[জেলা ভিত্তিক] ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ – প্রাথমিক বৃত্তি ফলাফল PDF

২০২২ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট গতকাল দুপুরে প্রকাশ করা হয়েছিল। কিন্তু কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল প্রকাশের চার ঘন্টা পর তা স্থগিত ঘোষণা করা হয়েছিল। স্থগিতকৃত ফলাফলটি পুনরায় আজকে (০১ মার্চ ২০২৩) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সকল শিক্ষার্থীগণ এবং তাদের অভিভাবকগণ www.dpe.gov.bd এই লিংকে ভিজিট করার মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন। সারা দেশের প্রায় ৬ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

ইতিমধ্যেই অনেকেই ইন্টারনেটে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম খুঁজতেছেন। বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব তারা জানতে চায়। তাই আজকের এই পোস্টে আমি এখন আপনাদের সাথে বৃত্তি পরীক্ষার ফলাফল কিভাবে অনলাইন থেকে এবং মোবাইল মেসেজ পাঠিয়ে দেখতে পারবেন তা জানাবো।

এখনো গতকালকের স্থগিতকৃত পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত ফল বুধবার (১ মার্চ) রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা সোয়া সাতটায় তিনি বলেন, রাত ১২টার মধ্যেই প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য আহবান জানিয়েছেন তিনি।

আপনি যদি পরীক্ষায় অংশগ্রহনকৃত পরীক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পোষ্টের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সন্তান বা আত্মীয়-স্বজন ট্যালেন্টপুল নাকি সাধারণ বৃদ্ধি পেয়েছে তা খুব সহজেই চেক করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ পোস্টটি দেখে নেওয়া যাক।

ব্রেকিংঃ স্থগিতকৃত ৫ম শ্রেণীর বৃত্তি ফলাফল আজকে প্রকাশ হয়েছে।

৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪

গত বছর শেষের দিকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সর্বশেষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত ১৪ই ফেব্রুয়ারি এই ফলাফল প্রকাশের একটি প্রাথমিক তারিখ ঘোষণা করা হয়েছিল। তারা জানিয়েছিল যে ফেব্রুয়ারির ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হবে।

অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। গত ২৮ শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দুপুর বারোটায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। আজকে পুনরায় আবার www.dpe.gov.bd এই ওয়েবসাইট ফলাফল প্রকাশ করা হবে। বিকেলের মধ্যে ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো এই রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। ফলাফল সংশোধনের কাজ চলমান রয়েছে এবং আজকে রাত ১২ টার মধ্যেই তার প্রকাশ করা হবে।

কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়েছে যে, এবার প্রাথমিকে বৃত্তি পাবে সর্বমোট সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে।

তারা আরো জানিয়েছে যে এই বছর ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন। সুতরাং আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে আপনার সন্তান বা আপানার আত্মীয় স্বজন ট্যালেন্টপুল নাকি সাধারণ গেটে বৃত্তি পেয়েছে।

যে কারণে স্থগিত হয়েছিল প্রাথমিক বৃত্তির ফলাফল

গত ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারি দুপুরে প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ বিকালে, প্রাথমিকের বৃত্তির ফল স্থগিতের বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে বলে আধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা জানিয়েছে যে প্রকাশিত বৃত্তির ফল পুনঃযাচাই করার জন্য তা স্থগিত করা হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল টি পুনরায় ০১ মার্চ ২০২৩ তারিখ বিকেলে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। বৃত্তির ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো

গতকালকের স্থগিতকৃত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চলতি বছরের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট পুনরায় আজকে আবার প্রকাশ করা হবে। কিন্তু অনেকেই এই ফলাফল কিভাবে চেক করবে তা জানে না। এজন্য তারা ইন্টারনেটে পঞ্চম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব তা জানতে চেয়েছেন। আপনাকে জানাতে চাই যে খুব সহজেই অনলাইন থেকে এবং আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে এ ফলাফল চেক করতে পারবেন।

প্রথমত আপনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে পরীক্ষার্থীর নাম্বারের সাহায্যে ফলাফল চেক করতে পারবেন। কিন্তু অনেক সময় অতিরিক্ত চাপের কারণে সার্ভারটি কাজ নাও করতে পারে। ঠিক সেই সময় বিকল্প পদ্ধতি অর্থাৎ আপনার মোবাইল থেকে একটি মেসেজ পাঠিয়ে ফলাফলটি জেনে নিতে পারবেন।

বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখুন এখানে ক্লিক করে

অনলাইন থেকে বৃত্তি পরীক্ষার ফলাফল দেখুন

আজকে বিকেলের দিকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এর ওয়েবসাইটে গতকালের স্থগিত ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারপরই http://www.dpe.gov.bd/ লিংকে ভিজিট করে শিক্ষার্থীর রোল নাম্বারের সাহায্যে অনলাইন থেকে ফলাফল চেক করা যাচ্ছে । আপনি যদি অনলাইন থেকে ফলাফল দেখার প্রক্রিয়া না জেনে থাকেন তাহলে দয়া করে নিচের দেখানো ধাপগুলো অনুসরণ করুন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল যেভাবে দেখবে:-

  • প্রথমে http://www.dpe.gov.bd/ ভিজিট করুন
  • এবার উপরের ”সমাপনী ও বৃত্তির ফলাফল” ক্যাটাগরিতে ক্লিক করুন অথাবা সরাসরি এই লিংকে ক্লিক করুন
  • এবার নিচের ছবির মত প্রদর্শিত হবে।
  • নির্বাচন করুন অপশন থেকে “ রোল নাম্বার অনুসারে একক ফলাফল” অপশনটি সিলেক্ট করুন।
  • প্রাথমিক শিক্ষা সমাপনি বা ইবতেদায়ি রেজাল্ট সিলেক্ট করুন।
  • পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা, রোল লিখুন।
  • এবার সমর্পন বাটনে ক্লিক করুন ও ফলাফল দেখুন।
  • স্কিনে আপনার ট্যালেন্টপুল অথবা সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তির ফলাফল প্রদর্শিত হবে।

মোবাইলে মেসেজ পাঠিয়ে বৃত্তি পরীক্ষার ফলাফল দেখুন

অনেক শিক্ষার্থীর অভিভাবকের কাছে স্মার্টফোন বা কম্পিউটার থাকে না। আবার অনেকেই অনলাইন সম্পর্কে তেমন ধারণাও রাখেন না। তাদের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ কর্তৃক আজকের প্রকাশিত ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফলটি মোবাইল মেসেজ পাঠিয়ে দেখার ব্যবস্থা রেখেছে। আপনার হাতে থাকা বাটন মোবাইলের মাধ্যমে ছোট একটি মেসেজ পাঠিয়ে এই ফলাফল চেক করতে পারবেন। নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখে নিন।

SMS এর মাধ্যমে ফলাফল দেখতে আপনার ফোনের মেসেজ অপশনে প্রবেশ করুন, তারপর লিখুন DPE < স্পেস > Student ID Number < স্পেস > 2022 এবং সর্বশেষ মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরনঃ DPE 1516178121314 2022 send 16222

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৪ pdf

গতকালকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করার পরে পুনরায় আজকে ইতোমধ্যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। অনেকেই ইন্টারনেটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ পিডিএফ আকারে সংগ্রহ করতে ইচ্ছুক। ইতোমধ্যে মন্ত্রণালয় কর্তৃক জেলা ভিত্তিক ফলাফল প্রকাশ করেছে।

সর্বমোট ৬ লক্ষ শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ হাজার ৫০০ জনকে বৃত্তি প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে ৩৩ হাজার জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং বাকি ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। আপনি যদি বৃত্তির এই ফলাফলটি জেলা ভিত্তিক সংগ্রহ করতে চান, তাহলে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন।

বৃত্তি ফলাফল PDF

প্রাথমিক বৃত্তি পাবে কত জন শিক্ষার্থী?

করোনার আগের সময়গুলোতে পঞ্চম শ্রেণীর বার্ষিক সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রণয়ন করা হতো। কিন্তু করোনার কারণে প্রায় তিন বছর যাবত এই পরীক্ষা স্থগিত রয়েছে। সর্বশেষ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

ইতোমধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষার পুরস্কার স্বরূপ দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। প্রথমত ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডের বৃত্তির ব্যবস্থা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

এবার অনেকের মনে প্রশ্ন জাগে বা জানতে চাই যে প্রাথমিক বৃদ্ধি পাবে কতজন শিক্ষার্থী। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৩৩ হাজার জন মেধা বৃত্তি এবং ৪৯ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে । এখন ফলাফলের ভিত্তিতে তা বণ্টন করা হবে।

PSC Scholarship Result

সর্বশেষ কথা

সর্বমোট ৬ লক্ষ পরীক্ষার্থীর মধ্য থেকে মাত্র ৮০ হাজার জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। আশা করি আজকের পোস্টে দেখানো ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন তা খুব সহজেই বুঝতে পেরেছেন। আপনার সন্তান যদি এই বৃত্তি প্রাপ্ত হয়ে থাকে তাহলে আপনাকে এবং আপনার সন্তানকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আরও দেখুনঃ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৪ – www.dpe.gov.bd

স্থগিতকৃত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৪ – ৫ম শ্রেণীর রেজাল্ট

4 thoughts on “[জেলা ভিত্তিক] ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ – প্রাথমিক বৃত্তি ফলাফল PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *