বাংলাদেশের বাস কোম্পানির মধ্যে একটি হচ্ছে গ্রীন লাইন। এটি এসি ও নন এসি ডাবল ডেকার বা বিজনেস ক্লাস বাস রয়েছে। বাসটির ভাড়া ভ্রমণ সাপেক্ষে নির্ভর করে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন শহরে এই বাসের সরাসরি যোগাযোগ রয়েছে। একটি নির্ধারিত সময়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্য যাত্রা শুরু করে গ্রীন লাইন পরিবহন। গ্রীন লাইন বাস ঢাকা টু সিলেট ভাড়া এসি ও নন এসি বাসের জন্য নির্ধারন করে দেওয়া আছে। নিচের অংশ থেকে তাদের অনলাইন টিকিটের দাম, যাত্রী ভাড়া ও যাতায়াত সময় সূচি দেখেনিন।
গ্রীন লাইন বাস
এসি বাসে মধ্যে রয়েছে ডাবল ডেকার ও বিজনেস ক্লাস। এই দুটি বাসের ভাড়া দুই রকম। এছাড়া কম খরচে যাতায়াতের জন্য এদের নন এসি বাস আছে। সকাল ও রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্য যাত্রা শুরু করে থাকে। আবার সঠিক সময়ে সিলেট কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্য বাস ছেড়ে দেওয়া হয়। ঢাকার কয়েকটি শাখা থেকে গ্রীন লাইন বাস পাওয়া যাবে। যারা সিলেট কাউন্টার পৌঁছে দিবে। এদিকে সিলেটের কয়েক টি শাখাও গ্রীন লাইনের বাস কাউন্টার আছে। ঐ কাউন্টার গুলো থেকে ঢাকার বাসে উঠতে পারবেন।
গ্রীন লাইন বাস ঢাকা টু সিলেট ভাড়া
প্রীতিটি বাস কাউন্টারে গ্রীন লাইনের টিকিট পাওয়া যাবে। তবে এক একটি কাউন্টারে যাত্রী ভাড়া কিছুটা কম বেশি হয়ে থাকে। এখানে রয়েছে ডাবল ডেকার ও বিজনেস ক্লাস। এটি মূলত এসি বাস। গ্রীন লাইনের ঢাকা টু সিলেট ডাবল ডেক বাস ভাড়া ২০০০-২২০০ টাকা। তবে অনলাইন থেকে এই সকল বাসের ভাড়া আরও বেশি নিবে। সেখানে অনলাইন টিকিটের দাম ২৫০০ টাকা পর্যন্ত।
- ঢাকা টু সিলেট ভল্ভো বাস ভাড়া ৮০০-১০০০ টাকা।
- ঢাকা টু সিলেট স্ক্যানিয়া বাস ভাড়া ১০০০-১২০০ টাকা।
২০২২ সালে গ্রীন লাইন পরিবহনের ঢাকা টু সিলেট যাত্রী ভাড়া কমিয়ে ডাবল ডেকার ও বিজনেস ক্লাস ১২০০ টাকা করা হয়েছিলো। বর্তমানে এই টিকিটের দাম বেড়েছে। নন এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা বর্তমানে।
গ্রীন লাইন বাস ঢাকা টু সিলেট কাউন্টার
বনাগ্লাদেশের সকল বাসের জন্য বিভিন্ন স্থানে আলাদা আলাদা কাউন্টার আছে। গ্রীন লাইন পরিবহনের ঢাকা ও সিলেট এলাকায় কয়েক টি শাখায় এদের কাউন্টার পাওয়া যাবে। এই কাউণ্টার থেকে টিকিট ক্রয় করতে হবে। সঠিক ঠিকানা না জানায় সবাই গ্রীন লাইনের কাউন্টার গুলো খুঁজে পায় না। ঢাকা ও সিলেটের মধ্যে এই বাসের যত গুলো কাউন্টার আছে তা নিচের অংশে শেয়ার করেছি ।
এখানে দেওয়া যেকোনো কাউন্টার থেকে সিলেটের জন্য ঢাকা কাউণ্টার থেকে গ্রীন লাইন পরিবহন বাস পেয়ে যাবেন। অগ্রিম তিক্তিত প্রয়োজন হলে নিচে দেওয়া কাউন্টার নাম্বারে যোগাযোগ করতে পারেন।
- ফকিরাপুল বাস কাউন্টার নম্বর
টেলিফো ননম্বর: ০২-৭১৯১৯০০
মোবাইল নম্বর: ০১৭৩০০৬০০১৩ - কালা ব্যাগান বাস কাউন্টার নম্বর:
টেলিফোন নম্বর: 02-9133145
মোবাইল নম্বর: 01730-060006 - রাজারবাগ বাস কাউন্টার নম্বর
ঠিকানা: ঢাকা 1। কাউন্টার ঠিকানা: রাজারবাগ 9/2 আউটার সার্কুলার রোড, মোমেনবাগ, রাজারবাগ।
মোবাইল নম্বর: ০২-৯৩৪২৫৮০, ০২-৯৩৩৯৬২৩ - বিআরটিসি আন্তর্জাতিক বাস কাউন্টার নম্বর
মোবাইল নম্বর: 01730-060060 - গোলাপ বাগ বাস কাউন্টার নম্বর
মোবাইল নম্বর: 0447-8660011 - কল্যাণপুর খালেক পাম্প বাস কাউন্টার নাম্বার:
টেলিফোন নম্বর: 02-8032957
মোবাইল নম্বর: 01730-060080 - আরামবাগ বাস কাউন্টার নম্বর:
টেলিফোন নম্বর:০২-৭১৯২৩
মোবাইল নম্বর: ০১৭৩০-০৬০০০৯ - উত্তরা আবদুল্লাহপুর বাস কাউন্টার নম্বর
মোবাইল নম্বর: 01970-060076 - বাড্ডা বাস কাউন্টার নম্বর
মোবাইল নম্বর: 01970-060074 - NordA বাস কাউন্টার নম্বর
মোবাইল নম্বর: 01730-060098 - কল্যাণপুর সোহরাব বাস কাউন্টার
মোবাইল নম্বর: 01730-060081 - উত্তরা আজমপুর বাস কাউন্টার
মোবাইল নম্বর: 01970-060075 - ঠিকানা: চট্টগ্রাম: একে খান ১৪৯
মোবাইল: 031-751161, 01730-060021, 01 970-060021
গ্রীন লাইন বাস সিলেট যোগাযোগ নাম্বার
সিলেটের তিন টি অঞ্চলে গ্রীন লাইনের কাউন্টার আছে। সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টার নাম্বার ও যোগাযোগের ঠিকানা নিচের অংশে সংগ্রহ করে দিয়েছি ।
১। সিলেট সুবহানিঘাটঃ ০১৭৩০০৬০০৩৬
২। সিলেট হুমায়ুন রশিদ চত্বরঃ ০১৯৭০০৬০০৩৬
৩। সিলেট মাজারগেইটঃ ০১৯৭০০৬০০৩৪
গ্রীন লাইন পরিবহন ঠিকানা
বাংলাদেশের গ্রীন লাইন পরিবহনের একটি অফিসিয়াল বা হেড অফিস আছে। আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তাদের ঠিকানা ও যোগাযোগ নাম্বার সংগ্রহ করেছি। নিচে দেওয়া ঠিকানা থেকে যোগাযোগ করে তাদের সাথে হেড অফিস ভ্রমণ করুন।
9/2, আউটার সার্কুলার রোড, মোমেন বাগ, রাজারবাগ, ঢাকা – ১২১৭
টেলিফোন: +88 02 8315380,
ফ্যাক্স: + 088-02-8350003
ইমেল: greenline2009@gmail.com
ওয়েবসাইটঃ https://greenlinebd.com/
হটলাইন নম্বরঃ ১৬৫৫৭
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট
অনলাইনে এই বাস পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা টু সিলেট টিকিট সংগ্রহ করতে greenlinebd.com এই ঠিকানায় চলে যাবেন। সেখানে টিকিটের লোকেশন দিতে হবে। যেহেতু ঢাকা থেকে সিলেট যাবেন। তাই সেখানে ঢাকা টু সিলেট নির্বাচন করে নিবেন। এখান থেকে এসি ও নন এসি বাসের টিকিট পাওয়া যাবে। সাথে ডাবল ডেকার বা বিজনেস ক্লাস এর টিকিটও পাবেন। অগ্রিম টিকিট প্রয়োজন হলে যেকোনো সময়ে অনলাইনে অগ্রিম টিকিট বুকিং দিতে পারবেন। অনলাইনে সকল বাসের টিকিটের দাম বেশি।
গ্রীন লাইন পরিবহনের ঢাকা টু সিলেট বাসের সময়সূচী
সকাল ও রাত এই সময়ে ঢাকা টু সিলেট ও সিলেট টু ঢাকা বাস পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পড়ে গেলে তাদের বাস পাওয়া যাবে না। তাই ভ্রমণের পূর্বে গ্রীন লাইনের যাতায়াত সময় সূচি জেনে নেওয়া উচিৎ।
বাস অপারেটর | প্রথম ট্রিপ | শেষ ট্রিপ |
গ্রীন লাইন পরিবহন | সকাল ৭ঃ০০ মিনিট | রাত ১২ঃ৪৫ মিনিট |
লন্ডন এক্সপ্রেস | সকাল ৭ঃ৩০ মিনিট | রাত ১২ঃ০০ মিনিট |
এনা ট্রান্সপোর্ট | সকাল ৬ঃ০০ মিনিট | রাত ১২ঃ০০ মিনিট |
হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৫ঃ০০ মিনিট | রাত ১১ঃ৫০ মিনিট |
শ্যামলী এনআর ট্রাভেলস | সকাল ৫ঃ০০ মিনিট | রাত ১১ঃ৩০ মিনিট |
ঢাকা টু সিলেট যেতে কত সময় লাগে
সড়কপথে ঢাকা টু সিলেটের মোট দূরত্ব প্রায় ২৪৫ কিলোমিটার। এই পথ পারি দিতে এই বাসের ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। যদি সকল রাস্তা যানজট হীন থাকে তাহলে ৬ ঘণ্টার মধ্যেই যাওয়া যাবে। আর কিছু সময় পর পর রাস্তায় যানজট লেগে থাকলে ৭ ঘণ্টার উপর লাগতে পারে। এটা রাস্তার উপর নির্ভর করবে।
শেষ কথা
গ্রীন লাইনের আরও সকল বিভাগের জন্য আলাদা আলাদা বাস রয়েছে। যাদের যাত্রী ভাড়া এক এক রকম। এছাড়া ঢাকা ব্যাতিত অন্য যেকোনো স্থান থেকেউ গ্রীন লাইনের বাসে করে সিলেট যাওয়া যাবে। যার যাত্রী ভাড়া এর থেকে কম হতে পারে। এই পোস্টে শুধুমাত্র গ্রীন লাইন বাস ঢাকা টু সিলেট ভাড়া গুলো শেয়ার করা হয়েছে। যারা অন্য স্থান থেকে গ্রীন লাইন বাসের মাধ্যমে সিলেট যাবেন তারা এই বাস ভাড়া ফলো করবেন না।
আরও দেখুনঃ
গ্রীন লাইন বাস টিকেট প্রাইস, যাত্রী ভাড়া ও কাউন্টার ঠিকানা
গ্রীন লাইন বাস কাউন্টার নম্বর ও যোগাযোগের ঠিকানা
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।