চট্টগ্রাম নিউ মার্কেট বন্ধের দিন ২০২৪

চট্টগ্রামে অনেক গুলো মার্কেট আছে। এর মধ্যে সবচেয়ে বড় ও জনপ্রিয় মার্কেটই হচ্ছে নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেটের এর পরে চট্টগ্রামের নিউ মার্কেট টি বড়। চট্টগ্রাম ও এর আশে পাশের লোকজন এখানে প্রয়োজনীয় জিনিসের জন্য আসে। নিজ এলাকার লোকজন বন্ধের দিন জানলেও, অন্য স্থান থেকে আসা লোকজন চট্টগ্রাম নিউ মার্কেট বন্ধের দিন গুলো জানে না। যার কারণে অনেকে বন্ধের দিনে মার্কেটে এসে দোকান গুলো খোলা পাওয়া না। কেননা এই মার্কেট টি সপ্তাহে এক দিন বন্ধ থাকে।

চট্টগ্রাম নিউ মার্কেট বন্ধের দিন

প্রতি মাসে চট্টগ্রামের নিউ মার্কেট মাসে ৪ দিন বন্ধ থাকে। আর প্রতি সপ্তাহে মাত্র একদিন বন্ধ থাকে। এটি হচ্ছে সাপ্তাহিক শুক্রবার। এই দিনে সম্পূর্ণ দোকান বন্ধ থাকে। শুধু তাই নয় প্রতি বৃহস্পতি বারে মার্কেট টি অর্ধ দিবস বন্ধ থাকে। চট্টগ্রাম নিউ মার্কেট বন্ধের দিন শুক্রবার পূর্ণ দিবস। বৃহস্পতিবার অর্ধ দিবস। তাই এই দুই দিন ব্যাতিত অন্য যেকোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট খোলা পাবেন। শনি ও রবিবারেও নিউ মার্কেট খোলা থাকবে। তবে শুক্রবারে এখাকার কোনো দোকান খোলা পাবেন না।

চট্টগ্রাম নিউ মার্কেট কবে কবে বন্ধ থাকে

নিউ মার্কেট টি ভিন্ন দুই টি দিনে বন্ধ থাকে। একদিন পূর্ণ দিবস ও আরেকদিন অর্ধ দিবস। অর্ধ দিবস সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের নিউ মার্কেট খোলা পাবেন। আর পূর্ণ দিবসে সারা দিন মার্কেট টি বন্ধ থাকে। বর্তমানে চট্টগ্রাম নিউ মার্কেট শুক্রবার বন্ধ থাকে। এছাড়া প্রতি বৃহস্পতি বারেও অর্ধ দিবস বন্ধ থাকে। এই ২ দিন ব্যাতিত প্রায় প্রতিদিন নিউ মার্কেট খোলা থাকবে।

চট্টগ্রাম নিউ মার্কেট কত দিন বন্ধ থাকে

এই মার্কেট টি তেমন বন্ধ থাকে না। একদিন সাপ্তাহিক বন্ধ থাকে শুধু। সব বন্ধের দিন মিলিয়ে চট্টগ্রাম নিউ মার্কেট প্রতি সপ্তাহে একদিন ও মাসে মোট ৪ দিন বন্ধ থাকে। বিভিন্ন সরকারি ছুটির দিনে মার্কেট খোলা পাওয়া যাবে। যার কারণে এই মার্কেট ৪ দিনের বেশি বন্ধ থাকে না। সাপ্তাহিক শুক্রবার ব্যাতিত যেকোনো দিন বা সময়ে মার্কেটে আসতে পারেন।

সরকারি ছুটির দিনে চট্টগ্রাম নিউ মার্কেট কি বন্ধ থাকে?

না, এই মার্কেট সরকারি ছুটির দিনেও খোলা রাখা হয়। সরকারি ছুটি যদি শুক্রবার হয়, তাহলে পূর্ণ দিবস বন্ধ থাকবে/। আর যদি বৃহস্পতিবারে সরকারি ছুটি হয় তাহলে মার্কেট টি অর্ধ দিবিস বন্ধ থাকবে। অনস্থায় প্রতি সরকারি ছুটিতে মার্কেট ও এর বিভিন্ন দোকান খোলা পাওয়া যাবে।

চট্টগ্রাম নিউ মার্কেট প্রতি শুক্রবারে বন্ধ থাকে। আর বৃহস্পতি আসলে দুপুরের মধ্যেই আসতে হবে। কেননা দুপুরের পর অর্ধ দিবস বন্ধের কারণে মার্কেট বন্ধ করা হবে। চট্টগ্রামের অন্যান্য মার্কেটের সাথে এই মার্কেট বন্ধের তারিখ মিলবে না।

আরও দেখুনঃ

ঢাকা নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

কলকাতা নিউ মার্কেট কবে বন্ধ থাকে ২০২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *