দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার জন্য ট্রেন একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে উত্তরবঙ্গের বেশ কিছু উন্নতমানের ট্রেন রয়েছে। তেমনি একটি ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আন্তঃনগর ট্রেন হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনটি মূলত ঢাকা থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়কে একত্রিত করেছে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পঞ্চগড়ের যাত্রীরা খুব সহজেই বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় চলাচল করতে পারে। প্রতিদিন দুটি করে ট্রেন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও এর ভাড়ার তালিকা নিয়ে কথা বলব। এছাড়াও এই পোষ্টের মাধ্যমে আপনি দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত আরো বিভিন্ন ধরনের তথ্য যেমন ট্রেনের কোড, ট্রেনের বন্ধের দিন ও ট্রেনের সিট প্লানসহ আরো বেশ কিছু তথ্য জানতে পারবেন। সুতরাং আপনি যদি বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত কিছু তথ্য

পোস্টের শুরুর দিকেই আমরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। যে তথ্যগুলো একজন ট্রেন ভ্রমণ কারের জন্য জানা জরুরী। নিচে একটি টেবিলের মাধ্যমে আমি আপনাদের সাথে ট্রেন সম্পর্কিত অনেক তথ্য তুলে ধরেছি বা শেয়ার করেছি। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আন্তঃনগর কিনা বা এই ট্রেনে এসি বগি রয়েছে কিনা এই ধরনের বেশ কিছু তথ্য এখানে খুঁজে পাবেন।

দ্রুতযান এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
প্রথম পরিষেবা৭ জানুয়ারি ১৯৮৬; ৩৭ বছর আগে
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকমলাপুর রেলওয়ে স্টেশন
শেষপঞ্চগড় রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল)
পরিষেবার হারদৈনিক
রেল নং৭৫৮ / ৭৫৭
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি, নন-এসি, শোভন
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থাহ্যাঁ
খাদ্য সুবিধাহ্যাঁ
কারিগরি
গাড়িসম্ভার১২
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি১০০ কিমি/ঘণ্টা

দ্রুতযান এক্সপ্রেস সময়সূচি

যেকোনো ট্রেনে ভ্রমণ করার আগে আপনাকে সেই ট্রেনের সময়সূচী সম্পর্কে অবগত থাকতে হবে। আপনি যদি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে এ ট্রেনের পূর্ণাঙ্গ সময়সূচী টি সংগ্রহ করতে হবে বা জেনে নিতে হবে। অনেকেই ইন্টারনেটে সার্চ করে দ্রুতযান এক্সপ্রেসের সময়সূচী জানার জন্য। তাই এখন আমি আপনার সাথে ট্রেনের একটি পূর্ণাঙ্গ সময়সূচী এবং এই ট্রেনের যাত্রা বিরতি বা বন্ধের দিন কবে তা জানাবো।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ঢাকা রেলস্টেশন থেকে রাত ০৮ঃ০০ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের দিন ভোর ০৬ঃ১০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়। আবার পঞ্চগড় থেকে দ্রুতযান এক্সপ্রেসটি প্রতিদিন সকাল ০৮ঃ১০  মিনিটে যাত্রা শুরু করে এবং সন্ধ্যা ০৬ঃ৫৫ মিনিটে ঢাকায় পৌছায়।

নিচে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ

স্টেশনছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু পঞ্চগড়নাইরাত ০৮ঃ০০ভোর ০৬ঃ১০
পঞ্চগড় টু ঢাকানাইসকাল ০৮ঃ১০সন্ধ্যা ০৬ঃ৫৫

বি দ্রঃ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা কালে ১০ ঘন্টা ১০ মিনিটের মত সময় নিয়ে থাকে। আবার পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা কালে এই ট্রেনটি সর্বমোট ১০ ঘন্টা ৪৫ মিনিট সময় নিয়ে থাকে।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়া

এতক্ষণ আমরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে এসেছি। এ পর্যায়ে আমরা আরও একটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটি হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়া । আপনি যদি এই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই শুরুতেই ভাড়ার তালিকা জেনে নিতে হবে। দ্রুতযান এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন, যার কারণে এই ট্রেনে বেশ কিছু ধরনের সিট রয়েছে। নিচের টেবিলে আমি আপনাদের সাথে ট্রেনের যে আসনগুলো রয়েছে এবং টিকিটের মূল্য রয়েছে তা উল্লেখ করেছি

আসন বিভাগটিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন৩৯০ টাকা
শোভন চেয়ার৫৬৫ টাকা
প্রথম সিট৬২০ টাকা
প্রথম বার্থ৯৩০ টাকা
স্নিগ্ধা৭৭৫ টাকা
এসি সিট৯৩০  টাকা
এসি বার্থ১৩৯০ টাকা

দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোন বন্ধের দিন নেই। এটি সপ্তাহের সাত দিন ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে থাকে। সুতরাং আপনি চাইলে আপনি যে কোন দিন এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

দ্রুতযান এক্সপ্রেস কোথায় কোথায় থামে

এই ট্রেনটি মূলত ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পঞ্চগড় থেকে আবার ঢাকায় ব্যাক করে থাকে। আমি লক্ষ্য করেছি যে অনেকে জানতে চেয়েছেন যে দ্রুতযান এক্সপ্রেস কোথায় কোথায় থাকে। তাই আপনাদের সুবিধার্থে নিচের একটি টেবিলে ট্রেনের যাত্রা বিরতি স্টেশন গুলোর নাম সময়সহ শেয়ার করেছি। এখানে ঢাকা থেকে পঞ্চগড় এর উদ্দেশ্যে যাত্রার সময় ঈশ্বরদী রেল স্টেশনে কোন যাত্রা বিরতি নেই। কিন্তু পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে আসার সময় এটি ঈশ্বরদীতে যাত্রা বিরতি নিয়ে থাকে।

বিরতি স্টেশন নাম (৭৫৭) (৭৫৮)
বিমান বন্দর২০ঃ২৭১৮ঃ২২
‎টাঙ্গাইল২২ঃ০০১৬ঃ৫৭
বি-বি-পৃর্ব২২ঃ২২১৬ঃ৩৩
জামতৈল২৩ঃ০৩১৫ঃ৩৬
চাটমোহর২৩ঃ৪২১৪ঃ৫৭
ঈশ্বরদী১৪ঃ৩৭
নাটোর০০ঃ২৮১৪ঃ০৪
আহসানগঞ্জ০০ঃ৫২১৩ঃ৩৮
সান্তাহার০১ঃ১৫১৩ঃ১০
আক্কেলপুর০১ঃ৪০১২ঃ৪৫
জয়পুরহাট০১ঃ৫৬১২ঃ২৭
পাঁচবিবি০২ঃ১০১২ঃ১৫
বিরামপুর০২ঃ৩৩১১ঃ৫২
ফুলবাড়ি০২ঃ৪৭১১ঃ৩৮
পার্বতীপুর০৩ঃ১৫১১ঃ০০
চিরিরবন্দর০৩ঃ৪০১০ঃ২৯
দিনাজপুর০৪ঃ০০১০ঃ০৪
সেতাবগঞ্জ০৪ঃ৩৫০৯ঃ৩২
পীরগঞ্জ০৪ঃ৫১০৯ঃ১৬
ঠাকুরগাঁও০৫ঃ১৫০৮ঃ৫১
রুহিয়া০৫ঃ৩৩০৮ঃ৩৪
কিসমত০৫ঃ৪২০৮ঃ২৫

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোড

প্রতিদিন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে একটি ট্রেন চলাচল করে থাকে আবার সেই ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই ট্রেনের দুটি কোড রয়েছে, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের আপ ট্রেনের কোড ৭৫৭ হচ্ছে এবং ডাউন ট্রেনের কোড হচ্ছে ৭৮৫।

দ্রুতযান এক্সপ্রেস সিট প্লান

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেন গুলোর মধ্যে দ্রুতযান এক্সপ্রেস একটি। এই ট্রেনে যাতায়াত করা অনেক আরামদায়ক এবং নিরাপদ। ট্রেনটিতে এসি, নন-এসি এবং শোভন এই ৩ টি ক্যাটাগরির আসন রয়েছে। অনেকেই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সিট প্লান সম্পর্কে জানতে চাই। আপনি স্টেশনের কাউন্টার থেকে এই তিন ধরনের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে এই ট্রেনের টিকিট ক্রয় করা যাবে। অনলাইন থেকে ক্রয় করার ক্ষেত্রে আপনি সহজেই আপনার কাঙ্ক্ষিত সিট টি সিলেক্ট করে দিতে পারবেন।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট বুকিং

বর্তমান ডিজিটাল প্রযুক্তির কারণে এখন ট্রেন টিকেট অনলাইন থেকেই ক্রয় করা যায়। বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সহজ ডট কম ওয়েবসাইট থেকে খুব সহজেই ঘরে বসেই আপনি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট বুকিং বা কিনতে পারবেন। অনলাইনে সাধারণত ৫ দিন আগেকার টিকিট দেওয়া হয়ে থাকে। পূর্বে অনলাইনে অল্প কিছু সংখ্যক টিকিট পাওয়া গেলেও বর্তমানে তা বাড়ানো হয়েছে। আপনি যদি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য টিকিট ক্রয় করার প্লান করে থাকেন তাহলে অনলাইন থেকে আপনার টিকিটটি ক্রয় করতে পারবেন।

অনলাইন ব্যবহার করে কিভাবে আপনি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সহজ ডট কম এর ওয়েবসাইট থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনবেন তা নিয়ে বিস্তারিতভাবে অন্য আরেকটি পোস্টে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি অনলাইন থেকে ট্রেনের টিকিট ক্রয় করার প্রসেস না জেনে থাকেন তাহলে নিচের লিংকে ভিজিট করে দেখে নিন।

দ্রুতযান এক্সপ্রেস এখন কোথায়

আমরা অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করার জন্য ট্রেনের যাতায়াত করে থাকি। ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি একটি জনপ্রিয় ট্রেন। অনেক যাত্রীগণ ইন্টারনেটে সার্চ করে থাকে দ্রুতযান এক্সপ্রেস এখন কোথায় আছে। এটি আসলে সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে আপনি যে স্টেশন থেকে যাত্রা করতে চান উপরে সেই স্টেশনগুলোর তালিকা এবং সময়সহ উল্লেখ করা আছে। আপনি চাইলে উপরের টেবিল থেকে খুব সহজেই দ্রুতযান এক্সপ্রেস এখন কোথায় আছে তা জেনে নিতে পারেন।

সর্বশেষ কথা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা একটি গুরুতর অপরাধ। সুতরাং নিজে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করুন এবং অপরকেও টিকিট কাটতে উৎসাহিত করুন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি দ্রুতযান এক্সপ্রেস সম্পর্কিত মোটামুটি সকল ধরনের তথ্য গুলো জানতে পেরেছেন। ধন্যবাদ।

আরও দেখুনঃ

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *