পৃথিবীতে এমন কোন মানুষকে কি খুঁজে পাওয়া যাবে? যার আসলেই কোন কষ্ট নেই। অবশ্যই নয়! আমার সাথে আপনারো নিশ্চই দ্বিমত নেই! আসলেই আপনি, আমি, আমাদের প্রত্যেকের মাঝেই কষ্ট আছে। সেই কষ্টও আবার হরেক রকম! কারো কষ্ট ভালবাসার মানুষকে হারিয়ে, কারো কষ্ট পরিবারের সমস্যাকে ঘিরে, আবার কারো কষ্ট ক্যারিয়ার নিয়ে হতাশার কারণে। মাঝে মাঝে এই কষ্টের বোঝা আমাদেরকে অনেক বেশি আবেগী করে তোলে। কেউ কেউ তা প্রকাশ করে, কেউ চেপে রাখে মনের গহীনে। এই যুগে আমরা আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, প্রায় সব কিছুই শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়াতে। ইমোশনাল সময়ে আমরা অনেকেই ফেসবুকে আবেগি কথা বার্তা পোস্ট করে থাকি বা মাই ডে দিয়ে থাকি।
আজ আমরা আপনাদের সামনে কিছু মন খারাপের উক্তি বা কষ্টের স্ট্যাটাস (sad status bangla) নিয়ে এলাম। প্রত্যেকটি মানুষ এর জীবনে সুখ দুঃখ থাকবেই, তা না হলে মানুষের জীবন অসম্পূর্ণ। মানুষের জীবনে এমন কোন ব্যক্তি বা আপনজন আঘাত করেন এবং তিনি যে পরিমান দুঃখ পান তা নিজের মুখে প্রকাশ করতে পারেন না। সেই কারণেই মনের মধ্যেই রয়ে যায় তার কষ্ট। যেহেতু মনের দুঃখ কষ্ট কারো সাথে শেয়ার করলে মনে শান্তি পাওয়া যায়। সেই কারণেই কষ্টের স্ট্যাটাস গুলির মাধ্যমে আপনার দুঃখ কষ্ট শেয়ার করুন। নিম্নে একাধিক বাংলা কষ্টের স্ট্যাটাস এর তালিকা দেওয়া হল –
আমরা আজকের পোস্টে এরকম ফেসবুক স্ট্যাটাস দেয়ার জন্য কষ্টের উক্তি নিয়ে বিশাল একটি কালেকশন সাজিয়েছি। খুব সহজে আপনি পছন্দের ফেসবুক স্ট্যাটাসটি কপি করে পোস্ট করতে পারেন আপনার ফেসবুক প্রফাইলে। উল্লেখ্য যে, সকল স্ট্যাটাস ইন্টারনেট থেকে সংগৃহীত। তবে সেরা স্ট্যাটাস বাছাই করেই সাজিয়েছি আমাদের এই কালেকশনটি।
কষ্টের স্ট্যাটাস বাংলায়
একলা থাকার একলা আমি, একলা ভালো থাকি,
মন খারাপের সময়গুলো নিজের কাছে রাখি। 🙂
কিছু কিছু মন খারাপ প্রচণ্ড বিচ্ছিরি
কাউকে বলাও যায়না, আবার সহ্য করাও যায়না 💔
কিছু ‘আক্ষেপ’ একান্তই ব্যক্তিগত! কাউকে বলা যায় নাহ।
মনের মাঝে ডিপ্রেশন ঠোঁটের কোণে হাসি,
সবকিছু নিয়ে মিথ্যের শহরে বেশ ভালো আছি! 🙂🥀
আমিও কারো গল্পের
এক বিরক্তিকর চরিত্র…!
সময়ের সাথে অনেক মানুষ বদলায়
কেউ অহংকারে আর কেউ অবহেলায়।
তবু বেঁচে আছি প্রাণপণে
অন্তত কিছুদিনের জন্য 🙃
মানুষ সব পারে,
কিন্ত মানসিক অশান্তি থেকে পালাতে পারে নাহ! 🙂
বদলে যাইনি একটুও,
এই-তো জেনে গেছি দুনিয়ার মানুষ কেমন!
অথচ দেয়ালে বাঁধানো আয়নাটা জানেনা,
প্রতিদিন তার উপর আছড়ে পড়া সুন্দর প্রতিচ্ছবিটার ভেতরটা কতটা ভাঙা
সবসময় হাসিখুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে ‘এদের মন খারাপ কেউ বুজতে চায়না!🙂
মানসিক অশান্তির চেয়ে মৃত্যুটা শ্রেয় 🙂
পৃথিবীর সবথেকে বড় মানসিক ডিপ্রেশনটা বোধয় পরিবারের থেকেই শুরু হয় 💔
আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে,
অতীতের ভুলগুলোকে ভুলে যাওয়া।
যার লাইগা সবকিছু ছাড়বে, সে শেষমেশ তোমারে ছাড়বে এটাই জীবনের নিয়ম 💔
অপেক্ষা আর অবহেলায় থাকা মানুষগুলো
এক সময় মানসিকভাবে খুন হয়ে যায়।
কি সুন্দর হাসতেছি, চলতেছি
অথচ কেউ বুঝতে পাচ্ছে না আমি নামক মানুষটা ভিতরে ভিতরে মারা যাচ্ছি 💔
আমার ও ছিলো সব একদিন
আজ আমার নেই কিছু নেই💔
“পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!”
“কখনও কোনও ব্যক্তি
ভেঙে যায় না বা ভেঙে পরে না,
সে কেবল হারে, কখনও ভাগ্য দ্বারা এবং
কখনও কখনও প্রিয়জনদের দ্বারা।”
“যদি কষ্টগুলো বিক্রি করা যেত,
তাহলে পৃথিবীর সব চাইতে
ধনী ব্যক্তি হতাম আমি।”
“সন্দেহ করা ভুল ছিল কিন্তু
সন্দেহ সঠিক ছিল।”
“জীবনের সবচেয়ে খারাপ জিনিস হল আমরা যাকে ভালবাসি তাকে হারানো নয়,
বরং কাউকে খুব বেশি ভালোবাসতে গিয়ে নিজেকে হারানো।”
“কখনও অন্যের অনুভূতি নিয়েখেলো না,
কারণ তুমি গেমটি জিততে পারবে,
কিন্তু ঝুঁকি হল যে
তুমি সেই ব্যক্তিকে আজীবনের মতো হারাবে।”
“তুমি ভাবছ আমি বদলে গেছি।
সত্যি বোলতে
তুমি আমাকে সত্যিকারের চিনতে পারোনি।”
“বৃষ্টি ভেজা আমার আকাশ,
মনটা তাই উদাস উদাস,
মেঘের সাথে মিষ্টি কথন,
দুই নয়নে অঝর শ্রাবন,
আমি আছি যেমন তেমন,
বল তুমি আছ কেমন..?”
“সুখী সবুজ বনের ছোট্ট পাখি,
অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে
কে তার আপনজন।
আপন মনে ঘুরে বেড়ায়
নীল আকাশের বুকে।
তাইতো নিজে দুখী হয়েও,
সুখী সবার চোখে…”
“প্রেম হলো সরল অংকের মত।
সরল অংকে যেমন যোগ
বিয়োগ গুন ভাগ ও
বন্দনী থাকে।
তেমনি প্রেমেও হাসি-ট্টাটা,
মান-অভিমান বিরহ-বিচ্ছেদ,
অনাবিল সুখ
আর না পাওয়ার সিমাহীন
বেদনা থাকে।”
“ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা হয়,
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না।”
“মন আজ কাঁদছে
অঝর নয়নে,
খুব আপন যে আমার
সে আছে দূরে..!!
তবুও মনের ব্যাথা
বলিনি তারে,
যদি কষ্ট পেয়ে তার চোখে
অশ্রু ঝরে আমি যে
খুব ভালোবাসি তারে।”
“তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস।”
“পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা
সবার নেই।”
“স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!”
“কখনো যদি দেখা হয়ে যায়
দুজনের পথ চলার পথে,
সে দিন ও দেখবে তুমি,
আমি আছি বসে তোমারি
পথ চেয়ে…”
“এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু
তোমার কথা বলে,
মনের কথা বুঝোনা তুমি
মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই!!”
“তুমি পাশে নেই তবুও
তোমায় অনুভব করি।
তুমি আমার হবে না জানি,
তবুও তোমার পথ
চেয়ে আছি।
স্বপ্ন সত্যি হবে না জানি
তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
কারণ আমি যে তোমায়
ভীষণ ভালবাসি।”
“তোমার সুখের জন্য যদি
তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে
যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন
ও পারবো না..
