২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড

এস এস সি পরীক্ষার সমমান হচ্ছে দাখিল পরীক্ষা। দাখিল পরীক্ষা মাদ্রাসাবোর্ডের অধীনে নয়া হয়। ২০২৪ সালের মাদ্রাসার এস এস সি পরীক্ষার জন্য রুটিন প্রকাশ করা হয়েছে। এটি মূলত দাখিল পরীক্ষা। সারা বাংলাদেশে দাখিল পরীক্ষা ১৫ই ফেব্রুয়ারী ২০২৪ থেকে শুরু হবে। বাংলাদেশ মাদ্রাসাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন রুটিন টি প্রকাশ করা হয়েছে। নিচে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড পিডিএফ ফাইলে দেওয়া আছে।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা

মাদ্রাসার জন্য এস এস সি নয়। মূলত এটি এস এস সি সমমান পরীক্ষা ধরা হয়। যার নাম হচ্ছে দাখিল পরীক্ষা। তো যারা মাদ্রাসাবোর্ড থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য আলাদা একটি রুটিন দেওয়া হয়েছে। এই রুটিন অনুযায়ী মাদ্রাসার পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এখানে ২০২৪ সালের দাখিল পরীক্ষার রুটিন পিডিএফ শেয়ার করা হয়েছে।

বিষয়বিষয় কোডতারিখ
কুরআন মাজিদ ও তাজভিদ১০১১৫/০২/২০২৪
আরবি ১ম পত্র১০৩১৮/০২/২০২৪
আরবি ২য় পত্র১০৪২০/০২/২০২৪
গণিত১০৮২২/০২/২০২৪
বাংলা ১ম পত্র১৩৪২৫/০২/২০২৪
বাংলা ২য় পত্র১৩৫২৫/০২/২০২৪
হাদিস শরীফ১০২২৮/০২/২০২৪
আকাইদ ও ফিকহ১৩৩২৯/০২/২০২৪
ইংরেজি ১ম পত্র১৩৬০৩/০৩/২০২৪
ইংরেজি ২য় পত্র১৩৭০৫/০৩/২০২৪
কৃষি১১১
১১৩
১১৪
১১২
১১৬
১২৩
১৪৩
০৬/০৩/২০২৪
ইসলামের ইতিহাস১০৯
১৩০
১৩১
০৭/০৩/২০২৪
তাজভিদ১২১১০/০৩/২০২৪
জীব বিজ্ঞান১৩২১২/০৩/২০২৪
আইসিটি১৪০১৩/০৩/২০২৪
উচ্চতর গণিত১৬৫১৪/০৩/২০২৪

২০২৪ সালের দাখিল পরীক্ষা রুটিন পিডিএফ

১৫ই ফেব্রুয়ারী থেকে দাখিল পরীক্ষা শুরু হবে। মূল পরীক্ষা শেষ হবে এপ্রিল মাসের ১৪ তারিখে। এরপর আবার ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের রোল নাম্বার ও আনুষঙ্গিক কাগজপত্র সহ বোর্ডের কাছে উপস্থাপন করতে হবে। সকল বিভাগ মিলে ১৫ টির বেশি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা গুলো আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে। তবে গ্রুপ বিষয়ের পরীক্ষা একই দিনে নেওয়া হবে। সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিকালে কোনো পরীক্ষা থাকবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা

দাখিল পরীক্ষার বিশেষ নির্দেশাবলি ২০২৪

প্রতি বছর এস এস সি ও সমমান পরীক্ষার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই বছরও দাখিল পরীক্ষার জন্য অনেক গুলো নির্দেশোনা দেওয়া আছে। পরীক্ষা চলাকালীন সময়ে এই নিয়ম গুলো মেনে চলতে হবে। পরীক্ষার সময় কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে তা জেনে নিতে হবে। নিচে লিস্ট আকারে বিশেষ নির্দেশাবলি দেওয়া আছে।

  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
  • পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।
  • শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটি এনসিটিবি-এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন।
  • পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরণত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • কেন্দসচিব ব্যাতীত অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব যোগাযোগের স্বার্থে সাধারণ (নন-এনড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করবেন।
  • সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী, ব্যবহারিক ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
  • ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • মুজাব্বিদ বিভাগের কিরআতে তারতিল ও হাদর (বিষয় কোড-১২০) এবং হিফজুল কুরআন বিভাগের হিফজুল কুরআন দাওর (বিষয় কোড-১২২) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেষ কথা

পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে প্রবেশপত্র দেওয়া হবে। এটি সংগ্রহ করা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া পরীক্ষার তারিখ ও সময় মনে রাখতে রুটিন টি সংগ্রহ করে নেওয়া উচিৎ। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা  বোর্ডের সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

২০২৪ এসএসসি পরীক্ষার রুটিন পিডিএফ সকল বোর্ড

3 thoughts on “২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *