কলকাতা নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

ভারতের কলকাতায় একটি নিউ মার্কেট আছে। ধারনা করা হয়েছে, ইংরেজ আমলেই এই মার্কেট টি প্রতিষ্ঠিত হয়েছে। ১৮৭৪ সালে কলকাতায় মার্কেট টি তৈরি হয়েছিলো। তখন একে কেউ নিউ মার্কেট হিসেবে জানত না। বর্তমানে এই মার্কেট টি নিউ মার্কেট নামে স্থাপিত হয়েছে। এই মার্কেটে ২০০০ এর বেশি দোকান রয়েছে। সপ্তাহে এক দিন কলকাতা নিউ মার্কেট বন্ধ থাকে। আর শনিবারে নিউ মার্কেট অর্ধ দিবস খোলা থাকে। বাকি সময় বন্ধ থাকে। কলকাতা নিউ মার্কেট কবে বন্ধ থাকে তা জেনে এই মার্কেটে আসবেন।

কলকাতা নিউ মার্কেট কবে বন্ধ থাকে

প্রতি মাসে কলকাতা নিউ মার্কেট ৪ দিন পূর্ণ দিবস এবং বাকি ৪ দিন অর্ধ দিবস বন্ধ থাকে। প্রতি সপ্তাহে কলকাতার নিউ মার্কেট একদিন করে সাপ্তাহিক বন্ধ থাকে। এই সময়ে মার্কেটের সকল দোকান বন্ধ থাকে। বিভিন্ন অনুষ্ঠানের সময় নিউ মার্কেট সপ্তাহের ৭ দিন খোলা থাকে। কলকাতা নিউ মার্কেট রবিবার বন্ধ থাকে। আর শনিবার অর্ধ দিবস বন্ধ থাকে। এই দিনে দুপুর ২:৩০টা এর পর নিউ মার্কেট টি বন্ধ থাকে।

বন্ধের দিন ব্যাতিত সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে। রাত ৮ টার পরে নিউ মার্কেটের কোনো দোকান খোলা পাওয়া যাবে না। আর বন্ধের দিনে সম্পূর্ণ ভাবে দোকান বন্ধ থাকবে। কলকাতার নিউ মার্কেটে আসলে রবিবার ব্যাতিত আসবেন। আর শনিবারে আসলে দুপুর ২ টা ৩০ এর আগে আসতে হবে। শুক্রবারেও এই মার্কেট খোলা পাওয়া যাবে।

কলকাতা নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

২০২৪ সালের আগের মতো মাত্র এক দিন করে নিউ মার্কেট বন্ধ থাকে। প্রতি সপ্তাহে রবিবারে নিউ মার্কেট টি সম্পূর্ণ ভাবে বন্ধ থাকে। আর শনিবারে দুপুর ২.৩০ এর পর কলকাতার মার্কেট বন্ধ করা হয়। এই মার্কেটে সকল ধরনের পণ্য পাওয়া যাবে। অনুষ্ঠান ব্যাতিত সপ্তাহে একদিন করে বন্ধ রাখা হয়। ভারতে কোনো অনুষ্ঠান শুরু হলে, সেই সময়ে পুর সপ্তাহ জুড়ে কলকাতার নিউ মার্কেট খোলা থাকে।

কলকাতা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ কবে

প্রতি সপ্তাহে এক দিন ও মাসে মোট ৪ দিন পূর্ণ দিবস বন্ধ থাকে। আর ৪ দিন অর্ধ দিবস বন্ধ থাকে। বর্তমানে কলকাতা নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ হচ্ছে প্রতি রবিবার। এই দিনে নিউ মার্কেটের সকল দোকান সম্পূর্ণ দিন বন্ধ থাকবে। আর শনিবারে দুপুর পর্যন্ত দোকান খোলা থাকবে। তারপরেই দোকান গুলো বন্ধ করা হবে।

কলকাতা নিউ মার্কেট কত দিন বন্ধ থাকে

এই মার্কেট সপ্তাহে মাত্র একদিন ও সম্পূর্ণ মাসে ৪ দিন বন্ধ থাকে। বিভিন্ন সরকারি ছুটির দিনেও মার্কেট টি খোলা থাকিবে। শুধু মাত্র অনুষ্ঠান এর সময় গুলতে সপ্তাহের ৭ দিন এই মার্কেট খোলা পাওয়া যাবে। এছাড়া সপ্তাহে একদিন পুর দিবস ও একদিন অর্ধ দিবস বন্ধ থাকবে।

রবিবার ব্যাতিত যেকোনো দিন নিউ মার্কেটে আসতে পারেন। আর শনিবারে সবাই দুপুর ২ টা ৩০ মিনিটের এর পূর্বেই আসবেন। এই দিনে এই সময়ের পর সকল দোকান বন্ধ করে। এছাড়া অন্য যেকোনো সময় সকাল ১০ তা থেকে রাত ৮ টা পর্যন্ত নিউ মার্কেট খোলা থাকে।

আরও দেখুনঃ

ঢাকা নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

চট্টগ্রাম নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *