স্বাধীনতা পদক হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রধানকৃত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বোধক। ১৯৭৭ সাল থেকে এই সম্মাননা প্রদান করে আসছে বাংলাদেশ সরকার। আজকে নয়ই মার্চ রোজ বৃহস্পতিবার। আজকে বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক এক বিজ্ঞপ্তি মাধ্যমে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত তালিকা দের নাম প্রকাশ করেছে। এজন্য অনেকেই ইন্টারনেটে স্বাধীনতা পদক ২০২৩ তালিকা খুঁজে বেড়াচ্ছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সহ অন্যান্য চাকরির পরীক্ষাতে স্বাধীনতা পদক থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে। এ কারণে অনেক চাকরির প্রত্যাশীগণ ইন্টারনেটে কে কে স্বাধীনতা পুরস্কার পেয়েছে তার তালিকা খুঁজে থাকে। এছাড়াও দেশের উচ্চপদস্থ নাগরিকগণ এই পরস্কার সম্পর্কে জানতে চেয়ে থাকে। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে আজকে প্রকাশিত স্বাধীনতা পদক পুরস্কার তালিকাটিসহ আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব।
স্বাধীনতা পদক ২০২৩ তালিকা
আজকে ৯ই মার্চ রোজ বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কারের তালিকাটি প্রকাশ করা হয়েছে। ইন্টারনেটে ইতোমধ্যে অনেকেই স্বাধীনতা পদক ২০২৩ তালিকাটি খুঁজে বেড়াচ্ছে। তাই এখন আমি আপনাদের সাথে কে কে পেল স্বাধীনতা পদক পুরস্কার তা শেয়ার করব। সর্বমোট ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এই স্বাধীনতা পদক প্রাপ্ত হয়েছেন।
১। ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
২। ‘সাহিত্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) এবং ‘সংস্কৃতি’তে পবিত্র মোহন দে এবং ‘ক্রীড়া’য় এ এস এম রকিবুল হাসান মনোনীত হয়েছেন।
৩। ‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
৪। এছাড়া ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের আগেই এ পদক ঘোষণা করা হয়। এই পুরস্কার জাতীয় জীবনে সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের নাগরিক এমন ব্যক্তি বা গোষ্ঠীকে দেয়া হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানকেও এ পুরস্কার দেয়া হয়ে থাকে।
২০২৩ সালে কে কে স্বাধীনতা পদক পুরুস্কার পেয়েছে?
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকে সন্ধ্যার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক স্বাধীনতা পদক পুরস্কার তালিকাটি প্রকাশ করা হয়। অনেকেই ইন্টারনেটে এই তালিকাটি খুঁজে থাকে। তাই আমি এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে স্বাধীনতা পদক তালিকাটি আপনাদের সাথে শেয়ার করেছি।
স্বাধীনতা পদক প্রাপ্তদের পুরষ্কার স্বর্ণপদক
ইতিমধ্যেই ২০২৩ সালের স্বাধীনতা পদক পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই অনেকে ইন্টারনেটে স্বাধীনতা পদক প্রাপ্তদের পুরস্কার স্বরূপ কি দেওয়া হয়ে থাকে তা জানতে চায়। প্রত্যেক পদপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ টি পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি ১৮ ক্যারেট স্বর্ণনির্মিত ৫০ গ্রাম ওজন বিশিষ্ট পদক, একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র এবং সম্মাননাসূচক নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ দেয়া হয়।
স্বাধীনতা পদক পুরষ্কার কত টাকা
যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাধীনতা পদক প্রাপ্ত হয়ে থাকে তাদেরকে উপহারস্বরূপ স্বর্ণের পাশাপাশি নগদ অর্থ ও প্রদান করা হয়ে থাকে। বর্তমানে এই পুরস্কারের অর্থের পরিমাণ অনেক বৃদ্ধি করা হয়েছে। অনেকেই ইন্টারনেটে স্বাধীনতা পদক পুরস্কার কত টাকা বা মূল্য কত তা জানতে চেয়ে থাকে। তাই এখান থেকে এই তথ্যটি জেনে নিন।
প্রাথমিকভাবে দেয়া অর্থের পরিমাণ ২০ হাজার ছিল। ২০১৩ সাল থেকে ২ লাখ টাকা করে দেয়া হতো। পরবর্তীতে ২০১৭ সালের মে মাসে ৩ লাখ এবং সবশেষ ২০১৯ সালের নভেম্বর মাসে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়।
সর্বশেষ কথা
স্বাধীনতা পদক অনেক সম্মানজনক একটি পুরস্কার। ২০২৩ সালের স্বাধীনতা পদক তালিকাটি প্রকাশ করা হয়েছে। এজন্য অনেকেই ইন্টারনেটে স্বাধীনতা পদক ২০২৩ তালিকা খুঁজে থাকে। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে স্বাধীনতা পদক পুরস্কার কে কে পেল তা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি ইতোমধ্যে স্বাধীনতা পদক পুরস্কার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ ২০২৩ সালের স্বাধীনতা পদক পুরস্কার কে কে পেয়েছে তার তালিকা জানতে পেরেছেন। ধন্যবাদ।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।