আমরা সবাই ফুলের প্রেমে পরি। তাই ফুলকে ভালোবাসি। ফুল হচ্ছে ভালোবাসা ও বাগান বিলাসের সৌন্দর্যের প্রতীক। বাংলাদেশে যেমন গোলা, কাঠ গোলাপ, জবা বা কদম ইত্যাদি ফুল রয়েছে। বিদেশেই একই ফুলের নানা জাতের সমারোহ রয়েছে। সেখান কার প্রকৃতির ভিন্নতার ফলে বিদেশের মাটিতে গোলাপ বা জবা সহ আরও বিভিন্ন ফুলের উৎপাদন বিভিন্ন আকারের হয়ে থাকে। এই পোস্টে সুন্দর সুন্দর ও বিখ্যাত কিছু বিদেশি ফুলের ছবি ও এর নাম শেয়ার করা হয়েছে।
এই ফুল এর জবই দেখে আপনারা অবাক হয়ে যাবেন। প্রকৃতির মুগ্ধতায় বিমোহিত হয়ে যাবেন। এই পোস্টে আমেরিকা, কানাডা, ইংল্যাড সহ ইউরোপ ও আমেরিকার বড় বড় দেশের প্রধান ফুল এর পিকচার শেয়ার করা হয়েছে। এই ছবি গুলো দেখতে আগ্রহী হলে সম্পূর্ণ পোস্ট টি দেখুন।
বিদেশি ফুলের ছবি
আমরা সবাই বাংলাদেশের ফুল চিনে থাকি। কিন্তু বিদেশি ফুল এর সম্পর্কে সবারই খুব কম ধারনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও তাদের বিভিন্ন জাতের ফুল রয়েছে। এর মধ্যে তাদের একটি জাতীয় ফুলও থাকে। অনেক দেশেও গোলাপ ফুল পাওয়া যায়। তবে তাদের গঠন ও আকার, আকৃতি বিভিন্ন রকমের। হয়তো সাধারণ কোণও মানুষ ফুল দেখে চিনতে পারবেন না। পৃথিবীর সকল দেশের বিভিন্ন জাতের ফুল দেখা যায়। এই ফুলের অনেক জাত অন্য দেশে চাইলেও উৎপাদন করা যায় না পরিবেশের কারণে। নিচে বিদেশি ফুলের ছবি দেওয়া আছে। এই ছোব ি গুলো দেখে অন্যান্য দেশের ফুল সম্পর্কে জেনে নিন।
আমেরিকার ফুলের ছবি
এটি একটি উন্নত দেশে। এই দেশের অনেকে বাগান বিলাস পছন্দ করে। তাই তারা বাসা বাড়ির ছাদে বা বাড়ির পাশে ছোট আকারে বাগান তৈরি করে থাকে। এই বাগানে তাদের দেশের প্রধান প্রধান বা সৌন্দর্য যুক্ত ফুল উৎপাদন করে। আমেরিকার জাতীয় ফুলের নাম গোলাপ। এই দেশে লাল গোলাপের সাথে আরও বিভিন্ন জাতের গোলাপ ফুল পাওয়া যায়। এলেগেরা এটি একটি দক্ষিণ আমেরিকার দেশের ফুল। ফুল গুলো দেখতে আমাদের দেশের শিমুল তুলার মতো। এর রং সাদা। ফুলের পাপড়ির কেন্দ্রে হলুদ কালারের মতো আবরণ দেখা যায়।
জাপানি ফুলের ছবি
জাপানের জাতীয় ফুল হল চেরি। বাংলাদেশেও চেরি ফুল গাছ আছে। সেই সাথে বাংলাদেশের ফলের নামও চেরি রয়েছে। জাপানে বিভিন্ন জাতের চেরি ফুল পাওয়া যায়। জাপানী ভাষায় এই ফুলকে বলে সাকুরা Sakura, Japanese Cherry। এই ফুল জাপানে বসন্ত কালে দেখতে পাওয়া যাবে। এছাড়া আরও কিছু জাপানি ফুল রয়েছে। যেমনঃ মনিকা সানচেজ, উইকিমিডিয়া / পিকলোলোনেমেক, উইকিমিডিয়া / পাম্পকিনস্কি, চন্দ্রমল্লিকা, মোশি ফুল ও ইপোমিয়া মর্নিং গ্লোরি। নিচে জাপানি ফুলের ছবি গুলো দেওয়া আছে দেখুন।
চীনা ফুলের ছবি
চিন পৃথিবীর অন্যতম আরেক টি দেশ। যেখানে কম পরিমাণে হলেও ফুলের উৎপত্তি রয়েছে। এখানে গোলাপ বা জবা ফুলের মতো আরও বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়। নিচের অংশে চিনের ফুলের ছবি দেওয়া আছে। যারা ছবি গুলো দেখতে চান, নিচের দেওয়া চিনের বিভিন্ন জাতের ফুলের নাম সহ ছবি দেখুন।
বিদেশি গোলাপ ফুলের ছবি
গোপাল বাংলাদেশের এক ধরনের জাতীয় ফুল। অনেকে বাড়িতে এই ফুল গাছ লাগানো হয়। বাংলাদেশে যেমন সাদা গোলাপ বা লাল গোলাপ পাওয়া যায়। ঠিক তেমনি আরও অন্যান্য দেশে সাদা গোলাপের পাশা-পাশি বিভিন্ন আকৃতির গোলাপ পাওয়া যায়। নিচে বিদেশি গোলাপ ফুলের ছবি দেওয়া হয়েছে।
বিদেশি জবা ফুলের ছবি
বাংলাদেশে লাল জবা ফুল পাওয়া যায়। বিদেশেও অনেক জমা ফুলের সমারোহ রয়েছে। তারা বাড়ির পাশে ছোট ছোট ফুলের বাগান তৈরি করে। সেখানে জবা ফুলের বিভিন্ন জাত উৎপাদন করে। এখানে বিদেশি জবা ফুল এর পিকচার শেয়ার করেছি। যারা দেখতে চাচ্ছিলেন, নিচে থেকে দেখুন।
বিদেশি ডালিয়া ফুল এর ছবি
বাংলাদেশে একে ডালিয়া বলে চিনে থাকি। তবে বিদেশে একে Dahliya নামে চিনে। কারণ তারা বাংলা ভাষা বুঝে না। অন্যান্য দেশে বিভিন্ন জাতের ডালিয়া ফুল পাওয়া যায়। এখানে সেই সকল বিদেশি ডালিয়া ফুল এর ছবি দেওয়া হয়েছে।
বেগোনিয়া ফুল এর ছবি
এটি বাংলাদেশে পাওয়া যাবে না। তবে বিদেশে বেগোনিয়া ফুল উৎপাদন করা হয়। অনেক দেশে এই ফুল এর জনপ্রিয়তা রয়েছে। নিচের অংশে বেগোনিয়া ফুল এর পিকচার দেওয়া আছে। যারা এই ফুল চিনেন না বা দেখেনি এখান থেকে দেখতে পারেন।
শেষ কথা
এই ফুল ব্যাতিত আরও কিছু ফুল রয়েছে। যেগুলো খুব বেশি জনপ্রিয় নয়। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে বিদেশি ফুলের ছবি ও ফুলের নাম জানতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে ছবি গুলো এইচ ডী কুয়ালিটি দেওয়া আছে, চাইলে পিএনজি বা জেপিজি ফাইলে সংগ্রহ করুন।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।