মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাব [ঠিকানা]

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত। সারা বাংলাদেশ থেকে এই চিড়িয়াখানায় ভিজিট করতে আসা হয়। ঢাকার বাইরে থেকে ট্রেন বা বাসে করে অথবা নিজস্ব গাড়িতে মিরপুর চিড়িয়াখানায় আসতে পারবেন। এছাড়া ঢাকার ভিতর থেকে রিক্সা বা বাসে করে সরাসরি মিরপুর চিড়িয়াখানার সামনে আসতে পারবেন। চিড়িয়াখানাটি মিরপুরের ২ নাম্বারে অবস্থিত। ঢাকা থেকে মিরপুর-২ এর অনেক বাস পাওয়া যায়। সময় অনুযায়ী বাস ভাড়া নেওয়া হবে। মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাব? যাওয়ার ঠিকানা ও লোকেশন দেখেনিন।

মিরপুর চিড়িয়াখানা কিভাবে যাব

মিরপুর চিড়িয়াখানা, যা বর্তমানে জাতীয় চিড়িয়াখানা হিসেবে পরিচিত, বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত। এই চিড়িয়াখানা দেশের বৃহত্তম এবং সর্বাধিক পরিদর্শিত পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর পর থেকেই এটি একটি অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মিরপুর চিড়িয়াখানায় বিভিন্ন ধরণের স্থানীয় ও বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রদর্শন করা হয়।

এখানে বাঘ, সিংহ, হাতি, গণ্ডার, জিরাফ, চিতা, এবং নানান রকমের পাখি ও সরীসৃপ দেখতে পাওয়া যায়। চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে বাঘ ও সিংহের ঘেরা রয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। এখানে আসা খুব সহজ। ঢাকার যেকোনো অঞ্চলে নেমে মিরপুরের বাস অথবা রিক্সা নিবেন। মিরপুর ২ রোডের সাথেই জাতীয় চিড়িয়াখানাটি অবস্থিত। মিরপুর ২ নাম্বার সেক্টরে আসলে মিরপুর চিড়িয়াখানায় যেতে পারবেন।

মিরপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত

বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানাটি মিরপুরে অবস্থিত। যার কারণে একে জাতীয় চিড়িয়াখানা করা হয়েছে। বাংলাদেশ ও দেশের বাইরের পর্যটক এখানে বেড়াতে আসে। অনেকে জাতীয় চিড়িয়াখানা টি কোথায় তা জানে না। মিরপুর চিড়িয়াখানা মিরপুর ২ নাম্বারে অবস্থিত। যেকোনো স্থান থেকে ঢাকা মিরপুর ২ এই দিকে আসতে হবে। মিরপুর চিড়িয়াখানা ও রিক্সা পাওয়া যায়। তাদের মাধ্যমেও এই চিড়িয়াখানায় আসতে পারবেন।

  • ঠিকানাঃ মিরপুর-২, ঢাকা ১২১৬
  • মোবাইলঃ 01631999666
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ https://bnzoo.org/

মিরপুর চিড়িয়াখানা যাওয়ার লোকেশন

বর্তমানে অচেনা স্থানে ভ্রমণে যাওয়া খুব সহজ। এখন গুগল ম্যাপ ব্যবহার করে যে কেউ যেকোনো অচেনা স্থানে যেতে পারে। গুগল ম্যাপে প্রবেশ করে মিরপুর চিড়িয়াখানা লিখে সার্চ করবেন। সেখানে চিড়িয়াখানার সম্পূর্ণ লোকেশন পাওয়া যাবে। এছাড়া আপনার লোকেশন থেকে চিড়িয়াখানার লোকেশন ট্র্যাক করে সেখানে পৌছাতে পারবেন।

লোকেশনঃ https://www.google.com/maps/place/Bangladesh+National+Zoo/@23.8123785,90.3469878,118m/data=!3m1!1e3!4m7!3m6!1s0x3755c102e2ece5bb:0x446e9dc895326a70!4b1!8m2!3d23.8122516!4d90.346927!16zL20vMDZuN3ho?entry=ttu&g_ep=EgoyMDI0MDgyMS4wIKXMDSoASAFQAw%3D%3D

মিরপুর চিড়িয়াখানায় ব্যাক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়?

হ্যাঁ, এখানে আপনাদের ব্যাক্তিগত গাড়ি নিয়ে আসতে পারবেন। গাড়ি পারকিং এর জন্য আলাদা স্থান রয়েছে। গাড়ি অনুযায়ী পারকিং এর টাকা নেওয়া হয়। এছাড়া চাইলে চিড়িয়াখানার ভিতরেও গাড়ি নিয়ে যেতে পারবেন। এজন্য আলাদা টিকিট কাটা লাগে। গাড়ি পারকিং এর জন্য ২ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত লাগবে।

  • ভারী যানবাহন যেমন বাস, ট্র্যাক, লরি, মিনিবাস, কার্গো, ডাবল-ডেকার ইত্যাদি ৪০ টাকা।
  • ছোট মোটরযান যেমন মাইক্রোবাস, ট্যাক্সি, জিপ, গাড়ি, পিকআপ ইত্যাদি ২০ টাকা।
  • সিএনজি স্কুটার, অটো টেম্পো, মোটরসাইকেল, মিশুক ইত্যাদি ১০ টাকা।
  • রিকশা, রিকশা ভ্যান, সাইকেল ইত্যাদি ২ টাকা।

মিরপুর চিড়িয়াখানায় যেতে কত টাকা লাগবে

ঢাকার বিভিন্ন অঞ্চলের মধ্যে থেকে চিড়িয়াখানায় যেতে ১০০ থেকে ১৫০ টাকা গাড়ি ভাড়া লাগবে। আর মিরপুরের অন্য সেক্টর থেকে চিড়িয়াখানায় আসতে ২০ টাকার মতো লাগবে। বাস বা রিক্সার ভাড়া ভিন্ন রকমের হবে। অন্য বিভাগ বা জেলা থেকে চিড়িয়াখানায় আসতে রাস্তার দূরত্ব অনুযায়ী ভাড়া লাগবে। পাশা-পাশি জেলা হলে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লাগবে।

চিড়িয়াখানায় প্রবেশের জন্য ৫০ টাকা দিয়ে টিকিট কাটা লাগে। বয়স অনুযায়ী টিকিটের দাম কম বেশি হবে। ফটোগ্রাফি, ভিডিও গ্রাফি ও সিনেমার শুটিং করতে চিড়িয়াখানায় যেতে ঘণ্টা প্রতি ১০০ থেকে ২০০ টাকা লাগে।

আরও দেখুনঃ

ঢাকা চিড়িয়াখানা প্রবেশ মূল্য ২০২৪

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বন্ধ কবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *