শর্ট কোড লিখতে হয়। তাই আপনাদের সুবিধার্থে নিচের টেবিলে আমি বাংলাদেশের সকল বোর্ডের শর্ট কোড শেয়ার করেছি।

বোর্ডের নামশর্ট কোড
যশোরJES
কুমিল্লাCOM
চট্টগ্রামCHI
বরিশালBAR
রাজশাহীRAJ
মাদ্রাসাMAD
ঢাকাDHA
দিনাজপুরDIJ
ময়মনসিংহMYM
সিলেটSYL
কারিগরিTEC

সর্বশেষ কথা

এইচএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টে আমি আপনাদের সাথে কিভাবে আপনি এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। সময় শেষ হওয়ার আগেই আপনার এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *