Site icon Info Help BD

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট বুকিং ২০২৪

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট

স্টার সিনপ্লেক্স মুভি দেখার একটি আধুনিক প্ল্যাটফর্ম। যেখানে সকল ধরনের মুভি দেখা যায়। বিশেষ করে নতুন মুভি নেট দুনিয়ায় রিলিজ হওয়ার পূর্বেই বিভিন্ন হলে হলে দেখানো হয়। যার ফলে অনেক মুভি হলে গিয়ে দেখা হয়। বর্তমানে বাংলাদেশে ৫ টি শাখায় স্টার সিনেপ্লেক্স চালু আছে। বাকি একটি বন্ধ রয়েছে। অনলাইনে বা অফলাইনে দুই ভাবেই মুভি দেখার টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্স আছে। এছাড়া তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট বুকিং দিতে পারবেন।

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট

বর্তমান সময়ে যেকোনো কাজ অনলাইন থেকে করা যায়। শুধু মুভি দেখার টিকিট না, যেকোনো ধরনের টিকিট অনলাইনে অগ্রিম বুকিং দেওয়া যায়। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে কাউন্টারে কোনো টিকিট পাওয়া যায় না। পাওয়া গেলেও অনেকে কিনার সুযোগ পায় না। তাই আপনারা স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কিনার নিয়ম শিখে রাখুন। এখান থেকে অগ্রিম টিকিট বুকিং দিতে পারবেন। তাদের ওয়েবসাইটে প্রবেশ করলে টিকিটের দাম, মুভির নাম ও মুভি দেখার সময় জানতে পারবেন। অনলাইনে টিকিট ক্রয় করতে স্টার সিনেপ্লেক্স এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। বিভিন্ন ই-টিকিট প্ল্যাটফর্ম থেকেও বুকিং দেওয়া যাবে।

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট বুকিং

টিকিট বুকিং দেওয়ার জন্য https://ticket.cineplexbd.com/ এই ওয়েবসাইটে যাবেন। প্রথমে সেখানে একটি একাউন্ট খুলতে হবে। এরপর আপনার একাউন্ট লগইন করবেন। লগইন করা হলে সেখানে মুভির নাম, টিকিটের দাম ও এখন কোন টিকিট পাওয়া যাচ্ছে সেগুলো বিস্তারিত দেখতে পারবেন। আপনার যে টিকিট টি প্রয়োজন হবে সেটি সিলেক্ট করে বুকিং দিবেন। অনলাইনের মাধ্যমেই টিকিটের মূল্য পেমেন্ট করতে পারবেন। নতুন ইউজার হিসেবে গেস্ট আইডি ও ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই একটি একাউন্ট খুলে টিকিট বুকিং দিবেন।

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাটার নিয়ম

সাধারণ কিছু পদ্ধতি ফলো করে স্টার সিনপ্লেক্স এর অনলাইন টিকিট কিনতে পারবেন। এজন্য অনলাইনেও তাদের টিকিট গুলো থাকতে হবে। বর্তমানে অনলাইন থেকেও খুব দ্রুত টিকিট শেষ হয়ে যাচ্ছে। প্রথম ধাপে আপনারা ticket.cineplexbd.com এখান থেকে একটি একাউন্ট খুলে নিবেন। এরপর নিচের দেওয়া নিয়ম গুলো ফলো করুন।

স্টার সিনেপ্লেক্স টিকিটের দাম

টিকিটের দাম গুলো বিশেষ ভাবে নির্ধারন করা হয়েছে। মুভির ধরন, মুভি দেখার টাইম ও আসন কুয়ালিটির উপর ভিত্তি করে টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে। সাধারণ টিকিট ও প্রিমিয়াম টিকিট পাওয়া যাবে। যার মধ্যে অনেক তফাত আসে। স্টার সিনেপ্লেক্স টিকিটের দাম ৩০০ থেকে ৫০০ টাকা। মুভি দেখার হল, শাখা, টিকিটের ধরন ও মুভির ধরনের উপর নির্ভর করে এই দাম কম বেশি হবে। ছবিটি রিলিজ হওয়ার পর পর দেখতে টিকিটের দাম বেশি লাগতে পারে।

সারা বাংলাদেশে বর্তমানে ৫ টি শাখাতে স্টার সিনেপ্লেক্স এর মুভি দেখতে পারবেন। তাদের টিকিটের দাম, মুভি দেখার সময় ও মুভির তালিকা ভিন্ন হতে পারে। সব সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকেই টিকিট বুক করবেন। আর দেরি করে টিকিট কিনবেন না। তাহলে টিকিট ফুরিয়ে যেতে পারে। মুভি দেখার ইচ্ছা থাকলে অগ্রিম বুকিং দিয়ে রাখবেন।

আরও দেখুনঃ

স্টার সিনেপ্লেক্স আজকের মুভি ২০২৪

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি বন্ধ না খোলা ২০২৪

Exit mobile version