তবে ভুলে থাকার অভিনয়
করতে পারবো..!!”
“যাদের রাগ বেশি,
তারা রাগের মাথায় অনেক
কিছু বলে দেয়…
কিন্তু রাগ কমে গেলে তারাই
আবার সবচেয়ে বেশি কষ্ট পায়!”
“কার হার্টে কার বিট চলে।
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে!!”
“আজকে তুমি রাগ করছো,
দুঃখ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে।”
“তুমি এমন এক মিথ্যে
স্বপ্নের সাগর,
যে সাগরে প্রতিরাতে
ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি।”
“চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা। “
“তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান ট্রফি ছিলে,
কিন্তু আমি তোমার সেরা খেলা ছিলাম।”
“কিভাবে একা থাকতে হয়,
কিছু মানুষ
আমাদের জীবনে আসে এটা শেখানোর জন্য।”
“ক্ষত সেরে গেছে,
দাগ রয়ে গেছে,
হৃদয় ভেঙ্গে গেছে,
আকাঙ্খা বাকি আছে।”
“এখন যদি তুমি চলে যাচ্ছ,তবে যাও কিন্তু
পিছনে ফিরে তাকাবে না,
কারণ মৃত্যুদণ্ড লেখার পরে জর্জ ও কলমটি ভেঙে ফেলে।”
“কাউকে এতটা অবহেলা করো না যে,
সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়।”
“নিজের অতীত না হওয়া পর্যন্ত, কারো কষ্ট বোঝা যায় না।”
” বাধ্যবাধকতা ছিল,
আমিও আমার সুখ ছেড়ে দিয়েছিলাম
“তাকে খুশি দেখতে।”
“জীবনে প্রেমের চারা রোপণের আগে পরীক্ষা করুন
বন্ধুরা প্রতিটি মাটির প্রকৃতির প্রতি অনুগত নয়।”
“রাত নতুন, স্মৃতি পুরনো!”
“গোলাপকে ছিড়তে গেলে
কাঁটা লাগে হাতে।
মনের মানুষকে ভুলতে চাইলে
ব্যথা লাগে বুকে।
তাই শত কষ্টের মাঝে মনে
রাখতে চাই তোমাকে।”
” লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷”
“মানুষের হৃদয়ে অনেক ভিড় হয়েছে,
সে কারণেই আজকাল আমরা একা থাকি।”
“জীবনের কিছু সুন্দর মুহূর্ত শুধু চলে যায়,
স্মৃতি রয়ে যায় এবং মানুষ আলাদা হয়ে যায়।”
“দুঃখের স্ট্যাটাস
তার স্বপ্ন দেখার অভ্যাস ছিল,
আমি বুনছিলাম,
তার মিথ্যা বলার অভ্যাস ছিল,
আমি শুনছিলাম।”
“কোনো সম্পর্কই অসম্পূর্ণ নয়,
শুধু তা পূরণ করার আকাঙ্ক্ষা উভয় পক্ষেরই হওয়া উচিত।”
“ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।”
“ভালোবাসা মানে কাউকে
জয় করা নয়
বরং নিজেই কারো জন্য
হেরে যাওয়া।”
“কামনা করি আমার জীবন বই পেন্সিলে লেখা হোক।
কারণ কিছু পৃষ্ঠা আছে যা আমি মুছে ফেলতে চাই।”
“তুমি আমি কেন দূরে দূরে?
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায়।”
“যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”
“চোখের কোনে জমে
আছে একটু খানি পানি,
মুছে দিতে আসবেনা কেউ
এ-কথাও জানি…
অনেক আপন ছিলে তুমি
হঠাৎ হলে পর,
আমার খবর নাইবা নিলে,
তোমার কি খবর?”
“অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে.!”
“একদম নিখুঁত মানুষ
খুঁজতে যেও না,
বিধাতা মানুষের ভিতর
কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো
মানুষই পাবে না..!!”
“বুঝতে পারছিনা ঠকায় কে
মানুষ না ভাগ্য?”
আমরা প্রায় ১০০টির বেশি স্ট্যাটাস শেয়ার করেছি এই পোস্টে। নিয়মিত আপডেট করা হবে আরও অনেক কালেকশন। তাই নতুন নতুন কষ্টের স্ট্যাটাস পেতে নিয়মিত ভিজিট করুন এই পোস্টটি। আর চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন আপনার লিখা কোন স্ট্যাটাস।
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।