২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও মেসেজ

দেশে ও দেশের বাইরে অবস্থানরত সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে থেকে ৭১ বছর পূর্বে ঠিক এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিল। পাকিস্তান সরকার জোর করে উর্দু ভাষাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা মেনে নিতে পারেনি। তারা রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানায়।

১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র-জনতা আন্দোলন ও মিছিল চালায়। মিছিলের উপর নির্মমভাবে বর্বর হত্যাকান্ড চালানো হয়। সালাম, রফিক, জব্বার ও বরকত সহ হাজারো প্রাণের বিনিময়ে আমরা সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছিলাম।

সকল ভাষা শহীদের কে শ্রদ্ধাঞ্জলি ও মনের অন্তস্থল থেকে হাজারো সালাম। আজকে একুশে ফেব্রুয়ারি, বাঙালি জাতির গৌরব উজ্জ্বল একটি দিন। এই দিনে আমরা অনেকেই ফেসবুকে আমাদের মনোভাব প্রকাশ করতে চাই। অনেকেই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়ে থাকে।

আমি লক্ষ্য করেছি যে অনেকেই ইতোমধ্যে ইন্টারনেটে একুশে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস বা শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজে বেড়াচ্ছে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহকৃত অনেক সুন্দর সুন্দর মাতৃভাষা দিবসের ফেসবুক স্ট্যাটাস এর নমুনা শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস ২০২৪

কালের বিবর্তনে আধুনিক সমাজ আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের কথা প্রায়ই ভুলে যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা আমাদের তরুণ সমাজদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আমাদের সকলের কর্তব্য।

বায়ান্নর ভাষা আন্দোলন এর গুরুত্ব বা তাৎপর্য কখনো বলে বুঝানো সম্ভব নয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্য আমাদের এই ভাষাগত স্বাধীনতা। তাইতো জাতিসংঘ কর্তৃক এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই গুরুত্বকে আমাদের সমাজে বিস্তার করার উদ্দেশ্যে বা আমাদের ভাষা শহীদদেরকে স্মরণের উদ্দেশ্যে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস প্রদান করে থাকে। আমি লক্ষ্য করেছি যে অনেকেই ইন্টারনেটে ২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস বা শুভেচ্ছা স্ট্যাটাস খুজে বেড়াচ্ছে। এখানে কিছু স্ট্যাটাস বা শুভেচ্ছা মেসেজের নমুনা শেয়ার করা হল।

নাম না জানা অনেক শহীদের
রক্তের বিনিময়ে আমরা আজকে
কথা বলতে পারছি নিজের মায়ের
ভাষায় এর থেকে গর্বের
আর কোন কিছু থাকে না।

ধন্য আমার বাংলার মাটি,
যেথায় জন্মেছে লাখো বীর সন্তান,
সালাম জানাই বীর সন্তানদের,
সালাম জানাই ৩০ লক্ষ সহীদদের প্রতি।

৫২ এর ভাষা আন্দোলন না হলে
৭১ এর মুক্তিযুদ্ধ হতো না!
মুক্তি যুদ্ধ না হলে বাঙ্গালী
জাতি ধীরে ধীরে তার অস্তিত্ব হারাতো ।
আজ এ কথা ভেবে গৌরব বোধ করি।

ও মা কেমন করে ভুলি বল
২১শে ফেব্রুয়ারী?
আমার পরানে আজও তাদের সুর বাজে।
বুকের তাজা রক্তে যারা
লিখে ছিল বাংলা ভাষা।
২১শে ফেব্রুয়ারী প্রভাতে ফুল দিয়ে ও মা
পুরন হবে কি তাদের আশা?

রফিক, সালাম, বরকত
আরো হাজার বীর সন্তান,
করল ভাষার মান রক্ষে
বিলিয়ে আপন পরান।
যাদের রক্তে রাঙ্গানো একুশ
ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা
ধন্য ওদের পরান

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা

টেক্সট মেসেজ বা ক্ষুদ্র বার্তা বর্তমানে খুবই জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা মোবাইলের টেক্সট মেসেজেও এ সকল শুভেচ্ছা বার্তা পাঠাতে পারি। আজকে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ও গৌরবময় একটি দিন। আমরা যে বাংলা ভাষায় কথা বলি তা অর্জনের পিছনে অনেক বড় ইতিহাস রয়েছে। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতেছি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা চাইলে আমাদের আত্মীয়-স্বজন বা কাছের মানুষজনদেরকে ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা বা মেসেজ পাঠাতে পারি। অনেকেই ইন্টারনেটে ফেব্রুয়ারির বা ভাষা আন্দোলনের শুভেচ্ছা বার্তা খুজতেছেন। তাই আমি বিভিন্ন মাধ্যম থেকে আপনার জন্য বাছাই করে অনেক সুন্দর সুন্দর  একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা বার্তা সংগ্রহ করেছি।

যে ভাষার জন্য আমরা এতো হুন্নে ,
যে ভাষার জন্য এত রক্তপাত,
যে ভাষা আমাদের করেছে মহান,
সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি … ?

ফেব্রুয়ারী আমার ভাইয়ের,
ফেব্রুয়ারী আমার মায়ের,
একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি…

দোয়ারে বসে মা আবার ধান ভাঙ্গে,
বিন্নি ধানের খৈ ভাজে,
খোকা তার কখন আসে
কখন আসে।

বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।

রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান…
সকাল বেলা পান্তা খেয়ে
বৈশাখের ঐ দিনে,
বিকেল বেলায় উঠছো আবার
ইংলিশ, হিন্দি গানে মেতে…

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা মেসেজ

আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি যদি ইন্টারনেটে একুশে ফেব্রুয়ারি বা মাতৃভাষা দিবসের শুভেচ্ছা মেসেজ খুজে থাকেন তাহলে এই মুহূর্তে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। এখন আমি আপনার সাথে বিভিন্ন মাধ্যম থেকে বাছাই করে সংগ্রহকৃত অনেক সুন্দর সুন্দর এবং শ্রুতি মধুর মাতৃভাষা দিবসের শুভেচ্ছা মেসেজ শেয়ার করব। নিচের অংশ থেকে সম্পূর্ণ ফ্রিতে শুভেচ্ছা মেসেজগুলো সংগ্রহ করতে পারেন এবং চাইলে ফেসবুক স্ট্যাটাস বা মেসেজের মাধ্যমে সবাইকে পাঠাতে পারেন।

ফেব্রুয়ারী ফেব্রুয়ারী
বাংলা ভাষার মাস।
বাংলা আমার মাতৃভাষা
মিটাই মনের আশ।

একুশে ফেব্রুয়ারি শুধু
যে বাংলাদেশে পালন করা
হয় ভাষা দিবস হিসাবে তা না ।
আমাদের পার্শ্ববর্তী দেশে পশ্চিমবঙ্গ
সহ সকল বাংলা ভাষা ব্যবহার
কারিদের জন্য ২১ ফেবরুয়ারী
গৌরবোজ্জ্বল দিন ।

রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।

যে ভাষার জন্য আমাদের এত গৌরব…
যে ভাষার জন্য এত রক্তপাত…
যে ভাষা আমাদের করেছে এত মহান…
সেই ভাষা শহীদদেরকে কি মোরা
ভুলিতে কখনো পারি…

মনে পরে ৫২ এর কথা,
মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা।
যখন হারিয়েছি ভাইদের,
দিয়েছে রক্ত ভাষার জন্যে।

মুক্ত বাংলা যুক্ত কর,
সোনার বাংলা ধন্য কর,
মুক্ত বাংলা সবার আছে।
যুক্ত করা মোদের আশা,
বাংলা ভাষা পরানের ভাষা।

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক ক্যাপশন

ফেসবুক স্ট্যাটাস এর পাশাপাশি আমরা ক্যাপশন পোস্ট করে থাকি। পিকচার শেয়ার করার পাশাপাশি এই ক্যাপশনগুলো যুক্ত করা হয়ে থাকে। অনেকেই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের ফেসবুক বন্ধুদের কে শুভেচ্ছা জানানোর জন্য একুশে ফেব্রুয়ারির ছবি পোস্ট করে থাকেন। মাতৃভাষা দিবসের ছবির সাথে অনেক সুন্দর facebook ক্যাপশন প্রদান করার জন্য তারা ইন্টারনেটে সার্চ করে থাকে। তাই এখানে আমি আপনার জন্য বেশ কিছু অনেক সুন্দর সুন্দর একুশে ফেব্রুয়ারি ফেসবুকে ক্যাপশন শেয়ার করেছি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি!

একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার। বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।

যারা বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিলেন, তাদের জানাই হাজার সালাম, আমার প্রাণের ২১ শে ফেব্রুয়ারি।

বাংলা তেই শুরু বাংলা তেই শেষ…………হৃদয় জুড়ে একটাই শব্দ আমার………বাংলাদেশ।

ভাষা শহীদের দল, তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি । সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।

মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা ।

মায়ের কাছে ফেরা হয়নি ওঁদের! বরকত, সালাম, রফিক, জাব্বার, সালাহউদ্দীন সহ অগুনিত ছাত্র জনতা কোনদিন ফিরে যায় নি মায়ের কোলে ।

সর্বশেষ কথা

সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শেষ করছি। আশা করি এই পোস্টে শেয়ারকৃত একুশে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা গুলো আপনার অনেক পছন্দ হয়েছে। আপনি চাইলে এসব কল স্ট্যাটাস গুলো কপি করে আপনার ফেসবুক টাইম লাইনে বা আপনার বন্ধুদেরকে মেসেজের মাধ্যমেও পাঠাতে পারবেন। সর্বশেষে আমাদের ভাষা শহীদের প্রতি রইল হাজারও সালাম।

আরও দেখুনঃ

২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসের স্লোগান

২১শে ফেব্রুয়ারি নিয়ে উক্তি ও ছন্দ 

[PDF] আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুচ্ছেদ – সকল ক্লাস

২১শে ফেব্রুয়ারি ছবি, পিকচার ও পোস্টার HD

মাতৃভাষা নিয়ে কবিতা । ২১শে ফেব্রুয়ারি কবিতা 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ( ২১শে ফেব্রুয়ারি ) রচনা – PDF

One thought on “২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও মেসেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *