ঢাকা নিউ মার্কেট অফ ডে কবে

ঢাকা নিউ মার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার একটি প্রাচীন ও প্রসিদ্ধ বাজার। এটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং শহরের অন্যতম প্রধান কেনাকাটা কেন্দ্র হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নিউ মার্কেট ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতি সপ্তাহে একদিন করে নিউ মার্কেটের অফ ডে আছে। মাসে মাত্র ৪ দিন ঢাকানিউ মার্কেটটি বন্ধ থাকে। বাকি দিন গুলো খোলা থাকে। নিচে ঢাকা নিউ মার্কেট অফ ডে কবে বিস্তারিত দেওয়া আছে।

ঢাকা নিউ মার্কেট অফ ডে

মার্কেট টি অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। আগে সময়ে অন্য নামে এই মার্কেট চিনলেও, এখন সবাই ঢাকানিউ মার্কেট হিসেবে চিনে। সপ্তাহে একদিন এই মার্কেট বন্ধ রাখা হয়। ঢাকা নিউ মার্কেট অফ ডে প্রতি মঙ্গলবার। এই ভাবে মাসে মোট ৪ দিন অফ ডে পালন করা হয়। অফ ডেতে কোনো দোকান খোলা পাওয়া যাবে না। শুক্রবা ও শনিবারেও নিউ মার্কেট খোলা থাকে।

ঢাকা নিউ মার্কেটের অফ ডে কত দিন

ঢাকাতে অনেক গুলো মার্কেট আছে। যাদের অফ ডে এক এক দিনে দেওয়া হয়েছে। ঢাকা নিউ মার্কেটের অফ ডে সপ্তাহে একদিন ও মাসে ৪ দিন। প্রতি সপ্তাহে এক দিন অদ ডে থাকে। যা সাপ্তাহিক বন্ধ নামে পরিচিত। প্রতি সপ্তাহে এক দিন করে মাসে মোট ৪ দিন অফ ডে থাকে। সরকারি ছুটির দিনে কোনো অফ থাকে না।

ঢাকা নিউ মার্কেট কি বারে অফ থাকে

এটি মঙ্গলবারে বন্ধ থাকে। তবে ঢাকার অন্যান্য মার্কেট শুক্রবা শনিবারেও বন্ধ থাকে। প্রতি মঙ্গল বারে এখানকার ব্যবসায়ীরা বিশ্রাম নেয়। প্রতি মঙ্গল বারে ঢাকা নিউ মার্কেট পূর্ণ দিবসের বন্ধ থাকে। অর্থাৎ এই দিনে মারকটি ও দোকান গুলো সকাল থেকে রাত ২৪ ঘণ্টাই বন্ধ থাকে। এই ভাবে প্রতি মাসে ৪ দিন নু মার্কেট বন্ধ থাকে। শুক্রবার ও শনিবারেও মার্কেট টি খোলা পাবেন।

ঢাকা নিউ মার্কেট কোথায় অবস্থিত

ঢাকানিউ মার্কেট বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকায় অবস্থিত। নিউ মার্কেটের পাশেই ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং বায়তুল মোকাররম মসজিদ অবস্থিত, যা এই বাজারটির অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ঢাকা নিউ মার্কেট
নিউ মার্কেট এলাকা,
ঢাকা-১২০৫,
বাংলাদেশ

এই ঠিকানায় গেলে ঢাকার নিউ মার্কেট পাওয়া যাবে। যারা নিউ মার্কেট চিনেন না বা এখানে নতুন আসতে চাচ্ছেন, তারা এই ঠিকানায় আসুন।

আরও দেখুনঃ

আজকে কি নিউ মার্কেট খোলা না বন্ধ

কলকাতা নিউ মার্কেট সময় সূচি ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *