ঢাকা চকবাজার কিভাবে যাব [লোকেশন ও ঠিকানা]

চকবাজার একটি পাইকারি মার্কেট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দোকানে যে সকল পণ্য পাওয়া যায়, তার অনেক পণ্য এই মার্কেট থেকে নেওয়া হয়। এই বাজারের সকল পণ্যর দাম অন্যান্য এলাকার তুলনায় অনেক কম। সাধারণ দোকানে বর্তমানে যে পণ্য ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়, এই বাজারে সেগুলো ৫ টাকার মধ্যেই পাওয়া যাবে। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ঢাকা চকবাজার আসা যাবে। এখানে সরাসরি অইনেক বাস যাতায়াত করে। ঢাকার মিরপুর, ফার্মগেট, গাবতলি ও অন্যান্য অঞ্চল থেকে খুব সহজে বাস, ট্যাক্সি বা রিক্সার মাধ্যমে ঢাকা চকবাজার আসা যাবে। ঢাকা চকবাজার কিভাবে যাব জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

ঢাকা চকবাজার কিভাবে যাব

ঢাকার চকবাজার একটি ঐতিহাসিক ও বিখ্যাত বাজার, যা পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এই বাজারের ইতিহাস বেশ পুরনো, মুঘল আমল থেকে এর শুরু। চকবাজার মূলত বিভিন্ন ধরনের পণ্যের জন্য প্রসিদ্ধ। এখানে খাদ্য, পোশাক ও জুয়েলারি পণ্য সহ অনেক কিছু পাইকারি মূল্য পাওয়া যায়। যার কারণে ঢাকা ও এর বাইরের অঞ্চল থেকেও অনেক মানুষ এখানে আসে। ঢাকার বাইরে থেকে চকবাজার আসার জন্য বাস ও ট্রেনের ব্যবস্থা আছে। আর ঢাকার ভিতরে বা চকবাজারের আশে-পাশের অঞ্চল থেকে এখানে আসতে রিক্সা, বাস ও মেট্রো রেল ও পাবেন।

যদি আপনি ঢাকার মধ্যে থাকেন, আপনি রিকশা, সিএনজি, বা ট্যাক্সি ব্যবহার করতে পারেন। গুগল ম্যাপস বা অন্যান্য নেভিগেশন অ্যাপ ব্যবহার করে সরাসরি চকবাজারের ঠিকানা দিয়ে অনুসরণ করতে পারেন। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে চকবাজারে যাওয়া যায়। মালিবাগ, গুলিস্তান, নিউ মার্কেট, শাহবাগ এলাকা থেকে সরাসরি চকবাজারগামী বাস পাওয়া যায়। তাই বাস ব্যবহার করে ঐ অঞ্চল থেকে চকবাজার আসবেন। ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় আপনি উত্তরা থেকে যাত্রা শুরু করে গুলিস্তান পর্যন্ত যেতে পারেন।

এরপর গুলিস্তান থেকে রিকশা বা সিএনজি ব্যবহার করে চকবাজারে পৌঁছাতে পারবেন। যদি আপনি সদরঘাট বা কোনো নিকটবর্তী নদীবন্দর থেকে আসতে চান, তাহলে আপনি নৌকা ব্যবহার করে বুড়িগঙ্গা নদী পার হয়ে চকবাজারে পৌঁছাতে পারেন। খুব সহজে চকবাজারের লোকেশন পেতে গুগল ম্যাপ ব্যবহার করবেন। সেখানে লাইভ লোকেশন পাওয়া যাবে।

ঢাকা চকবাজার কোথায় অবস্থিত

ঢাকার চকবাজার পুরান ঢাকায় অবস্থিত, যা শহরের পুরাতন অংশে এবং অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের কেন্দ্রবিন্দু। এটি ঢাকার সদরঘাটের কাছাকাছি, বুড়িগঙ্গা নদীর উত্তরে অবস্থিত। চকবাজার এলাকা মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পড়ে এবং এটি পুরান ঢাকার অন্যতম প্রধান বাজার ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত।

ঠিকানাঃ চকবাজার, পুরান ঢাকা, ঢাকা-১১০০,
বাংলাদেশ।

ঢাকা চকবাজার যাওয়ার সহজ উপায়

যদি ঢাকার ভিতর থেকে যান তাহলে বাস, সিএনজি বা রিক্সার মাধ্যমে খুব সহজে যেতে পারবেন। যেকোনো যানবাহনে উঠে পুরান ঢাকায় চলে আসবেন। এর আশে পাশেই চকবাজার অবস্থিত। পুরাণ ঢাকায় নেমে গুগল ম্যাপ ফলো করতে পারেন। এছাড়া আপনি যে লোকেশনে আসেন সেখান থেকেই গুগল ম্যাপ ফলো করবেন। তাহলে খুব সহজে ঢাকা চকবাজার যেতে পারেন।

চকবাজার এলাকা বেশ ঘনবসতিপূর্ণ এবং ব্যস্ত, বিশেষ করে পিক আওয়ারে। তাই যানজট এড়াতে যথেষ্ট সময় হাতে নিয়ে যাত্রা শুরু করতে হবে। চকবাজারের গলিগুলো সংকীর্ণ ও জনবহুল হতে পারে। তাই ভিড় এবং গলি-মোড়ের পথচলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। চকবাজার শুধু কেনাকাটার জন্য নয়, বরং এটি পুরান ঢাকার ঐতিহ্য ও ইতিহাসের একটি অংশ। এটির স্থাপত্য ও পরিবেশ থেকে পুরনো ঢাকার সংস্কৃতির ছোঁয়া পাবেন।

আরও দেখুনঃ

নীলক্ষেত বই মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

মৌচাক মার্কেট কবে বন্ধ থাকে [সাপ্তাহিক ছুটি]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *