গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা ভাড়া ও কাউন্টার নাম্বার

বাংলাদেশে বাস যানবাহনের মধ্যে একটি হচ্ছে গ্রীন লাইন পরিবহন। এটি দেশের উন্নত একটি বাস। দেশের বিভিন্ন শাখায় এসি ও নন এসি বাস যাতায়াত করে। এই পরিবহনের কয়েকটি বাস ঢাকা থেকে খুলনা শাখায় চলাচল করে। যাদের জন্য যাতায়াত সময় সূচি দেওয়া আছে। ঢাকার বেশ কয়েকটি অঞ্চলে খুলনার বাস পাওয়া যাবে। যেকোনো একটিতে টিকিট ক্রয় করবেন। আজকের পোস্টে গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা যাত্রী ভাড়া, অনলাইন টিকিটের দাম ও যাতায়াত সময় সূচি শেয়ার করেছি।

গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা

হাই চয়েস বাসের মধ্যে সবার পছন্দের হচ্ছে গ্রীন লাইন বাস। বাংলাদেশের প্রতিটি জেলা ও বিভাগে এই বাস চলাচল করে। এর একটি শাখা আছে ঢাকা থেকে খুলনা। এই রুটে প্রতিদিন এসি ও নন এসি বাস পাওয়া যায়। ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্য বাস ছেড়ে দেওয়া হয়। আবার নির্ধারিত টাইমে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্য ফিরে আসে।

গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা ভাড়া

বাসে উঠার আগে এর ভাড়া সম্পর্কে জানতে হবে। কেননা এক একটি বাসের একই পথের ভাড়া অনেক কম বেশি হয়ে থাকে। প্রতিটি বাস পরিবহন তাদের নিজস্ব রুট অনুযায়ী বাস ভাড়া নির্ধারন করে দেওয়। এছাড়া বাসের ধরন বা এসি-নন এসি বাস এর উপর ভিত্তি করে টিকিটের দাম কম বেশি করা হয়। গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা ভাড়া ৯০০ থেকে ১০০০ টাকা। অনেক সময় ভাড়া কিছুটা কম বেশি হয়। ঢাকার এক এক কাউন্টারে যাত্রী ভাড়ার মধ্যে কিছুটা কম বেশি হতে পারে।

গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা অনলাইন টিকিট

বর্তমান সময়ে প্রতি বাসের অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু রেখেছে। এর ফলে ঘরে বসেই সময় মতো যাত্রার জন্য টিকিট পাওয়া যায়। বাংলাদেশে সকল ই-টিকিট সাইট গুলো এই বাসের টিকিট সরবরাহ করে এছাড়া গ্রীনলাইন পরিবহনের নিজেদের ক্তি ওয়েবসাইট আছে। যেখানে এসি ও নন এসি বাসে টিকিট বিক্রি করে। https://greenlinebd.com/ এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা। যে ঠিকানা থেকে টিকিট বুকিং দিতে হবে। গ্রীনলাইন পরিবহন ঢাকা টু খুলনা অনলাইন টিকিট ১০০০ থেকে ১২০০ টাকা। অনেক সময় বাস ভাড়া পরিবর্তন করা হয়।

গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা কাউন্টার নাম্বার

ঢাকা ও খুলনায় গ্রীন লাইন বাস এর কাউন্টার ছাড়াও অন্যান্য বাসের কাউন্টার আছে। তাই সঠিক কাউন্টার টি খুঁজে নিতে হবে।  এই পরিবহনে ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য ঢাকার কাউন্টার এ যেতে হবে। ঢাকার বেশ কয়েকটি অঞ্চলে এই বাসের কাউণ্টার আছে। এই কাউন্টার এর ঠিকানা ও যোগাযোগের নাম্বার এখানে শেয়ার করেছি। যাতায়াতের পূর্বে ঠিকানা গুলো দেখে নিবেন। অন্যথায়  ভুল ঠিকানায় গেলে বাস পাওয়া যাবে না।

গ্রীন লাইন পরিবহন ঢাকা কাউন্টার শাখা 

  1. রাজারবাগ বাস কাউন্টার
    ঠিকানা: ঢাকা 1. কাউন্টার ঠিকানা: রাজারবাগ 9/2 আউটার সার্কুলার রোড, মোমেনবাগ, রাজারবাগ
    মোবাইল: ০২-৯৩৪২৫৮০, ০২-৯৩৩৯৬২৩
  2. আরামবাগ বাস কাউন্টার নম্বর
    টেলিফোন:০২-৭১৯২৩
    মোবাইল: ০১৭৩০-০৬০০০৯
  3. ফকিরাপুল বাস কাউন্টার নম্বর
    টেলিফোন: ০২-৭১৯১৯০০মোবাইল
    ০১৭৩০০৬০০১৩
  4. কালা ব্যাগান বাস কাউন্টার নম্বর
    টেলিফোন: 02-9133145
    মোবাইলঃ 01730-060006
  5. কল্যাণপুর খালেক পাম্প বাস কাউন্টার নম্বর
    টেলিফোনঃ 02-8032957
    মোবাইল:01730-060080
  6. কল্যাণপুর সোহরাব বাস কাউন্টার নম্বর
    মোবাইল: 01730-060081
  7.  উত্তরা আজমপুর বাস কাউন্টার
    মোবাইল: 01970-060075
  8. উত্তরা আবদুল্লাহপুর বাস কাউন্টার নম্বর
    মোবাইল: 01970-060076
  9. বাড্ডা বাস কাউন্টার নম্বর
    মোবাইল: 01970-060074
  10. NordA বাস কাউন্টার নম্বর
    মোবাইল: 01730-060098
  11. বিআরটিসি আন্তর্জাতিক বাস কাউন্টার নম্বর
    মোবাইল: 01730-060060
  12. গোলাপ বাগ বাস কাউন্টার নম্বর
    মোবাইল: 0447-8660011

গ্রীন লাইন পরিবহন কাউন্টার নাম্বার খুলনা শাখা 

খুলনা বাস কাউন্টার নম্বর
01709-932723
01730-060037
041-813888

গ্রীন লাইন পরিবহন বাসের যোগাযোগের ঠিকানা

গ্রীন লাইন এসি ও নন এসি বাসের জন্য বিশেষ বিশেষ সুবিধা রয়েছে। এর মধ্যে টিকিট ক্রয় সম্পর্কিত তথ্যর জন্য যোগাযোগের ঠিকানা এবং নাম্বার।  তাদের একটি হেড অফিস আছে। যেখান থেকে বাংলাদেশের মধ্যে সকল গ্রীন লাইন বাস পরিবহন কে নিয়ন্ত্রণ করে। তাদের এই হেড অফিসে যোগাযোগের মাধ্যমে টিকিট কাউন্টার, সেবা সমূহ আরও অন্যান্য বিষয় জানতে পারবেন। এখানে তাদের হেড অফিসের ঠিকানা ও কল সেন্টার নাম্বার দেওয়া আছে।

গ্রীনলাইন বাস হেড অফিসের ঠিকানা

  • ঠিকানাঃ  9/2, আউটার সার্কুলার রোড, মোমেন বাগ, রাজারবাগ, ঢাকা – ১২১৭
  • টেলিফোন: +88 02 8315380,
  • ফ্যাক্স: + 088-02-8350003
  • ইমেল: greenline2009@gmail.com
  • ওয়েবসাইটঃ https://greenlinebd.com/

গ্রীন লাইন বাসের কল সেন্টার

  • এমওবি: ০৯৬১৩৩১৬৫৫৭
  • টেলিফোন: +৮৮০২৮৩৩১৩০২,
    +৮৮০২৮৩৩১৩০৪,
    +৮৮০২৮৩৩১৩০৪

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে গ্রীন লাইন পরিবহন ঢাকা টু খুলনা ভাড়া ও কাউন্টার নাম্বার সম্পর্কে জানতে পেরেছেন ও কাউন্টার নাম্বার  সংগ্রহ করেছেন । বিভিন্ন টিকিটের দাম, যাত্রী ভাড়া ও প্রয়োজনীয় তথ্য জানতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরও দেখুনঃ

হানিফ বাস ঢাকা টু কক্সবাজার ভাড়া ও কাউন্টার নাম্বার

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল কাউন্টার নাম্বার ও যাত্রী ভাড়া

ঈগল পরিবহন ঢাকা টু বরিশাল বাস ভাড়া ও কাউন্টার নাম্বার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *