বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে পঞ্চগড় জেলার সাথে যোগাযোগ স্থাপনকারী একটি আন্তঃনগর ট্রেন হচ্ছে একতা এক্সপ্রেস। নিয়মিত ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন পর্যন্ত এই ট্রেনটি চলাচল করে থাকে। পঞ্চগড়গামী অনেক যাত্রীগণ ইন্টারনেটে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও এর ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চায়।
তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং এর পূর্ণাঙ্গ ভাড়া তালিকাটি শেয়ার করতে চলেছি। এছাড়াও আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি এই ট্রেনটি কোথায় কোথায় থামে এবং এই ট্রেনের অবস্থান সম্পর্কে কিভাবে জানবেন তা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সুতরাং আপনি যদি পঞ্চগড় আমি একজন যাত্রী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য উপকারী।
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩
আপনি যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় অথবা পঞ্চগড় থেকে বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে একতা এক্সপ্রেস ট্রেনটি উপযুক্ত হতে পারে। প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে চায়। তাই এখন আমি এই ট্রেনের সময়সূচী বিস্তারিতভাবে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব
একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা শহরের কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০ টা ১০ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝপথে এই ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে এবং রাত ৯ টার সময় পঞ্চগড় এর বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছায়। অল্প কিছুক্ষণ বিরতি নিয়ে আবার নির্দিষ্ট নিয়মে পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি রাত ৯ টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং পরের দিন সকাল ৮ টা ১০ মিনিটে টাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। উল্লেখ্য যে এই ট্রেনটি সপ্তাহে সাত দিন চলাচল করে থাকে অর্থাৎ এ ট্রেনের কোন ছুটির দিন নেই।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু পঞ্চগড় | নাই | ১০ঃ১০ | ২১ঃ০০ |
পঞ্চগড় টু ঢাকা | নাই | ২১ঃ১০ | ০৮ঃ১০ |
একতা এক্সপ্রেস বন্ধের দিন
শুক্রবার ও শনিবার সহ সপ্তাহে সাত দিন একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচল করে। ঠিক একই ভাবে প্রতিদিন পঞ্চগড় থেকে আবার ঢাকায় ট্রেনটি ফিরে এসে থাকে। সুতরাং আপনারা যারা একথা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জানাতে চাই যে ট্রেনের কোন বন্ধের দিন নেই।
একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী
আমরা সকলেই জানি যে পূর্বে একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর এবং দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচল করতো। কিন্তু এই ট্রেনটি বর্তমানে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে চলাচল করে। এই কারণে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী খুজে থাকেন, তাহলে আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যেই আমি এই ট্রেনের সময়সূচী বিস্তারিতভাবে আলোচনা করেছি। উপরের দেওয়া টেবিল থেকে আপনি খুব সহজেই ঢাকা টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু ঢাকা গামী একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টি সংগ্রহ করতে পারবেন।
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
বাংলাদেশের আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন হচ্ছে এ কথা এক্সপ্রেস। বর্তমানে এই ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় জেলার সাথে সংযুক্ত হয়েছে, পূর্বে যা দিনাজপুর পর্যন্ত চলাচল করতো। বর্তমানে এই ট্রেনে মধ্যম শ্রেণীর সিট হতে শুরু করে উন্নত মানের সিট পর্যন্ত রয়েছে। ভাড়ার তালিকা পরিবর্তিত হয়ে থাকে। আপনি যদি একথা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত তা জানতে চান তাহলে নিচের দেওয়া টেবিলে তার বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি আপনাদের সাথে আন্তঃনগর এই ট্রেনের শোভন চেয়ার, এসি সিট ও স্নিগ্ধা সিটের ভাড়ার তালিকাটি আপনার সাথে শেয়ার করেছি।
