একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে পঞ্চগড় জেলার সাথে যোগাযোগ স্থাপনকারী একটি আন্তঃনগর ট্রেন হচ্ছে একতা এক্সপ্রেস। নিয়মিত ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন পর্যন্ত এই ট্রেনটি চলাচল করে থাকে। পঞ্চগড়গামী অনেক যাত্রীগণ ইন্টারনেটে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও এর ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চায়।

তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং এর পূর্ণাঙ্গ ভাড়া তালিকাটি শেয়ার করতে চলেছি। এছাড়াও আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি  এই ট্রেনটি কোথায় কোথায় থামে এবং এই ট্রেনের অবস্থান সম্পর্কে কিভাবে জানবেন তা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সুতরাং আপনি যদি পঞ্চগড় আমি একজন যাত্রী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য উপকারী।

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩

আপনি যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় অথবা পঞ্চগড় থেকে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে একতা এক্সপ্রেস ট্রেনটি উপযুক্ত হতে পারে। প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে চায়। তাই এখন আমি এই ট্রেনের সময়সূচী বিস্তারিতভাবে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব

একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা শহরের কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০ টা ১০ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝপথে এই ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে এবং রাত ৯ টার সময় পঞ্চগড় এর বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছায়। অল্প কিছুক্ষণ বিরতি নিয়ে আবার নির্দিষ্ট নিয়মে পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি রাত ৯ টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং পরের দিন সকাল ৮ টা ১০ মিনিটে টাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। উল্লেখ্য যে এই ট্রেনটি সপ্তাহে সাত দিন চলাচল করে থাকে অর্থাৎ এ ট্রেনের কোন ছুটির দিন নেই।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু পঞ্চগড়নাই১০ঃ১০২১ঃ০০
পঞ্চগড় টু ঢাকানাই২১ঃ১০০৮ঃ১০

একতা এক্সপ্রেস বন্ধের দিন

শুক্রবার ও শনিবার সহ সপ্তাহে সাত দিন একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচল করে। ঠিক একই ভাবে প্রতিদিন পঞ্চগড় থেকে আবার ঢাকায় ট্রেনটি ফিরে এসে থাকে। সুতরাং আপনারা যারা একথা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জানাতে চাই যে ট্রেনের কোন বন্ধের দিন নেই।

একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী

আমরা সকলেই জানি যে পূর্বে একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর এবং দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচল করতো। কিন্তু এই ট্রেনটি বর্তমানে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচল করে। এই কারণে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী খুজে থাকেন, তাহলে আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যেই আমি এই ট্রেনের সময়সূচী বিস্তারিতভাবে আলোচনা করেছি। উপরের দেওয়া টেবিল থেকে আপনি খুব সহজেই ঢাকা টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু ঢাকা গামী একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টি সংগ্রহ করতে পারবেন।

একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

বাংলাদেশের আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন হচ্ছে এ কথা এক্সপ্রেস। বর্তমানে এই ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় জেলার সাথে সংযুক্ত হয়েছে, পূর্বে যা দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। বর্তমানে এই ট্রেনে মধ্যম শ্রেণীর সিট হতে শুরু করে উন্নত মানের সিট পর্যন্ত রয়েছে। ভাড়ার তালিকা পরিবর্তিত হয়ে থাকে। আপনি যদি একথা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত তা জানতে চান তাহলে নিচের দেওয়া টেবিলে তার বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি আপনাদের সাথে আন্তঃনগর এই ট্রেনের শোভন চেয়ার, এসি সিট ও স্নিগ্ধা সিটের ভাড়ার তালিকাটি আপনার সাথে শেয়ার করেছি।

স্টেশনের নামশোভন চেয়ারএসি সিটস্নিগ্ধা
পঞ্চগড়৫৫০১২৬০১০৫৩
ঠাকুরগাঁও৫২০১১৯১৯৮৯
দিনাজপুর৪৬৫১০৭০৮৯২
পার্বতীপুর৪৪০১০০৭৮৪০
ফুলবাড়ি৪২৫৯৭৮৮১১
বিরামপুর৪১৫৯৫৫৭৯৪
পাঁচবিবি৩৯৫৯০৯৭৫৯
জয়পুরহাট৩৯০৮৯২৭৪২
আক্কেলপুর৩৭৫৮৫৭৭১৯
সান্তাহার৩৬০৮২৩৬৯০
নাটোর৩২০৭৩৬৬১০
বি-বি-পৃর্ব১৩৫৩১১২৫৯
টাঙ্গাইল১১৫২৬৫২১৯

একতা এক্সপ্রেস কোথায় কোথায় থামে

একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন এ থামে। ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে এই ট্রেনটির সময় লাগে ১০ ঘন্টা ৫০ মিনিট। আবার পঞ্চগড় থেকে ট্রেনটি যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এক্ষেত্রে সময় নিয়ে থাকে ১১ ঘন্টা। দীর্ঘ যাত্রার মধ্যে এই ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। অনেকেই জানতে চায় একতা এক্সপ্রেস কোথায় কোথায় থামে। তাই আপনাদের বুঝার সুবিধার্থে নিচের একটি টেবিলে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরত স্টেশনগুলোর নাম এবং সময়সহ উল্লেখ করেছি।

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭০৫)দিনাজপুর থেকে (৭০৬)
ঢাকা১০ঃ১০০৮ঃ১০
বিমান বন্দর১০ঃ৩৭ —
জয়দেব পুর১১ঃ০৫০৬ঃ৫০
টাঙ্গাইল১২ঃ০৫০৫ঃ৪৬
বি-বি-পৃর্ব১২ঃ২৭০৫ঃ২৪
শহীদ এম মনসুর আলী১৩ঃ০৪
ঈশ্বরদী১৪ঃ২০
নাটোর১৫ঃ১০০৩ঃ১২
সান্তাহার১৬ঃ০০০২ঃ১০
আক্কেলপুর১৬ঃ২৫০১ঃ৩৫
জয়পুরহাট১৬ঃ৫৩০১ঃ১৮
পাঁচবিবি১৭ঃ০৬০১ঃ০৬
বিরামপুর১৭ঃ৩৬০০ঃ৪২
ফুলবাড়ি১৭ঃ৫০০০ঃ২৮
পার্বতীপুর১৮ঃ১৫২৩ঃ৫০
চিরিরবন্দর১৮ঃ১৪২৩ঃ২৯
দিনাজপুর১৯ঃ০০২৩ঃ০৪
সেতাবগঞ্জ১৯ঃ৩৫২২ঃ৩২
পীরগঞ্জ১৯ঃ৫১২২ঃ১৬
ঠাকুরগাঁও২০ঃ১৫২১ঃ৫১
রুহিয়া২০ঃ৩৩২১ঃ৩৪
কিসমত২০ঃ৪২২১ঃ২৫
বি সিরাজুল ইসলাম২১ঃ০০২১ঃ১০
মোট সময়১০ ঘন্টা ৫০ মি১১ ঘন্টা

একতা এক্সপ্রেস ট্রেনের কোড

ট্রেনের অবস্থান জানার জন্য সর্বপ্রথম আমাদের ট্রেনের কোড জানা দরকার হয়ে থাকে। আপনি যদি একথা এক্সপ্রেস ট্রেনের কোড জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে জানাতে চাই যে এই ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের জন্য যখন ছেড়ে যায় তখন ট্রেনের কোড ৭০৫। আবার একই ট্রেনটি যখন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তখন এই ট্রেনের কোড হচ্ছে ৭০৬।

একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা রুটে চলাচল করে থাকে। অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে একতা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন এখন কোথায় তা লিখে সার্চ করে থাকে। আপনি দুইটি উপায়ে এই ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। প্রথমত মোবাইলের মেসেজ পাঠিয়ে আপনি একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন অথবা উপরের টেবিলের একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন গুলোর নাম এবং সময়ের মাধ্যমে ট্রেনের অবস্থান জানতে পারবেন।

আপনি যদি মোবাইল এসএমএস এর মাধ্যমে এই ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ১৬৩১৮ নাম্বারে একটি মেসেজ পাঠাতে হবে। নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে মেসেজ পাঠিয়ে এ কথা এক্সপ্রেস ট্রেন কোথায় আছে তা জেনে নিতে পারেন।

SMS: : TR <space> 705 or 706 & Sent to 16318.

সর্বশেষ কথা

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সর্বদা টিকিট কেটে ট্রেন ভ্রমণ করুন এবং অপরকেও টিকিট কাটতে উৎসাহিত করুন। আজকের এই পোস্টে আমি আপনার সাথে ঢাকা থেকে পঞ্চগড়গামী  একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি এই ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলোর নাম সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ধন্যবাদ

আরও দেখুনঃ

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *