বর্তমানে ভিসা চেক করে নেয়াটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। যা পূর্বে অনেক বেশি কঠিন ছিল, আর এখন চাইলে এই মুহূর্তের মধ্যে অনলাইনে এসে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তোমার ভিসা চেক করার সকল নিয়ম জানতে পারবেন। আর যারা ওমান ভিসা চেক করার জন্য অনলাইনে এসে ভিসা করার নিয়ম সম্পর্কে জানতে এসেছেন। তারা যদি এই পোস্ট সম্পূর্ণ পড়ে নেন তাহলে ওমান ভিসা খুব সহজেই চেক করতে পারবেন। আর আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করার নিয়ম 2023।
বাংলাদেশে বর্তমানে ৬০ টি দেশের অধিক ভিসা চেক করা যাচ্ছে। আর আপনার ভিসা প্রাপ্ত কোম্পানীর তথ্য, ভিসার মেয়াদ ,ভিসার বর্তমান অবস্থা সহ বিস্তারিত সকল কিছু জানতে পারবেন মাত্র কয়েক মিনিটেই। তাই অনেক বড় প্রতারণা হাতে কি বেঁচে থাকতে সকলের উচিত। অনলাইনে এসে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করার নিয়ম 2023 বিস্তারিত জেনে নেওয়া। অতঃপর এই পোস্ট সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে নিন।
ওমান ভিসা চেক করার নিয়ম
যারা ওমানের ভিসা চেক করতে চাচ্ছেন, তাদেরকে সবার আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর যে ওয়েবসাইটটি অনেকেই অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আমরা সেই ওয়েবসাইটের লিংক উল্লেখ করছি। লিংকটি হচ্ছে(https://evisa.rop.gov.om/en/track-your-application) ।
উপরে দেওয়া উল্লেখিত লিংকে প্রবেশ করলে আপনি চেক করতে পারবেন। আর কিভাবে আপনি অন্যান্য চেক করবেন উপরে দেওয়া লিঙ্ক থেকে। সে প্রক্রিয়াটি আমরা ধাপে ধাপে আপনাদের জন্য উপস্থাপন করেছি। সে ধাপগুলো একটু নিচে প্রবেশ করলেই বিস্তারিত দেখতে পারবেন। তাই ওমান ভিসা অবশ্যই চেক করার ক্ষেত্রে এই পোস্ট মনোযোগ সহকারে পড়ে নিন।
ওমান ভিসা চেক অনলাইন
অনাকাঙ্ক্ষিত প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্য সকল প্রকার ভিসা চেক করা অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সকলেই যারা ভিসা লাগিয়ে থাকেন, বেশিরভাগ লোক দালালদের দ্বারা ভিসা করিয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় দালালরা সাধারণ মানুষের থেকে অনেক বেশি টাকা নিয়ে থাকে এই ভিসা করতে। আবার সাধারণ জনগণকে টাকা নিয়ে ভিসা করিয়ে দেয় না। অর্থাৎ মিথ্যে জাল ভিসা তাদের হাতে তুলে দিয়ে থাকে। আর এসব বড় প্রতারণা থেকে বেঁচে থাকতে সকলের উচিত খুব সহজেই অনলাইনে এসে ভিসা চেক করে নেওয়া। আর কিভাবে আপনারা এই অনলাইনে এসে ভিসা চেক করবেন তা নিম্নে বিস্তারিতভাবে ধাপে ধাপে আমরা সকল নিয়ম উপস্থাপন করেছি। অতঃপর সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ে নিন।
ওমান ভিসা চেকিং করতে যা প্রয়োজন
বাংলাদেশ থেকে বহু মানুষ ওমানে পৌঁছে থাকেন। তবে বাংলাদেশের মানুষের জন্য ওমানে পৌঁছাটা অনেক দুঃসাধ্যকর। মানুষ চাইলেই বাংলাদেশ থেকে ওমানে সহজে পৌঁছাতে পারেন না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়াটা যেমন সহজ তেমনি মাঝে মাঝে এই দেশগুলোতে যেতে হলে কিছুটা সময়ের প্রয়োজন হয়। যেমন আপনি যদি ওমান যেতে চান তাহলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। যে তথ্যগুলো ছাড়া আপনি কখনো ভিসা চেকিং এবং আবেদন করতে পারবেন না। আর তথ্য গুলো ওমান ভিসা চেক করতে অনেক বেশি প্রয়োজন। সে তথ্যগুলো আমরা নিচে উপস্থাপন করছি।
- Visa Application Number
- Travel Document Number
- Document’s Nationality
আপনাদেরকে আবারো জানিয়ে দিচ্ছি যে, যারা ইতিমধ্যে ওমান ভিসা হাতে পেয়েছেন। তারা চাইলেই খুব সহজে এই পোস্ট থেকে ওমান ভিসা চেক করতে পারবেন। এবং আপনি নিজে এবং আপনার স্মার্টফোন দিয়ে এই ওমান ভিসা চেক করতে পারবেন। তাই অহেতুক সময় নষ্ট না করে সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে পড়ে নিন।
ওমান ভিসা চেক করার ধাপসমূহ
ইতিমধ্যে আপনি হয়তো ওমানের ভিসা হাতে পেয়ে গিয়েছেন। এখন ভিসা চেক করার জন্য হয়তো অনলাইনে এসে উপস্থিত হয়েছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। এখানে আমরা ওমান ভিসা চেক করার সকল প্রক্রিয়াসমূহ ধাপে ধাপে উপস্থাপন করেছি। তাই গুরুত্বপূর্ণ কাজটি সময় নষ্ট না করে দু মিনিটেই সেরে ফেলুন। অতঃপর নিচে দেওয়া ধাপগুলো লক্ষ্য করুন।
- ভিসা চেক করার আগে প্রথম কাজ হচ্ছে তাদের অফিসিয়াল সাইটে প্রবেশ করা। তাহলে এই সাইটে প্রবেশ করুন(https://evisa.rop.gov.om/en/track-your-application) । সাইটটিতে প্রবেশ করার পর নিচে দেওয়া ছবিটির মতো একটি দৃশ্য দেখতে পারবেন।
- গুলো দেখতে পাবেন সেখানে কিছু গুরুত্বপূর্ণ আপনার তথ্য দিতে হবে। তথ্যগুলো পূরণ করলে আপনি আপনার ভিসা চেক খুব সহজেই করে নিতে পারবেন। যে যতগুলো পূরণ করতে হবে তা হচ্ছে
- নিচের দেওয়া ছবিটিতে আপনাদের বোঝার সুবিধার্থে লাল বক্স আকারে ইংরেজিতে যে নাম গুলো রাখা আছে সেগুলো তো যে তথ্যগুলো পূরণ করবেন সেগুলো বুঝিয়ে দেওয়া হলো।
- প্রথম লাল বক্সে Visa Application Number লিখুন ইংরেজীতে সঠিকভাবে লিখে ফেলুন।
- তারপর দ্বিতীয় লাল বক্সে Travel Document Number আপনার কাছে যে তথ্য রয়েছে সেটি দিয়ে ফাঁকা ঘর পূরণ করে ফেলুন।
- তারপর তৃতীয় লাল বক্সে Document’s Nationality ক্লিক করুন, ক্লিক করলে আপনার দেশ (Bangladesh) সিলেক্ট করুন।
- পরবর্তীতে 4 নম্বর যে লাল বক্সে Image Code দেওয়া রয়েছে সেটি তার নিচে দেওয়া Text Verification এ সঠিকভাবে লিখুন।
- তারপর নিচের দেওয়া ছবিটিতে লাল বক্স আকারে Clear বাটনে ক্লিক করুন।
তারপর আপনি অটোমেটিক আপনার ভিসা সম্পর্কিত যে সকল তথ্যগুলো দিয়েছিলেন। সেই ভিসা সম্পর্কিত আপনার ব্যক্তিগত তথ্য সামনে ভেসে উঠবে। যদি তথ্য সামনে ভেসে উঠে তাহলে আপনার ভিসা চেকিং সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনার ভিসা করার সকল প্রক্রিয়া সঠিক।
ভিসা চেক করার সুবিধা
অনলাইনে এসে ভিসা চেক করার মাঝে অনেক সুবিধা রয়েছে। যে সব সুবিধা গুলো আপনারা এই ভিসা চেক করার মাঝে পেয়ে যাবেন তা নিম্নে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি। এই সুবিধার মাঝখান থেকে আপনারা ভিসা চেকিং করার আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এবং এর সুবিধা গুলো অন্যান্য ব্যক্তিদের মাঝে শেয়ার করতে পারেন। যাতে একজন ব্যক্তি যেকোনো ভিসা হাতে পেয়ে অতি শীঘ্রই অনলাইনে এসে চেকিং করে নেয়। অতঃপর নিম্নে ভিসা চেক করার সুবিধা গুলো উল্লেখ করা হলো।
- ঘরে বসেেই আপনি ভিসা তথ্য জানতে পারবেন।
- এই ভিসা চেক করতে কোনরকম খরচ আপনাকে করতে হবে না।
- ভিসা চেকিং দারা আপনার সঠিক তথ্য জেনে প্রতারণা থেকে বাঁচতে পারবেন।
- ভিসা চেকিং করার দ্বারা ভিসার মেয়াদ জানা যায়। যাতে করে মেয়াদ শেষ হবার আগেই রিনিউ করা যায়।
- আপনার পেশা ও কম্পানীর নাম জানা যায়।
শেষ কথা
ভিসা হাতে পাওয়ার সাথে সাথে ভিসা চেকিং করে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। বিশেষ করে বর্তমান যুগে এই কাজটি করা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকের উচিত ভিসা হাতে পাওয়ার সাথে সাথে অনলাইনে এসে সেই ভিসাটি সঠিক আছে কিনা তা চেক করে নেওয়া। কিন্তু অনেকেই রয়েছেন যারা ভিসা হাতে পেয়েও ভিসা চেক করে নেয় না। আবার অনেকেই রয়েছেন যারা ভিসা চেক কিভাবে করতে হয় তা জানেন না। অতঃপর আপনার পরিচিত যারা ভিসা চেক চেক করতে পারেন না। তাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করার নিয়ম 2023 শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।