স্টেশনের নাম | শোভন চেয়ার | এসি সিট | স্নিগ্ধা |
পঞ্চগড় | ৫৫০ | ১২৬০ | ১০৫৩ |
ঠাকুরগাঁও | ৫২০ | ১১৯১ | ৯৮৯ |
দিনাজপুর | ৪৬৫ | ১০৭০ | ৮৯২ |
পার্বতীপুর | ৪৪০ | ১০০৭ | ৮৪০ |
ফুলবাড়ি | ৪২৫ | ৯৭৮ | ৮১১ |
বিরামপুর | ৪১৫ | ৯৫৫ | ৭৯৪ |
পাঁচবিবি | ৩৯৫ | ৯০৯ | ৭৫৯ |
জয়পুরহাট | ৩৯০ | ৮৯২ | ৭৪২ |
আক্কেলপুর | ৩৭৫ | ৮৫৭ | ৭১৯ |
সান্তাহার | ৩৬০ | ৮২৩ | ৬৯০ |
নাটোর | ৩২০ | ৭৩৬ | ৬১০ |
বি-বি-পৃর্ব | ১৩৫ | ৩১১ | ২৫৯ |
টাঙ্গাইল | ১১৫ | ২৬৫ | ২১৯ |
একতা এক্সপ্রেস কোথায় কোথায় থামে
একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন এ থামে। ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে এই ট্রেনটির সময় লাগে ১০ ঘন্টা ৫০ মিনিট। আবার পঞ্চগড় থেকে ট্রেনটি যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এক্ষেত্রে সময় নিয়ে থাকে ১১ ঘন্টা। দীর্ঘ যাত্রার মধ্যে এই ট্রেনটি বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। অনেকেই জানতে চায় একতা এক্সপ্রেস কোথায় কোথায় থামে। তাই আপনাদের বুঝার সুবিধার্থে নিচের একটি টেবিলে একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরত স্টেশনগুলোর নাম এবং সময়সহ উল্লেখ করেছি।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭০৫) | দিনাজপুর থেকে (৭০৬) |
ঢাকা | ১০ঃ১০ | ০৮ঃ১০ |
বিমান বন্দর | ১০ঃ৩৭ | — |
জয়দেব পুর | ১১ঃ০৫ | ০৬ঃ৫০ |
টাঙ্গাইল | ১২ঃ০৫ | ০৫ঃ৪৬ |
বি-বি-পৃর্ব | ১২ঃ২৭ | ০৫ঃ২৪ |
শহীদ এম মনসুর আলী | ১৩ঃ০৪ | — |
ঈশ্বরদী | ১৪ঃ২০ | — |
নাটোর | ১৫ঃ১০ | ০৩ঃ১২ |
সান্তাহার | ১৬ঃ০০ | ০২ঃ১০ |
আক্কেলপুর | ১৬ঃ২৫ | ০১ঃ৩৫ |
জয়পুরহাট | ১৬ঃ৫৩ | ০১ঃ১৮ |
পাঁচবিবি | ১৭ঃ০৬ | ০১ঃ০৬ |
বিরামপুর | ১৭ঃ৩৬ | ০০ঃ৪২ |
ফুলবাড়ি | ১৭ঃ৫০ | ০০ঃ২৮ |
পার্বতীপুর | ১৮ঃ১৫ | ২৩ঃ৫০ |
চিরিরবন্দর | ১৮ঃ১৪ | ২৩ঃ২৯ |
দিনাজপুর | ১৯ঃ০০ | ২৩ঃ০৪ |
সেতাবগঞ্জ | ১৯ঃ৩৫ | ২২ঃ৩২ |
পীরগঞ্জ | ১৯ঃ৫১ | ২২ঃ১৬ |
ঠাকুরগাঁও | ২০ঃ১৫ | ২১ঃ৫১ |
রুহিয়া | ২০ঃ৩৩ | ২১ঃ৩৪ |
কিসমত | ২০ঃ৪২ | ২১ঃ২৫ |
বি সিরাজুল ইসলাম | ২১ঃ০০ | ২১ঃ১০ |
মোট সময় | ১০ ঘন্টা ৫০ মি | ১১ ঘন্টা |
একতা এক্সপ্রেস ট্রেনের কোড
ট্রেনের অবস্থান জানার জন্য সর্বপ্রথম আমাদের ট্রেনের কোড জানা দরকার হয়ে থাকে। আপনি যদি একথা এক্সপ্রেস ট্রেনের কোড জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে জানাতে চাই যে এই ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের জন্য যখন ছেড়ে যায় তখন ট্রেনের কোড ৭০৫। আবার একই ট্রেনটি যখন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তখন এই ট্রেনের কোড হচ্ছে ৭০৬।
একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায়
আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা রুটে চলাচল করে থাকে। অনেক সম্মানিত যাত্রীগণ ইন্টারনেটে একতা এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন এখন কোথায় তা লিখে সার্চ করে থাকে। আপনি দুইটি উপায়ে এই ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। প্রথমত মোবাইলের মেসেজ পাঠিয়ে আপনি একতা এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন অথবা উপরের টেবিলের একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশন গুলোর নাম এবং সময়ের মাধ্যমে ট্রেনের অবস্থান জানতে পারবেন।
আপনি যদি মোবাইল এসএমএস এর মাধ্যমে এই ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ১৬৩১৮ নাম্বারে একটি মেসেজ পাঠাতে হবে। নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করে মেসেজ পাঠিয়ে এ কথা এক্সপ্রেস ট্রেন কোথায় আছে তা জেনে নিতে পারেন।
SMS: : TR <space> 705 or 706 & Sent to 16318.
সর্বশেষ কথা
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সর্বদা টিকিট কেটে ট্রেন ভ্রমণ করুন এবং অপরকেও টিকিট কাটতে উৎসাহিত করুন। আজকের এই পোস্টে আমি আপনার সাথে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি এই ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলোর নাম সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।