বয়স্ক ভাতা প্রাপ্ত সকলের জন্য সুখবর। ইতোমধ্যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক ভাতা টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়ার সিস্টেম চালু করেছে। এর পূর্বে একটি নির্দিষ্ট অফিস থেকে এই টাকা সংগ্রহ করা লাগতো। যেহেতু এটি শুধুমাত্র বয়স্ক লোকদেরকে দেওয়া হয়ে থাকে, সেহেতু অনেক দূরে গিয়ে এই বয়স্ক ভাতা টাকা সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য হয়ে যেত।
এই সমস্যা নিরসনের উদ্দেশ্যে ইতোমধ্যে বর্তমানে চারটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক ভাতা টাকা প্রদান করা হয়ে থাকে। এ মুহূর্তে বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ, শিওর ক্যাশ, রকেট ডাচ বাংলা এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। কিভাবে আপনি এই মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে বয়স্ক ভাতা টাকা পেতে পারেন এবং কিভাবে টাকা চেক করবেন সে সম্পর্কে জানানোর চেষ্টা করব।
বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং
তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমান সময়ে প্রায় সকলের হাতেই মোবাইল ফোন রয়েছে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর তাদের বয়স্ক ভাতা প্রদানের কার্যক্রমটি একটি অন্যতম স্তরে নিয়ে পৌঁছেছে। পূর্বে যেখানে বয়স্ক ভাতা তার টাকা সংগ্রহ করার সময় অনেক ভোগান্তি পোহাতে হতো বর্তমানে তার অবসান ঘটেছে। কেননা বর্তমানে বয়স্ক বা তার টাকাগুলো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। এই মুহূর্তে সর্বমোট চারটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা গ্রহণ করা যাচ্ছে।
আপনি যদি আপনার বয়সকে ভাতার টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে পেতে চোখ হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম চারটির মধ্যে যেকোন একটি মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলতে হবে। এরপর আপনাকে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক ভাতা টাকা প্রাপ্তির আবেদন করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময় পর আপনার টাকাটি মোবাইল ব্যাংকিং এ চলে আসবে।
এর পরবর্তী ধাপে আপনার নিকটস্থ যে কোন মোবাইল ব্যাংকিং এজেন্ট দোকান থেকে এই টাকাগুলো উত্তোলন করতে পারবেন। এখানে আরও একটি সুবিধা সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়টি মোবাইল ব্যাংকিং এর টাকা উত্তোলন করার যে চার্জ রয়েছে সেটিসহ পাঠিয়ে থাকে। সুতরাং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিয়ে আসলে আপনি পুরো টাকাটাই আপনার হাতে পাবেন।
মাঝে মাঝে দেখা যায় যে অনেক মানুষই মোবাইল সম্পর্কে তেমন বুঝতে পারে না এ সময় তারা কিছুটা অসুবিধায় পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক ভাতার টাকা তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসছে কিনা সেটিও জানতে পারে না। এই সমস্যা নিরসনের জন্য আপনি খুব সহজেই আপনার পার্শ্ববর্তী যারা বয়স্ক ভাতার টাকা পেয়ে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনার নিকটবর্তী যে কোন মোবাইল ব্যাংকিং সার্ভিস এর দোকানে গিয়ে আপনার বয়স্ক ভাতার টাকা এসেছে কিনা সেটা চেক করতে পারেন।
নগদ, বিকাশ, শিওর ক্যাশ, রকেট এর মাধ্যমে বয়স্ক ভাতা
পরীক্ষামূলকভাবে সমাজসেবা অধিদপ্তর বর্তমানে সাতটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক ভাতা টাকা প্রদান করে যাচ্ছে। বর্তমানে নগদ বিকাশ শিওর ক্যাশ ও রকেটের মাধ্যমে এ টাকা গ্রহণ করা যায়। আপনি যদি এনালগ পদ্ধতি বাদ দিয়ে বর্তমান প্রযুক্তির কল্যাণের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে আপনার বয়স্ক ভাতার টাকা পেতে ইচ্ছে করে থাকেন তাহলে আজকেই আপনার নিকটবর্তী যেকোন এজেন্ট পয়েন্টে গিয়ে নগদ বিকাশ শিওর ক্যাশ অথবা রকেট মোবাইল ব্যাংকিং এর একটি একাউন্ট খুলে ফেলুন।
মোবাইল ব্যাংকিং সেবা বর্তমানে অনেক জনপ্রিয়। এছাড়াও এখানে যে চারটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই টাকা প্রদান করা হয়ে থাকে সেগুলো বেশ জনপ্রিয়। আপনি খুব সহজেই হাতের নাগালেই যে কোন এজেন্ট ব্যাংকিং মোবাইল দোকান থেকে আপনার বয়স কত টাকা উত্তোলন করতে পারবেন।
বয়স্ক ভাতার টাকা দেখার নিয়ম
কয়েকটি সহজ ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি মোবাইল থেকেই বয়স্ক ভাতা টাকা দেখতে পারবেন। ইতোমধ্যেই আমরা জানি যে ডিজিটাল যুগে বয়স্ক ভাতা সম্পর্কিত সকল কাজকে সহজ করার লক্ষ্যে বয়স্ক ভাতার টাকাগুলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এর আগে এই টাকাগুলো একটি নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে সংগ্রহ করা লাগতো। যেহেতু এটি একটি নতুন সিস্টেম এবং অনেক বৃদ্ধ মানুষ এই সিস্টেমটি এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি। তাই তারা বয়স্ক ভাতার টাকা দেখার নিয়ম সম্পর্কে জানতে ইচ্ছুক।
আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে বয়স্ক ভাতা টাকা চেক করতে পারবেন। আপনি যে মোবাইল ব্যাংকিং সার্ভিস এর মাধ্যমে আপনার বয়স্ক ভাতা টাকা পেয়েছেন সেই মোবাইল ব্যাংকিং সার্ভিস এর মেনু থেকে এটি চেক করা যাবে। আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে এ টাকা চেক করতে পারবেন।
সর্বশেষ কথা
বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ, শিওর ক্যাশ, রকেট ডাচ বাংলা নিয়ে লিখিত আজকের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে দেখিয়েছি কিভাবে আপনি বয়স্ক পাতার টাকা আপনার নগদ বিকাশ শিওর ক্যাশ বা ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এছাড়াও ইতিমধ্যেই আমি আপনাদের সাথে কিভাবে বয়স্ক ভাতার টাকা চেক করতে হয় সে সম্পর্কেও জানানোর চেষ্টা করেছি। আশা করি এখানে দেখানো প্রত্যেকটি ধাপ আপনি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে তাহলে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাবেন।
আরও দেখুনঃ
অনলাইনে প্রতিবন্ধী আইডি কার্ড আবেদন করার নিয়ম ২০২৩
শিশু ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩ – আবেদন ফরম
বিভিন্ন প্রকার ভাতার টাকা মোবাইলে দেখার নিয়ম ২০২৩
বয়স্ক ভাতা কি ও কত সালে চালু হয় এবং কত টাকা দেয়া হয়?
বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৩
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
আমার দাদুর বয়স্ক ভাতাটি এখনো তিনি পান নি। সর্ব শেষ অক্টোবর মাসে পেয়েছিল। অনুগ্রহ করে জানানো যাবে কি পরবর্তী ভাতা তিনি কবে পাবেন?
ঠিকানা: পূর্ব আহমেদ নগর, মিরপুর -১, ঢাকা -১২১৬।