সুন্দর সুন্দর বকুল ফুলের ছবি ডাউনলোড ২০২৩

আমরা সকলেই অবশ্যই যে কোন ফুলকেই ভালবাসি বা পছন্দ করে থাকি। ফুল পছন্দ করে না বা ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই। তবে যে ফুলগুলোর গন্ধ বেশি সে ফুলকেই মানুষ বেশি পছন্দ করে। বকুল ফুল গন্ধের মধ্যে অন্যতম একটি ফুল যে ফুল প্রায় সকলেই পছন্দ করে। অনলাইনে অনেকেই বকুল ফুলের ছবি খুঁজে থাকে এবং বকুল ফুলের মালা খুজে থাকেন তাদের জন্যই আজকের এই প্রতিবেদন।

বকুল ফুলটা ছেলেদের থেকে মেয়েরা বেশি পছন্দ করে থাকে। তাই বকুল ফুলটা মেয়েদের কাছে একটু বেশি প্রাধান্য পায়। বকুল ফুল টা আকার একটু ছোট হওয়াতে এটা দিয়ে মালা গাঁথা হয় যাদের মেয়েদের অলংকার হিসেবে ব্যবহৃত হয়।

আমাদের দেশে বকুল ফুলটা অতি পরিচিত একটি ফুল। এই ফুল গাছটি যেকোনো জায়গায় হয়ে থাকে আকারে ছোট হলেও গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুল। বকুল ফুল দিয়ে নানা রকম ওষুধের কাজ করে থাকে। বকুল ফুল দিয়ে ভেষজ ঔষধ আয়ুর্বেদিক ঔষধ এবং দাঁতের সমস্যার জন্য নানাভাবে ব্যবহৃত হয়ে থাকে।

বকুল ফুলের ছবি

বকুল ফুলটা আকারে একটু ছোট হলেও এর সুবাস টা অত্যান্ত মিষ্টি একটি সুবাস। এই সুভাষটি অনেকদিন থাকে বিদায় যত্ন করে কিছুদিন রেখে দেওয়া যায়। বকুল ফুল শুকিয়ে গেলেও এর গন্ধটাও নেশা হওয়ার মত অত্যন্ত সুন্দর একটি গন্ধ। বকুল ফুলের গাছটি আকারে মাঝারি হয় এই কাজটি জমিনের আশেপাশে লাগানো হয় স্কুলের বারান্দার সামনে লাগানো হয় গাছটির তেমন কোন যত্ন না নিলেও গাছটি খুব সুন্দরভাবে পেরে ওঠে। বকুল ফুলের গাছ, গাছের পাতা পাকা ফল ফুল এবং কি রাষ্ট্রীয় নানাভাবে মানুষকে সহযোগিতা করে থাকে। এই গাছটি অত্যন্ত ছায়াযুক্ত একটি গাছ ।

বকুল ফুলের মালা ছবি

বাংলাদেশের জনপ্রিয় ফুল গুলোর মধ্যে বগল ফুলও একটি অন্যতম ফুল। এখান থেকে বকুল ফুলের মালার ছবি খুব সহজেই খুঁজে পাবেন। বকুল ফুল দিয়ে কিভাবে মালা তৈরি করতে হয় তা নিচের ছবিগুলো লক্ষ্য করুন। নিচে ছবিগুলো থেকে কিভাবে গোকুল ফুল দিয়ে মালা তৈরি করতে হয় তা থেকে ধারণা নিতে পারবেন খুব সহজেই।

বকুল ফুলের গাছের ছবি

শুধু ফুল চিনলেই হবে না ফুল গাছটাও চিনতে হবে। যদি আপনি ফুল গাছ না চিনেন তাহলে ফুলের চারা লাগাবেন কিভাবে। তাই আজকে বকুল ফুল গাছের ছবি নিচে দেয়া হল ছবিগুলো দেখে তারপর বাজার থেকে বকুল ফুল গাছে চারা ক্রয় করবেন। এখান থেকে বকুল ফুল গাছের ছবিগুলো ডাউনলোড করে রেখে দিন ছবিগুলো সুন্দর মত দেখে চারা ক্রয় করবেন।

বকুল ফুলের কবিতা

ফুল নিয়ে অনেকেই অনলাইনে কবিতা খুঁজে থাকে আজকের এই পোস্টে ফুল নিয়ে একটু কবিতা দেওয়া ভালো। আপনি যদি দিন দিন প্রকৃতি থেকে দূরে চলে যান তাহলে আপনার কিছুই ভালো লাগবে না। তাই আপনার মনকে ভালো সুস্থ রাখতে ফুলকে ভালবাসুন ফুল নিয়ে কবিতা পড়ুন। ফুল কত শত মানুষের পায়ে পিষ্ট হয় তাও কিন্তু ভুল মানুষের অন্তরে সর্বক্ষণ থাকে।

পুস্প
—–সোহাগ সরকার
আচ্ছা পুস্প তুমি এতো সুন্দর কেনো?
পুস্প বলে তোমার চোখ সুন্দর বলেই তো আমি এতো সুন্দর।
পুস্প আমি কি তোমাকে স্প্রর্শ করতে পারি একটু,
আমাকে তো স্প্রর্শ করতে পারবে না।
আমাকে স্প্রর্শ করলে যে আমি ঝরে যাই।
আচ্ছা পুস্প আমি কি তোমার সাথে থাকতে পারি?
আমার সাথে তুমি কেমন করে থাকবে বলো, আমার যে কতো রৌদ, বৃৃষ্টি, দিন,রাত, পহাতে হয়।
আমি তো আর সবার মতো নই।
আমার পাশে তো কেউই থাকতে চায় না,তুমি কেন,হে বালক?
আমি যে তোমার মতো করে বাঁচতে চাই পুস্প।
আমার মতো তুমিও কি কষ্ট করতে পারবে, হে যুবক?
আমাকে যে কতো-শত মানুষ ছিড়ে নষ্ট করে বেদনায় জড়ায়।
পারব কি না জানি না,তবুও আমি তোমার পাশে থাকতে চাই।
যদি নাই পারি, না হয় এক সাথে বেদনায় কাতর হয়ে কাঁদব…….।

সর্বশেষ কথা

কখন দখিন হতে কে দিল দুয়ার ঠেলি,
চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি।
বকুল পেয়েছে ছাড়া, করবী দিয়েছে সাড়া,
শিরীষ শিহরি উঠে দূর হতে কারে দেখি।
বকুল ফুলের ছবি নিয়ে প্রতিবেদনে অনেক সুন্দর সুন্দর কথা এবং অনেক সুন্দর সুন্দর ছবি শেয়ার করার চেষ্টা করেছি। ছবিগুলো ডাউনলোড করে রাখতে পারেন এবং ছবিগুলো থেকে বকুল ফুলের মালা কিভাবে তৈরি করতে হয় এবং বকুল গাছের চারা কি রকম, এবং বকুল ফুলের ছবি দেয়া আছে ছবিগুলো দেখে নানা ধরনের আইডিয়া পেয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *