Site icon Info Help BD

পিডিএফ সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

খুব দ্রুত এস এস সি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। সকল বোর্ডের রেজাল্ট অফিসিয়াল সার্ভারে পাবলিশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফলাফল গুলো ওয়েবসাইটে প্রকাশিত হবে। তখন আপনারা রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

অনেকে জানেন না কিভাবে রেজাল্ট বের করতে হয়। এই পোস্টে মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম দেখানো হয়েছে। আপনারা মোবাইলে বা যেকোনো ডিভাইসে একই পদ্ধতিতে ফলাফল দেখতে পারবেন। অনলাইনের পাশা-পাশি এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম চালু রয়েছে। নিচের অংশে কিভাবে অনলাইনে ও এস এম এস এর মাধ্যমে এস এস সি রেজাল্ট চেক করবেন তা বিস্তারিত দেওয়া আছে।

এসএসসি রেজাল্ট চেক ২০২৩

আগের সময়ে যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল জানতে দেরি হতো। এমনকি সেগুলো স্কুলে গিয়ে দেখে আসা লাগতো। তবে ডিজিটাল বাংলাদেশে তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে স্কুল, কলেজের ফলাফলের বিশেষ উন্নয়ন হয়েছে। এখন ঘরে বসেই স্কুল, কলেজ বা বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট জানা যায়। তবে এক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরতন করতে হয়। বর্তমানে বাংলাদেশে ২ ভাবে পাবলিক পরীক্ষার রেজাল্ট জানা যায়। মোবাইলে ও অনলাইনে। অনলাইনে এর জন্য দুই টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এখানে বিগত বছর গুলোর ফলাফলও সংরক্ষণ করে রাখা হয়েছে। এখান থেকে আপনার বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষার সন দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে হবে।

এস এস সি রেজাল্ট দেখার ওয়েবসাইট

সবচেয়ে সহজ হচ্ছে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা। কারণ এখানে গ্রেড পয়েন্ট দেখার পাশা-পাশি সকল বিষয়ের জিপিএ পয়েন্ট দেখা যাবে। এছাড়া রেজাল্ট এর মার্কশীট পিডিএফ সংগ্রহ করা যাবে। এই ওয়েবসাইট গুলো শিক্ষাবোর্ড দ্বারা পরিচালিত হয়। তাদের অফিসিয়াল ২ টি ওয়েবসাইট আছে। এখানে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলো হচ্ছে http://www.educationboardresults.gov.bd/ এবং https://eboardresults.com/v2/home এই দুই ওয়েবসাইটের যেকোনো একটি থেকে রেজাল্ট দেখবেন। সাজেশন অনুযায়ী ১ম টি ব্যবহার করবেন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এখানে আপনাদের সাথে ফলাফল চেক করার পদ্ধতি শেয়ার করেছি। ফলাফল চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এজন্য গুগল ব্যবহার করতে হবে। রেজাল্ট দেখার জন্য http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট টি ভিজিট করুন। নিচে থেকে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম বিস্তারিত দেখেনিন।

১। প্রথমে গুগলে educationboardresults.gov.bd লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, সেটিতে ক্লিক করুন।

২। এখন নিচে দেখানো ছবির মতো ইন্টারফেস দেখতে পারবেন।

৩। এখন SSC/DAKHIL সিলেক্ট করুন।

৪। পরীক্ষার সাল লিখুন। যেহেতু ২০২৩ সালের রেজাল্ট দেখবেন, তাই খালিঘরে ২০২৩ দিবেন।

৫। আপনার পরীক্ষার বোর্ড লিখুন।

৬। এখন বোর্ড রোল নাম্বার দিন।

৭। এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।

৮। এখন একটি captcha কোড দেখতে পাবেন। সেটি শূন্যস্থানে লিখেদিন।

৯। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

উপরের এই কাজ গুলো সম্পূর্ণ করলে আপনার সামনে রেজাল্ট টি দেখানো হবে। এটি চাইলে পিডিএফ সংগ্রহ করতে পারবেন এবং প্রিন্ট করে বের করেনিতে পারবেন।

https://eboardresults.com/v2/home থেকে রেজাল্ট দেখা নিয়ম

এই ওয়েবসাইট থেকেও খুব সহজে ফলাফল দেখা যায়। তবে এখানে চাইলে একই সাথে একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর রেজাল্ট বের করা যাবে এবং বোর্ডের সকল শিক্ষার্থীদের রেজাল্ট দেখা যাবে। https://eboardresults.com/v2/home থেকে কিভাবে রেজাল্ট দেখতে হয় তার নিয়ম টি নিচে দেওয়া আছে।

১। প্রথমে গুগলে https://eboardresults.com/v2/home লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

২। এই ওয়েবসাইট টি দেখতে নিচের ছবির মতো হবে।

৩। এখন Examination সিলেক্ট করুন। ssc/dakhil/equivalent

৪। Year লিখুন। যে সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন।

৫। Result Type এ Individual Result সিলেক্ট করুন।

৬। আপনার বোর্ড রোল লিখুন।

৭। এখন রেজিস্ট্রেশন নাম্বার দিন।

৮। একটি Security Key (4 digits) থাকবে সেটি শূন্যস্থানে লিখুন।

৯। শেষ ধাপ, এই ধাপে আপনি Get Resultএ ক্লিক করুন।

এস এম এস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এখন আপনাদের কে এস এম এস দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে হয় তা শেয়ার করবো। এই পদ্ধতিতে একটি অফিসিয়াল নাম্বারে আপনার বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এস এম এস পাঠাতে হবে। এস এম এস এর জন্য ২ থেকে ৩ তা চার্জ কেটে নেওয়া হবে। যাদের কাছে স্মার্ট ফোন নেই, তারা এই পদ্ধতিতে এস এস সি পরিক্কখার রেজাল্ট দেখতে পারেন।

১। মোবাইলের মেসেজ অপশনে চলে যানে।

২। এখন এস এস সি লিখুন। এরপর একটি স্পেস দিতে হবে।

৩। এখন বোর্ড লিখুন। আবার একটি স্পেস দিন।

৪। এখন আপনার বোর্ড রোল দিন এবং একটি স্পেস ব্যবহার করুন।

৫। পরীক্ষার সাল লিখুন।

৬। সর্বশেষ 16222 নাম্বারে এস এম এস পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট টি এস এম এস এর মাধ্যমে দেখানো হবে।

উদাঃ SSC DHA 157489 2023

মার্কশিটসহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে বা কম্পিটারে একই নিয়মে মার্কশীট দেখতে হয়। মার্কশীট দেখার জন্য প্রথমে উপরের অংশে দেখানো রেজাল্ট বের করার নিয়ম টি ফলো করবেন। প্রথমে রেজাল্ট বের করবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। সেখানে প্রিন্ট করার জন্য একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে লেখা আছে save as PDF এখানে ক্লিক করে পিডিএফ সেভ করে নিবেন। এরপর এটি চাইলে প্রিন্ট করে বের করে নিতে পারেন। এভাবে মার্কশীট বের করতে হবে। এটি করতে হবে https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইট ব্যবহার করে।

কখন পরীক্ষার রেজাল্ট দেওয়া শুরু করবে

রেজাল্ট ঘোষণার পূর্বে তারা একটি অনুষ্ঠানের কাজ করেন। এরপর সকাল ১১ টার পর থেকে রেজাল্ট পাবলিশ করা শুরু হয়। অনেক সময় ১২ তার পূর্বে রেজাল্ট ঘোষণা করা হয় না। রেজাল্ট দেখার জন্য সঠিক সময় হচ্ছে ১২ টা থেকে। তবে আপনারা ১১ টা থেকেই চেষ্টা করে যাবেন। শুরুতে সার্ভারে অনেক প্রবলেম দেখা যায়। তাই ১২ টার পর থেকে ফলাফল দেখা অনেক ভালো।

শেষ কথা

এই পদ্ধতি ব্যাতিত আর কোনো ভাবেই রেজাল্ট দেখা যাবেন না। তাই আপনারা এই পোস্টে দেখানো নিয়ম গুলো অনুসরণ করবেন। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে পিডিএফ সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

মোবাইলে এস এস সি রেজাল্ট দেখার নিয়ম মার্কশীট সহ

Exit mobile version