‘শব’ ফার্সি শব্দ। এর অর্থ রাত। আর ‘মেরাজ’ আরবি শব্দ। এর অর্থ ঊর্ধ্বগমন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ হিজরী ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখে মহান আল্লাহতালার নিকট আসমানে দেখা করেন। সেই পবিত্র মহামান্বিত রাতকে শবে মেরাজ বলা হয়ে থাকে। আরবি ভাষায় এই রাতকে লাইলাতুল মেরাজও বলা হয়ে থাকে। পবিত্র এই শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে বিশেষ নামাজ ও রোজা রাখার প্রচলন রয়েছে।
অনেকেই ইন্টারনেটে জানতে চায় শবে মেরাজের রোজা কত তারিখে ও রোজা কয়টি রাখতে হবে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বাংলাদেশের শবে মেরাজ কবে, কয়টি রোজা রাখতে হবে এবং কিভাবে নামাজ আদায় করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি যদি শবে মেরাজের নামাজ ও রোজা পালন করতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
শবে মেরাজ ২০২৪
চলতি বছর শবে মেরাজ কবে ২০২৪। অনেকেই এই প্রশ্নটি ইন্টারনেটে সার্চ করতেছে। তাদেরকে জানাতে চাই যে ১৮ই ফেব্রুয়ারি রোজ শনিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালন করা হবে। এর আগে বাইতুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে এই তারিখটি একটি নির্ধারণ করা হয়েছে। অনেকে এই পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ নামাজ ও রোজা রেখে থাকেন। আপনিও চাইলে পবিত্র এই দিনটি উপলক্ষে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ ও রোজা রাখতে পারেন।
শবে মেরাজের রোজা কয়টি
১৮ই ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। অনেকেই পবিত্র শবে মেরাজ উপলক্ষে রোজা রেখে থাকেন। তাই তারা জানতে চায় শবে মেরাজের রোজা কয়টি।
নবী করিম (সাঃ) তাঁর এক হাদীসে উল্লেখ করেছিলেন যে ” রজব মাস হল আল্লাহ এর মাস, শাবান মাস হল নবীর মাস, রমজান মাস হল আল্লাহর উম্মতের মাস।”
আসলে শবে মেরাজের রোজা কয়টি বা শবে মেরাজের রোজা কত তারিখে রাখা উচিত এরকম কোন নির্দিষ্ট হাদিস নেই। কিন্তু আরো একটি হাদীসে উল্লেখিত আছে যে নবী কারীম (সাঃ) বলেছেন “কোন ব্যক্তি রজব মাস আসলো কিন্তু ক্ষেত চাষ করল না, শাবান মাস আসলো কিন্তু ক্ষেত নিড়ানী দিল না, আগাছা পরিষ্কার করল না, সে তার ফসল রমজান মাসে ঘরে তুলতে পারবে না “। তাহলে আমরা বুঝতে পারছি যে রজব মাস হল রমজানের জন্য প্রস্তুতি মাস।
যেহেতু এই মাস রমজানের জন্য প্রস্তুতি মাস। এইজন্য নবী কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এই মাসে রোজার প্রস্তুতি শুরু করে দিতেন । খুব ঘনঘন রোজা রাখতেন এজন্য আসলে শবে মেরাজের রোজা কয়টি বা শবে মেরাজের রোজা কত তারিখে তা নিয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি। আপনি আপনার সুবিধামতো সময়ে রজব মাসে রোজা রাখতে পারেন।
আরও দেখুনঃ পবিত্র শবে মেরাজের নামাজের নিয়ম ২০২৪
শবে মেরাজের রোজা কত তারিখে ২০২৪
অনেক মুসলমানগণ পবিত্র শবে মেরাজ উপলক্ষে মেরাজের রোজা রাখতে চান বা রাখার বিধান জানতে চান। অনেকেই শবে মেরাজের নামাজ বা রোজাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন। নামাজ আদায় করা ও রোজা রাখা অবশ্যই পুণ্যের কাজ। কিন্তু শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো নামাজ ও রোজার বিধান ইসলামি শরিয়তে নেই। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে শবে মেরাজ পালিত হবে আপনি চাইলে ১৮ তারিখের পরে যে কোন দিন আপনার সুবিধামতো সময়ে রোজা রাখতে পারেন।
শবে মেরাজের রোজা কয়টি এই মতবাদ নিয়ে অনেক হাদিসে উঠে এসেছে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে ১০ টি রোজা রাখতেন । কিন্তু শবে মেরাজের রোজা কয়টি তা নিয়ে নির্দিষ্টতা নাই। কিন্তু রজব মাসের সোমবার , বৃহসপতিবার বা শুক্রবারে রোজা রাখা সুন্নত আর রজব মাসের চান্দ্র মাস হিসেবে যদি হিসাব করা হয় তাহলে ১ তারিখে, ১০ তারিখে, ১৩ তারিখে, ১৪ তারিখে, ১৫ তারিখে, ২০ তারিখে, ২৯ তারিখে ও ৩০ তারিখে রোজা রাখা সুন্নত।
সর্বশেষ কথা
মুসলমান হিসেবে প্রত্যেকের উচিত পবিত্র শবে মেরাজের ফজিলত সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা। আজকের এই পোস্টে আমি আপনার সাথে পবিত্র শবেবরাতের রোজা কত তারিখে ও কয়টি রোজা রাখতে হবে তা জানানোর চেষ্টা করেছি। আপনি যদি শবে মেরাজের রোজা রাখতে চান তাহলে এই পোস্টটি আপনাকে অনেক হেল্প করেছে।
আরও দেখুনঃ
শবে মেরাজ কবে ২০২৪ – বাংলাদেশ ও সৌদি আরব
পবিত্র শবে মেরাজের নামাজের নিয়ম ২০২৪
বাংলাদেশে পবিত্র শবে বরাত কবে ২০২৪ – শবে বরাতের নামাজ কত
আমি সুজন। আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি ঢাকা পলিটেকনিকে পড়ালেখা করছি। আমার পড়া লেখার পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।