সৌদি আরব একটি মুসলিম দেশে। যেখানে ছোট শিশু থেকে শুরে করে বড় মানুষ সবাই পর্দা করে থাকে। এজন্য বেশির ভাগ মানুষ বোরকা ও হিসাব পরিধান করে। এই পোস্ট থেকে সৌদি আরবের নারীদের ছবি দেখতে পারবেন। এবং জানতে পারবেন এই দেশের সকল মেয়েরা কেমন পোশাক পড়ে। সৌদি আরবের পোশাকের রীতিনীতি কেমন, তারা কি ধরনের পোশাক পড়তে পছন্দ করে এই বিষয়ে ছবির মাধ্যমে শেয়ার করেছি।
এই ছবি গুলো দেখে আপনারাও তাদের সংস্কৃতির মতো অনুসরণ করতে পারবেন। যারা ফেসবুক প্রোফাইল বা কভার ফটো দিতে চান , তারা এখান থেকে বোরকা পড়া মেয়েদের ছবি, হিজাব পড়া মেয়েদের 4K পিকচার ও কালো বোরকা পড়ে সৌদি আরবের মেয়েদের ফেসবুক পিকচার সংগ্রহ করতে পারবেন।
সৌদি আরবের নারীদের ছবি
এটি মুসলিম রাষ্ট্র হওয়ায়, দেশের সরকার সকল মেয়েদের পর্দা করে থাকার হুকুম দিয়েছে। এজন্য তারা বেশির ভাগ সময় বোরকার বা হিজাবের মাধ্যমে পর্দা করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গুগলে এই দেশের সংস্কৃতি অনুযায়ী নারীদের ছবি আপলোড করা আছে। এই ছবি দেশের তাদের দেশের পোশাকের ধরন জানতে পারবেন। এইএই অংশে সেরা কিছু সৌদি আরবের নারীদের ছবি শেয়ার আছে। এখান থেকে আপনারা সেগুলো দেখেনিবেন অথবা এইচডি কুয়ালিটি ফটো ফাইলে সংগ্রহ করে রাখবেন।
বোরকা পড়া সৌদি আরবের নারীদের ছবি
সৌদি আরবের কর্মরত সকল নারী বেশির ভাগ সময়ে বোরকা পড়েই অফিসে বা কাজের প্রতিষ্ঠানে কাজ করে। সেখান কার স্কুল, কলেজের ড্রেস গুলোও বোরকার মতোই। এই দেশের নারীরা কেমন ধরনের বোরকা পড়ে, তার ছবি সংগ্রহ করেছি। এই ছবি থেকে সুন্দর সুন্দর ছবি গুলো এখানে শেয়ার করেছি। যা আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার দিতে পারবেন। এছাড়া মোবাইলে ওয়ালপেপার দেওয়া যাবে। আপনার পছন্দের পিকচার টি নিচে থেকে 4k কুয়ালিটি সংগ্রহ করতে পারবেন।
সৌদি আরবের নারীদের হিজাবসহ ছবি
অনেকে বোরকার পরিবর্ত্তে বিভিন্ন ধরনের পোশাক পড়ে। তবে বাহিরে যাওয়ার সময় বোরকা না পরলেও পর্দা করার জন্য হিজাব ব্যবহার করে। এই চিত্র টি সৌদি আরবের ছোট মেয়েদের বেশির ভাগ সময় দেখা যায়। এছাড়া তারা নামাজের সময় বা কুরআন তিলাওয়তের সময় হিজাব বেশি ব্যবহার করে থাকে। কেউ আবার বোরকার সাথেই হিজাব্ববহার করে। এখানে সৌদি আরবের নারীদের হিজাবসহ ছবি দেখিয়েছি। যারা এই হিজাব পড়ার ছবি খুজতেছিলেন, তারা অবশ্যই নিচে থেকে সৌদি মেয়েদের হিজাব পড়া ছবি দেখে নিবেন।
সৌদি মেয়েদের ছবি
এই অংশে ১৫০ এর বেশি সৌদি আরবের সুন্দর মেয়েদের ছবি দেওয়া আছে। ছোট থেকেই তারা বোরকা ব্যবহার করে। তাই এখানেই দেওয়া বেশির ভাগ ছবি বোরকা সহ দেওয়া আছে। সেই সাথে তাদের হিজাব পড়া ও কালো বোরকা পড়া মেয়েদের পিকচার দেখতে পাবেন। যারা সৌদি মেয়েদের ছবি খুজতেছিলেন, এখান থেকে সেই ছবি এইচডি কুয়ালিটি সংগ্রহ করুন।
সৌদি আরবের মেয়েদের ছবি প্রোফাইল পিকচার
এই ছবি গুলো শুধুমাত্র মেয়েদের জন্য দেওয়া হয়েছে। অনেকে মেয়েরা ফেসবুক ইসলামিক মেয়েদের ছবি পোস্ট করতে চায়। এই ছবি গুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পোস্ট করতে পারবেন। সেই সাথে পছন্দের পিকচার টি প্রোফাইল দিতে পারবেন। নিচে থেকে সৌদি আরবের মেয়েদের ছবি প্রোফাইল ১০০+ পিকচার দেখুন।
সৌদি আরবের নারীদের HD পিকচার
সাধারণ জেপিজি বা পিএনজি পিকচার গুলো ক্লিয়ার দেখা যায় না। তাই এখানে কিছু ক্লিয়ার পিকচার দেওয়া হয়েছে। যেগুলো আপনাদের মোবাইলে HD ফরমেট এ সংগ্রহ করতে পারবেন। যাদের সৌদি আরবের নারীদের HD পিকচার প্রয়োজন তারা নিচের দেওয়া ছবি গুলো দেখুন।
সৌদি আরবের নারীদের 4k ছবি
সবচেয়ে ক্লিয়ার ছবি পাওয়া যায় এই ফরমেট থেকে। কিন্তু অনেক মোবাইলে শুধু HD পিকচার কিছুটা গোলাটে দেখায়। যাদের ফোনের ডিসপ্লে ভালো তাদের জন্য রয়েছে সৌদি আরবের নারীদের 4k ছবি। এই ছবি গুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে অনেক ক্লিয়ার দেখা যাবে।
শেষ কথা
এই পোস্টে দেওয়া ছবি গুলো সৌদি আরবের মেয়েদের। এগুলো আপনারা এইচডি ও 4k কুয়ালিটি সংগ্রহ করতে পারবেন। আশা করছি এই পোস্ট টি ভালোলেগেছে এবং এখান থেকে সৌদি আরবের নারীদের ইসলামিক ছবি হিজাব ও বোরকা সহ সংগ্রহ করতেপেরেছেন। আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।