বৃষ্টি নিয়ে ফেইসবুকে রোমান্টিক স্ট্যাটাস : বৃষ্টি নিয়ে নতুন কবিতা, ক্যাপশন, ফেসবুকে স্ট্যাটাস, ছন্দ আল্লাহ তায়ালা যখন মানুষের উপর খুশি হয় তখন আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করে। বৃষ্টি হচ্ছে আল্লাহতালা সবচাইতে বড় রহমত কারণ পৃথিবীতে বৃষ্টি হলেই পৃথিবীটা ঠান্ডা হয়ে যায় এবং মনে প্রশান্তি আসে। তাই আপনারা যারা ইন্টারনেটে বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন স্ট্যাটাস খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই পোস্টটি পড়বেন। আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে বৃষ্টি নিয়ে কিছু কথা উপস্থাপন করব।
বৃষ্টি মানে সেই ছোট্টবেলার স্মৃতি যে স্মৃতিতে হারিয়ে যাই, যে বৃষ্টি নামলে খেলার মাঠে বৃষ্টি ভিজে ফুটবল খেলতাম সেই স্মৃতিগুলো এখনো ভেসে বেড়ায়। ছোটবেলায় বৃষ্টির সময় কত যে মজা করেছি সেই মজার কথা বলে বোঝাতে পারবো না লিখে বলতে পারবো না তাই আপনারা যারা বৃষ্টির রোমান্টিক ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই লেখাটি ফলো রাখবেন।
বৃষ্টি নিয়ে নতুন কবিতা:
বৃষ্টি নিয়ে কত কবি যে কত কবিতা লিখে গিয়েছেন তা আপনাদের বলে শেষ করা যাবে না। তাই আপনারা যারা বৃষ্টি নিয়ে কবিতা খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলের মাধ্যমে কিছু বৃষ্টির কবিতা প্রকাশ করা হবে। সেই বৃষ্টির কবিতাগুলো আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তাই আপনারা নিজ থেকে কবিতাগুলো দেখে নিন।
বৃষ্টি নিয়ে ফেইসবুকে রোমান্টিক স্ট্যাটাস,কবিতা,ছন্দ-২০২৩
যদি মন কাঁদে – হুমায়ূন আহমেদ
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বর্ষায়
এসো ঝরো ঝরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে
এসো কমলো শ্যামলো ছায়
চলে এসো এক বর্ষায়।
যদিও তখনো আকাশ থাকবে বৈরি
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বজলি আলো
তুমি চলে এসো
চলে এসো এক বর্ষায়।
নামিবে আঁধার বেলা ফুরাবার পরে
মেঘমল্লার বৃষ্টিরো মনে মনে
কদমও গুচ্ছ খোপায় জড়ায়ে নিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
চলে এসো
তুমি চলে এসো এক বর্ষায়।
রবীন্দ্রনাথ ঠাকুর- আজ বাড়ি ঝরে ঝর ঝর
আজ বাড়ি ঝরে ঝর ঝর
ভরা বাদরে।
আকাশ-ভাঙা আকুল ধারা
কোথাও না ধরে।
শালের বনে থেকে থেকে
ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকেবেঁকে
মাঠের ‘পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে
নৃত্য কে করে।
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন,
লুটেছে ওই ঝড়ে,
বুক ছাপিয়ে তরঙ্গ মোর
কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল,
দ্বারে দ্বারে ভাঙল আগল,
হৃদয়-মাঝে জাগল পাগল
আজি ভাদরে।
বৃষ্টি নিয়ে ক্যাপশন:
যে সকল পাঠক বন্ধুরা আপনারা বৃষ্টি নিয়ে ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই লেখাটি পড়বেন কারণ আমার এই লেখার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বৃষ্টি নিয়ে অনেকগুলো ক্যাপশন। মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আল্লাহতালা এই পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে আর আমরা ছোটবেলায় এই বৃষ্টিতে কত যে ভিজেছি সেই স্মৃতি এখনো মনে পড়ে।
আজ ইচ্ছা করে মনের মানুষের সাথে বৃষ্টিতে ভিজতে, তুমি নেই তাই বৃষ্টিও নেই।
আমি মুষলধারা বৃষ্টিকে ভালবাসি কেননা, এই বৃষ্টির মাঝেই আমার ছোটবেলার স্মৃতিকে খুঁজে পাই।
তুমি আমার এক মুঠো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে এ হৃদয়, তোমার বৃষ্টিতে ভিজিয়ে নিলাম আমারে মন।
এই শ্রাবণ মেঘের দিনে এইতো বুঝি নামলো বৃষ্টি চলনা সখি দুজন মিলে ভিজি রিমঝিম এই বৃষ্টিতে।
আকাশ পানে চেয়ে থাকি এই বুঝি নামলো বৃষ্টি, বিনা বৃষ্টিতে বেড়ে ওঠে না সৃষ্টিতে।
বৃষ্টি হয়ে মুছে যাক সমস্ত দুঃখ কষ্ট, সৃষ্টির দুঃখ মুছে দিয়ে যায় এই বৃষ্টি।
বৃষ্টি নিয়ে স্ট্যাটাস ফেসবুকে:
বর্তমানে বৃষ্টি নামলেই মনে চায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেই কিন্তু আমরা ইন্টারনেটে ভালো মানের কোন বৃষ্টি নিয়ে নতুন স্ট্যাটাস খুঁজে পাই না। তাই আপনাদের মাঝে আমার এই ওয়েবসাইট থেকে বৃষ্টি নিয়ে নতুন ফেসবুকের কি স্ট্যাটাস প্রচার করব যে স্ট্যাটাস গুলো আপনারা বৃষ্টির দিনে ফেসবুকে প্রচার করতে পারবেন।
মেঘ তুমি কি দেখনা আমি তোমার দিকে চেয়ে আছি এক ফোঁটা বৃষ্টির আশায়।
আমার আকাশে কালো মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরে পড় আমার এই মনের জমিনে।
বৃষ্টি হচ্ছে বিধাতার অমূল্য এক রহমত, শ্রাবণের মেঘগুলো মাটির বুকে নেমে আসে।
প্রেমিক যখন ব্যর্থ হয়ে বৃষ্টিতে হাঁটতে ভালোবাসে, কারণ বৃষ্টির সময় কান্না কারো চোখে পড়ে না।
আমি এই বৃষ্টিকে ভালবাসি, তাইতো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, আমার চোখের দুঃখগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ুক।
মেঘ এসে ঢেকে দিল সূর্য, বৃষ্টি হয়ে নেমে গেল জমিনে, আবার মেঘ সরে গিয়ে উঠে এলো সূর্য এইতো বিধাতার খেলা।
বৃষ্টি নিয়ে ছন্দ:
দৃষ্টি নিয়ে ছোটবেলার কত স্মৃতির কথা যে মনে পড়ে, ছোট সময় না কত ভালো ছিল বৃষ্টি নামলে মাঠে ভিজে ভিজে কত খেলায় না খেলতাম ইস যদি আবার ফিরে যেতে পারতাম সেই ছোটবেলা। আপনারা যারা ইন্টারনেটে বৃষ্টি নিয়ে চন্দ খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বৃষ্টি নিয়ে নতুন কিছু ছন্দ।
আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে প্রতিটি বিন্দু, আকাশের বৃষ্টি মাটিতে ফলায় ফসল সিন্ধু।
সৃষ্টি বৃষ্টিকে ভালোবাসে কেননা এই সৃষ্টি বৃষ্টি নিয়ে বেঁচে থাকে। সৃষ্টির জন্যই বৃষ্টি আল্লাহ তায়ালার রহমত।
যখন এই মাটির বুক হাহাকার তখন বৃষ্টি নেমে আসে এই মাটির বুকে, তখনি মাটির বুকে জন্ম নেয় সৃষ্টি।
কিছু প্রেমিক-প্রেমিকা আছে যারা বৃষ্টির সময় বৃষ্টিকে অনুভব করে, আর কিছু প্রেমিক-প্রেমিকা আছে তারা চোখের মাঝে বৃষ্টি নামায়।
যখন শ্রাবণের মেঘের দলগুলো আর কষ্ট সহ্য করতে পারে না, তখনই স্বর্গ থেকে কান্না হয়ে ঝরে পড়ে এই বৃষ্টি।
বৃষ্টি নিয়ে কিছু কথাঃ
আল্লাহতালা যখন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে তখন আমাদের ইচ্ছে হয় এই বৃষ্টিতে ভেজার জন্য আমরা সব সময় অধীর আগ্রহে বসে থাকি আল্লাহতালা কখনো আমাদের এই পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ তাআলা সবচাইতে বড় নেয়ামত হচ্ছে বৃষ্টি আর যখন এ পৃথিবীতে বৃষ্টি নামে তখন প্রকৃতির সবুজে ভরে ওঠে যদি কখনো এই পৃথিবীতে বৃষ্টি না হতো তাহলে পৃথিবীটা মরুভূমি হয়ে যেতো।