বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন জেনেনিন।

বাংলা আমাদের মাতৃ ভাষা হওয়ায় সবাই বাংলা ভাষায় পারদর্শী। কিন্তু বাংলার পাশা-পাশি ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয় অনেক সময়। এজন্য ইংরেজি শব্দের অর্থ জানতে হয়। আজকের পোস্টে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। সেটি হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন?

যেহেতু আমরা সবাই ইংরজি খুব একতা ভালো পারি না। কিন্তু একটি প্রক্রিয়ায় অবলম্বন করে বাংলা ভাষাকে ইংরেজিতে রূপান্তর করা সম্বভ এবং ইংরেজি শব্দকে বাংলায় পরিবর্তন করা যাবে। এজন্য আপনারা সবাই গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে অনলাইনের সহায়তা নিতে হবে। অফলাইনে কিভাবে একই কাজ করবেন তা জানতে নিচের অংশ টুকু পড়ুন।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন

বেশির ভাগ মানুষ বাংলা থেকে ইংরেজি করার জন্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাাপের সাহা নিয়ে থাকে। আপনাকেও ঠিক একই ভাবে বাংলা কে ইংরেজিতে রূপান্তর করতে হবে। আপনারা দুই ভাবে ভাষা ট্রান্সলেট করতে পারবেন। একটি বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইন থেকে ও অন্যটি অফলাইনে। অনলাইন থেকে আপনাকে গুগলের একটি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইট ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন তা নিচের দিকে বিস্তারই দেখানো হয়েছে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনলাইন

অনলানের মাধ্যমে আপনারা বাংলা থেকে বিশ্বের যেকোনো ভাষায় পরিবর্তন করতে পারবেন। এই কাজ টি মোবাইল বা পিসি উভয় ডিভাইসে করতে পারবেন। প্রথমে গুগলে চলে যাবেন। সেখানে সার্চ দিবেন গুগল ট্রান্সলেট লিখে। লিখার পড়ে উপরে একটি ওয়েব সাইট থাকবে। সেটি তে প্রবেশ করবেন। গুগলের সাথে একটি জিমেইল একাউন্ট লগইন থাকতে হবে। এই ওয়েব সাইট টি মোবাইলের জন্য অ্যাাপ ভার্সন চালু করেছে।

যারা মোবাইলে এটি ব্যবহার করতে চান তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। পড়ে ইন্সটল করে নিবেন।  এই গুগল ট্রান্সলেট ব্যাতিত আরও অনেক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আছে। এজন্য প্লে স্টোরে বা গুগলে বাংলা টু ইংরেজি ট্রান্সলেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেক গুলো অনলাইন অ্যাপ চলে আসবে। আপনার পছন্দ মত যেকোনো একটি ট্রান্সলেটর সংগ্রহ করে নিবেন।

গুগল ট্রান্সলেট ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার নিয়ম

সবচেয়ে সহজ ও নির্ভুল ভাবে যেকোনো দেশের ভাষা জানতে এটি ব্যবহার করবেন। বেশির ভাগ মানুষ ভাষা ট্রান্সলেটের জন্য গুগল ব্যবহার করে থাকে। এখানে কিভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে হয় সেই পদ্ধতি দেখিয়েছি। নিচের দেওয়া নিয়ম গুলো অনুসরণ করলেও আপনিও এই ভাবে গুগল ট্রান্সলেট থেকে ইংরেজি ভাষায় পরিবর্তন করতে পারবেন।

১। প্রথমে গুগল বা যেকোনো সার্চ ইঞ্জিনে চলে যান।

২। এখন গুগল ট্রান্সলেট লিখে সার্চ করুন। translate.google.com সার্চ করার পর এই ওয়েবসাইটে ক্লিক করুন।

৩। নিচের দেওয়া ছবির মতো একটি ইন্টার ফেজ দেখতে পাবেন। সেখানে দুই টি অংশে ভাগ করা আছে। একটি হচ্ছে কোন ভাষাকে পরিবর্তন করতে চান। পরতের অংশ হচ্ছে কোন ভাষায় ট্রান্সলেট করতে চান।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন

৪। Enter text এখানে বাংলা ভাষা লিখুন।( আপনি যে ভাষার অর্থ জানতে চাচ্ছেন) । প্রথমে উপরের বক্স থেকে বাংলা ভাষা সিলেক্তড করুন।

৫। এর পর পরের অংশে যে ভাষায় ট্রান্সলেট করবেন, সেই ভাষা টি সিলেক্তড করতে হবে। যেহেতু ইংরেজিতে ট্রান্সলেট করবেন, তাই এখানে ইংলিশ ভাষা সিলেক্তড করতে হবে।

এই একই নিয়ম অনুসরণ করে পৃথিবীর যেকোনো ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করা যাবে। এর পাশা-পাশি এই অর্থ টি এখান থেকেই জেনে নিতে পারবেন। মোবাইলেও গুগল থেকে বা গুগল ট্রান্সলেট অ্যাপ থেকে একই প্রক্রিয়া অনুসরণ করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ apps

মোবাইল আপ্সের মধ্যে অনেক গুলো আপ্লিকেশন করেছে, যেখানে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা অনেক সহজ। এর মধ্যে সবচেয়ে ভালো একটি অ্যাাপ হচ্ছে Bangla English Translator। এটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপ টি গুগল ট্রান্সলেটর এর মতো ব্যবহার করতে পারবেন। এই রকম আরও কিছু মোবাইল আপ্সের তালিকা নিচে দেওয়া হলো।

১।  Google Translate
২। ইংরেজি শব্দ বাংলা উচ্চারণ।
৩। বাংলা থেকে ইংরেজি অনুবাদ।
৪। Bengali To English Translator
৫। English Bangla Dictionary
৬। English to Bangla Translator
৭। বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ
৮। Bangla English Translator।

শেষ কথা

এই রকম আরি অনেক ট্রান্সলেটর আছে। এই পোস্টে সবচেয়ে জনপ্রিয় ভাষা ট্রান্সলেটর সম্পর্কে শেয়ার করেছি। আপনারা সবাই গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন। এর পাশা-পাশি English Bangla Dictionary এই মোবাইল অ্যাপ টি ব্যবহার করতে পারেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন তা জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *