৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর

আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।পাকিস্তান নামের রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। ১২ আগস্ট প্রকাশিত র্যাডক্লিপ রোয়েদাদে পূর্ব বঙ্গ ও পশ্চিম বঙ্গেঁর মধ্যে সীমানা আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠা হলো ১৯৪৭ সালের ১৪ আগস্ট। পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ-পূর্ব পাকিস্তান। পূর্ব থেকে জনগণ আশা করেছিলেন, এবার তাঁদের আশা-আকাঙ্খা পূরণ হবে। তাঁদের প্রত্যাশিত স্বাধীনতা নতুন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। নিচে থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর দেখুন।

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ঘরে ঘরে দুর্গ’ গড়ে তোলার ডাক দেন ১৯৭১ এর কত মার্চ?

ক. ২ মার্চ
খ. ৩ মার্চ
গ. ৭ মার্চ
ঘ. ২৫ মার্চ

উত্তরঃ গ 

২. মার্ক টালি কোন প্রতিষ্ঠানের সাংবাদিক ছিলেন?

ক. বিবিসি
খ. ভয়েস অব আমেরিকা
গ. আকাশবাণী
ঘ. সিএনএন

উত্তরঃ ক 

৩. বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে ১৯৭১ সালের নভেম্বর মাসে কোন বাহিনী গঠিত হয়?

ক. সেনাবাহিনী
খ. যৌথবাহিনী
গ. গেরিলা বাহিনী
ঘ. গোয়েন্দা বাহিনী

উত্তরঃ খ 

৪. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?

ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ২৫ মে
ঘ. ১৯৭১ সালের ১ জুন

উত্তরঃ খ 

৫. বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার কাকে বিশেষ দূত নিয়োগ করেন?

ক. বিচারপতি কামাল আহমেদ
খ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গ. মোহাম্মদ কামরুজ্জামান
ঘ. তাজউদ্দীন আহমদ

উত্তরঃ খ 

৬. জাতিসংঘে বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে কয়টি দেশ?

ক. ২৬টি
খ. ৩১টি
গ. ৪৭টি
ঘ. ৫৯টি

উত্তরঃ গ 

৭. জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?

ক. লিবারেশন কনসার্ট
খ. কনসার্ট ১৯৭১
গ. বাংলাদেশ কনসার্ট
ঘ. কনসার্ট মাই কান্ট্রি

উত্তরঃ গ 

৮. সাইমন ড্রিং কে ছিলেন?

ক. একজন রাজনীতিবিদ
খ. একজন সাংবাদিক
গ. একজন গায়ক
ঘ. একজন রাষ্ট্রদূত

উত্তরঃ খ 

৯. ‘সংবাদ পরিক্রমা’ অনুষ্ঠানটি কোথা থেকে প্রচারিত হতো?

ক. বিবিসি
খ. আকাশবাণী
গ. বাংলা বেতার কেন্দ্র
ঘ. ভয়েস অব আমেরিকা

উত্তরঃ ক 

১০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

ক. চরমপত্র
খ. সংবাদ পরিক্রমা
গ. বজ্রসাহস
ঘ. চরমপাঠ

উত্তরঃ ক

১১.  প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলাযোদ্ধারা কোন সময়ে দেশে প্রবেশ করে যুদ্ধ করেন?

ক. জুন মাসে
খ. জুলাই মাসে
গ. আগস্ট মাসে
ঘ. মে মাসে

উত্তরঃ ক

১২. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে?

ক. ৩টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ১১টি

উত্তরঃ ঘ 

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেটি কেমন ধরনের ভাষণ ছিল?

ক. লিখিত
খ. অলিখিত
গ. মুখস্থ
ঘ. তাত্ক্ষণিক

উত্তরঃ খ 

১৪. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে কে নেতৃত্ব প্রদান করেন?

ক. এ কে খন্দকার
খ. জেনারেল ওসমানী
গ. লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
ঘ. জেনারেল স্যাম মানেকশ

উত্তরঃ গ 

১৫. মুজিবনগর সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?

ক. মনসুর আলী
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ. মোজাফফর হোসেন

উত্তরঃ খ 

১৬. মুক্তিযুদ্ধের সময় কত তারিখ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরাপদ এলাকা ঘোষণা করা হয়?

ক. ১০ ডিসেম্বর
খ. ১২ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ১৫ ডিসেম্বর

উত্তরঃ ক 

১৭. মার্ক টালি কে ছিলেন?

ক. একজন রাষ্ট্রদূত
খ. একজন সংবাদিক
গ. একজন গায়ক
ঘ. একজন মুক্তিযোদ্ধা

উত্তরঃ খ 

১৮ ভারতের মাটিতে ১৯৭১ সালের কোন মাস থেকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং নেওয়া শুরু হয়?

ক. এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. জুলাই

উত্তরঃ ক  

৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

১৯. ১৯৭১ সালের ৭ মার্চ আওয়ামী লীগ রেসকোর্স ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল?

ক কোর্ট-কাচারি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার জন্য
খ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য
গ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য
ঘ. বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য

উত্তরঃ ঘ 

২০. ইয়াহিয়া খান আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন-
ক ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল
খ. অপারেশন সার্চলাইটের কর্মসূচি
গ বঙ্গবন্ধুর গতিবিধি
ঘ পূর্ব পাকিস্তানিদের মানসিক অবস্থা

উত্তরঃ খ 

২১. যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে?
ক ১৯৭১ সালের ৯ই ডিসেম্বর
খ ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর
ঘ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর

উত্তরঃ গ 

২২. ১৯৭১ সালে ৭ই মার্চের ঘোষণাকে কী বলা হয়?
ক. বাঙালির মুক্তির সনদ
খ গণহত্যার কারণ
গ সার্বভৌমত্ব লাভ
ঘ নির্বাচনি প্রচারণা

উত্তরঃ ক

২৩. নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোগণ মোংলা বন্দরে কতটি জাহাজ ধ্বংস করে?

ক. ১০
খ. ১৫
গ. ২৬
ঘ. ৫০

উত্তরঃ ঘ 

২৪. পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন?
ক দেশকে জনশূন্য করার জন্য
খ যুদ্ধে জয়লাভের জন্য
গ অশিক্ষিতের হার বাড়ানোর জন্য
ঘ. দেশকে মেধাশূন্য করার জন্য

উত্তরঃ ঘ 

২৫. বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা করেন?
ক ২৫ শে মার্চ ১৯৭১
খ। ২৬ শে মার্চ ১৯৭১
গ ৭ই এপ্রিল ১৯৭১
ঘ ১৭ই এপ্রিল ১৯৭১

উত্তরঃ খ  

২৬. ‘ক্র্যাকপ্লাটুন’ কী?
ক জাতীয় সংগঠন
খ রাজাকার বাহিনী
গ মিত্রবাহিনী
ঘ. গেরিলা দল

উত্তরঃ ঘ 

২৭. মুজিবনগর সরকার গঠিত হয় কখন?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ ১৯৭১ সালের ১২ এপ্রিল
গ ১৯৭১ সালের ২৫ এপ্রিল
ঘ ১৯৭১ সালের ২৭ এপ্রিল

উত্তরঃ ক

২৮. জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
ক মার্কিন কনসার্ট
খ. বাংলাদেশ কনসার্ট
গ স্বাধীন বাংলা কনসার্ট
ঘ পূর্ব বাংলা কনসার্ট

উত্তরঃ খ 

২৯. মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনী কোন এলাকায় গড়ে ওঠে?
ক সিরাজগঞ্জ ও পাবনা
খ বরিশাল ও মাগুরা
গ. বরিশাল ও গোপালগঞ্জ
ঘ ভালুকা ও ময়মনসিংহ

উত্তরঃ গ

৩০. স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
ক ঢাকা সম্প্রচার কেন্দ্র
খ চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
গ আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
ঘ. কালুরঘাট সম্প্রচার কেন্দ্র

উত্তরঃ ঘ 

৩১. ২৫শে মার্চ প্রথম আক্রমণের শিকার হয়-
ক পিলখানা
খ রাজারবাগ
গ. ফার্মগেট
ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ গ 

৩২. মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?

ক তাজউদ্দিন আহমদ
খ এম. মনসুর আলী
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ এ এইচ এম কামরুজ্জামান

উত্তরঃ গ

৩৩. ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য এদেশের সংগীত শিল্পীরা কনসার্ট-এর আয়োজন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন অর্থসংগ্রহের জন্য অনুরূপ কনসার্টের সাথে কার নামটি জড়িত?

ক মাইকেল জ্যাকশন
খ. জর্জ হ্যারিসন
গ রুনা লায়লা
ঘ লতা মঙ্গেশকর

উত্তরঃ খ 

৩৪. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়?

ক. রেসকোর্স ময়দানে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. মুজিবনগরে
ঘ. গণভবনে

উত্তরঃ খ 

৩৫. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. কর্নেল এম. এ. জি. ওসমানী
খ গ্র“প ক্যাপ্টেন এ. কে. খন্দকার
গ মেজর খালেদ মোশাররফ
ঘ মেজর কে. এম. শফিউল্লাহ

উত্তরঃ ক 

শেষ কথা

আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর ৮ম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *