ঢাকা শহরের বাজার এবং মার্কেটগুলো বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত। এখানে আপনি বিভিন্ন ধরনের পণ্য যেমন পোশাক, ইলেকট্রনিক্স, খাবার, গৃহস্থালি সামগ্রী এবং আরও অনেক কিছু পাবেন। ঢাকার সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় বাজারগুলোর একটি ঢাকা নিউ মার্কেট। এছাড়া সাভার নিউ মার্কেটও অনেক জনপ্রিয়। ঢাকা অন্যতম একটি শপিংমল হচ্ছে বসুন্ধারা শপিং কমপ্লেক্স। গুলশান ও বনানী মার্কেট ঢাকার অন্যতম অভিজাত অঞ্চল হিসেবে পরিচিত। এই রকম আরও শত শত মার্কেট আছে ঢাকা শহরে। তবে প্রতিটি মার্কেট সাপ্তাহিক একদিন বন্ধ থাকে। ঢাকার কোন মার্কেট কবে বন্ধ এগুলো জেনে মার্কেটে আসতে হবে।
ঢাকার কোন মার্কেট কবে বন্ধ
ঢাকা শহরের অধিক মার্কেট ২০০০ সালের আগের প্রতিষ্ঠিত। যুগের পর যুগ তারা নিজের ঐতিহ্য বহন করছে। এই সকল মার্কেট তাদের নিজস্ব রীতিনীতি মেনে চলে। প্রতি সপ্তাহে ৬ দিন মার্কেট খোলা রাখে এবং বাকি একদিন বন্ধ রাখে। সপ্তাহের ভিন্ন দিনে মার্কেট গুলো বন্ধ থাকে। তাই সবারই অজানা ঢাকার কোন মার্কেট কবে বন্ধ থাকে। নিচের তালিকায় ঢাকা মার্কেট বন্ধের দিন গুলো মার্কেট সহ সংগ্রহ করে দেওয়া হয়েছে।
শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ
আহসান মঞ্জিল, বাংলাবাজার, বংশাল, চাঙ্খারপুল, ধোলাইখাল, ধূপখোলা, দোলাইপাড়, দয়াগঞ্জ, ফরাশগঞ্জ, গেণ্ডারিয়া, গুলিস্থানের দক্ষিণ অংশ, জয়কালী মন্দির, জুরাইন, কোতোয়ালী থানা, করিমউল্লাহবাগ, লক্ষ্মীবাজার, লালবাগ, মীরহাজীরবাগ, নবাবপুর, পাটুয়াটুলী, পোস্তগোলা, সদরঘাট, শাঁখারী বাজার, শ্যামপুর, শ্যামবাজার, স্বামীবাগ, টিপু সুলতান রোড, তাঁতীবাজার, ওয়ারী, যাত্রাবাড়ীর দক্ষিন-পশ্চিম অংশ। এই সকল মার্কেট শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ থাকবে।
1. বাংলাবাজার বইয়ের দোকানগুলো
2. ফরাশগঞ্জ কাঠের আড়ত
3. শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার
4. বুড়িগঙ্গা সেতু মার্কেট
5. আলম সুপার মার্কেট
6. সামাদ সুপার মার্কেট
7. রহমানিয়া সুপার মার্কেট
8. ইদ্রিস সুপার মার্কেট
9. দয়াগঞ্জ বাজার
10. ধূপখোলা মাঠবাজার
11. দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
12. কাপ্তান বাজার
13. ঠাটারিবাজার
14. রাজধানী সুপার মার্কেট
15. চকবাজার
16. মৌলভীবাজার
17. ইমামগঞ্জ মার্কেট
18. বাবুবাজার
19. নয়াবাজার
20. ইসলামপুরের কাপড়ের বাজার
21. পাটুয়াটুলী ইলেকট্রনিকস ও অপটিক্যাল মার্কেট
22. নয়ামাটি এক্সেসরিস মার্কেট
23. শরিফ ম্যানশন
24. ছোট ও বড় কাটরা পাইকারি মার্কেট
25. বেগমবাজার
26. তাঁতীবাজার
27. নবাবপুর রোড ও নর্থসাউথ রোডের দোকানপাট
28. আজিমপুর সুপার মার্কেট
29. ফুলবাড়িয়া মার্কেট
30. সান্দ্রা সুপার মার্কেট
31. গুলিস্তান হকার্স মার্কেট
32. সুন্দরবন স্কোয়ার মার্কেট
রোববার পূর্ণ ও সোমবার অর্ধ দিবস বন্ধ
আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড় এই এলাকার সকল মার্কেট রোববার পূর্ণ ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে।
1. বিসিএস কম্পিউটার সিটি
2. পল্লবী সুপার মার্কেট
3. মিরপুর বেনারসী পল্লী
4. ইব্রাহীমপুর বাজার
5. ইউএই মৈত্রী কমপ্লেক্স
6. বনানী সুপার মার্কেট
7. ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২
8. গুলশান পিংক সিটি
9. মোল্লা টাওয়ার
10. আল-আমিন সুপার মার্কেট
11. রামপুরা সুপার মার্কেট
12. মালিবাগ সুপার মার্কেট
13. তালতলা সিটি কর্পোরেশন মার্কেট
14. কমলাপুর স্টেডিয়াম মার্কেট
15. গোরান বাজার
16. আবেদিন টাওয়ার
17. ঢাকা শপিং সেন্টার
18. আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স
19. মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট
মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া এই সকল অঞ্চলের মার্কেট মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ থাকে।
1. হাতিরপুল বাজার
2. মোতালেব প্লাজা
3. ইস্টার্ন প্লাজা
4. বসুন্ধরা সিটি শপিং মল
5. গ্রিন সুপার মার্কেট
6. ফার্মভিউ সুপার মার্কেট
7. সৌদিয়া সুপার মার্কেট
8. সেজান পয়েন্ট
9. লায়ন শপিং সেন্টার
10. নিউমার্কেট
11. চন্দ্রিমা মার্কেট
12. নিউ সুপার মার্কেট
13. গাউছিয়া মার্কেট
14. চাঁদনি চক
15. নূর ম্যানশন
16. বাকুশাহ মার্কেট
17. ইসলামিয়া মার্কেট
18. ধানমন্ডি হকার্স মার্কেট
19. ইস্টার্ন মল্লিকা
20. গ্লোব শপিং
21. বদরুদ্দোজা মার্কেট
22. নূরজাহান মার্কেট
23. প্রিয়াঙ্গন শপিং সেন্টার
24. গাউসুল আযম মার্কেট
25. এলিফ্যান্ট রোড
26. রাইফেল স্কয়ার
27. এআরএ শপিং সেন্টার
28. অরচার্ড পয়েন্ট
29. ক্যাপিটাল মার্কেট
30. ধানমন্ডি প্লাজা
31. মমতাজ প্লাজা
32. মেট্রো শপিং মল
33. প্লাজা এআর
34. প্রিন্স প্লাজা
35. রাপা প্লাজা
36. অর্কিড প্লাজা
37. কেয়ারি প্লাজা
38. আনাম র্যাংগস প্লাজা
39. কারওয়ান বাজার ডিআইটি মার্কেট
40. কাব্যকস সুপার মার্কেট ও কিচেন মার্কেট
বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলখেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু এই অঞ্চলের মার্কেট প্রতি বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ থাকবে।
1. লুত্ফন শপিং টাওয়ার
2. হাকিম টাওয়ার
3. হল্যান্ড সেন্টার
4. নুরুন্নবী সুপার মার্কেট
5. সুবাস্তু নজরভ্যালি
6. যমুনা ফিউচার পার্ক
7. রাজলক্ষ্মী কমপ্লেক্স
8. রাজউক সেন্টার
9. একতা প্লাজা
10. মান্নান প্লাজা
11. বন্ধন প্লাজা
12. কুশল সেন্টার
13. এবি সুপার মার্কেট
14. আমীর কমপ্লেক্স
15. মাসকাট প্লাজা
16. এস আর টাওয়ার
17. পুলিশ কো-অপারেটিভ মার্কেট
18. রাজউক কসমো
বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা গুলোর মার্কেট বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ।
নিচে তালিকা আকারে নামগুলো দেওয়া হলো:
1. মোহাম্মাদপুর টাউন হল মার্কেট
2. কৃষি মার্কেট
3. আড়ং
4. বিআড়টিসি মার্কেট
5. শ্যামলী হল মার্কেট
6. মুক্তিযোদ্ধা সুপার মার্কেট
7. মাজার কর্পোরেট মার্কেট
8. মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স
9. শাহ্ আলী সুপার মার্কেট
10. মিরপুর স্টেডিয়াম মার্কেট
11. মৌচাক মার্কেট
12. আনারকলি মার্কেট
13. আয়েশা শপিং কমপ্লেক্স
14. কর্নফুলি গার্ডেন সিটি
15. কনকর্ড টুইং টাওয়ার
16. ইস্টার্ন প্লাস
17. সিটি হার্ট
18. জোনাকি সুপার মার্কেট
19. গাজী ভবন
20. পল্টন সুপার মার্কেট
21. স্টেডিয়াম মার্কেট-১
22. স্টেডিয়াম মার্কেট-২
23. গুলিস্তান কমপ্লেক্স
24. রমনা ভবন
25. খাদ্দার মার্কেট
26. পীর ইয়ামেনি মার্কেট
27. বাইতুল মুকাররম মার্কেট
28. আজিজ কো-অপারেটিভ মার্কেট
29. সাকুরা মার্কেট
ঢাকায় মার্কেট বন্ধের সময়সূচী বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টারের ভিত্তিতে আলাদা হতে পারে। অধিকাংশ মার্কেট সাধারণত সপ্তাহে একদিন বন্ধ থাকে। এই দিনটি সাধারণত শুক্রবার বা রবিবার হতে পারে, যদিও কিছু মার্কেট শনিবারও বন্ধ থাকে। আপনি কোন মার্কেটে শপিং করতে যাবেন, ঐ মার্কেট সাপ্তাহিক বন্ধের দিন জেনে নিবেন। কেননা এক এক মার্কেট এক এক দিনে বন্ধ থাকে।
আরও দেখুনঃ
মঙ্গলবার কোন কোন মার্কেট বন্ধ [তালিকা]
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।